Ajker Patrika

অস্ট্রেলিয়ায় করোনায় হাসপাতালে ভর্তির রেকর্ড

অস্ট্রেলিয়ায় করোনায় হাসপাতালে ভর্তির রেকর্ড

অস্ট্রেলিয়ায় নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে রেকর্ডসংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫০ জনে। এর আগে করোনার প্রথম ঢেউয়ের সময় গত জানুয়ারিতে রেকর্ড ৫ হাজার ৩৯০ জন রোগী হাসপাতালে ভর্তি ছিল। 

আজ সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিএ.৪ এবং বিএ.৫ ওমিক্রন সাব-ভ্যারিয়েন্টের কারণে অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। জুনের শেষ সময় থেকেই অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ বাড়তে শুরু করে। হাসপাতালের অনেক কর্মীরাও করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। ফলে স্বাস্থ্যসেবা সংকটের মুখে পড়েছে। 

সবচেয়ে বেশি টিকা দেওয়া দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। দেশটির ১৬ বছরের বেশি বয়সীদের প্রায় ৯৫ শতাংশই করোনার দুই ডোজ টিকা পেয়েছেন। আর ৭১ শতাংশ বুস্টার ডোজ পেয়েছেন। 

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় করোনায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯১ লাখ ৩৬ হাজার ১১০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ১৮৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

আজকের রাশিফল: মুখটা সামলে রাখুন, শত্রুরা ফেসবুক পোস্টে প্রচুর হা হা দেবে

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...