Ajker Patrika

করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ৪৭০ জনের, শনাক্ত প্রায় ৫ লাখ

করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ৪৭০ জনের, শনাক্ত প্রায় ৫ লাখ

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৮৫৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭০ জনের। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯০ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ লাখ ৪৬ হাজার ৭৩০ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৭ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮০ জন। করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭১০ জনের। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫০ জনের, করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৪৫০ জনের। 

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫২ কোটি  ৭৬ লাখ ৮৩ হাজার ৯৯১ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩৩১ জনের। করোনা থেকে সুস্থ হয়েছে ৪৯ কোটি ৭৮ লাখ ৩৭ হাজার ৬৫৫ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত