Ajker Patrika

মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩ মেরিন সেনা নিহত 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৪: ৪৩
Thumbnail image

অস্ট্রেলিয়ায় ২৩ মার্কিন মেরিন সেনাসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সেই দুর্ঘটনায় ৩ মেরিন সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। 

স্থানীয় সময় আজ রোববার সকালের দিকে বিমনাটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটি ছিল মার্কিন সশস্ত্র বাহিনীর একটি অস্প্রি ভি-২২ মডেলের পরিবহন বিমান। এটি ডারউইন শহর থেকে ৬০ কিলোমিটার দূরের মেলভিল আইল্যান্ডে গিয়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর বিমানটি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। 

হতাহতের বিষয়টি জানিয়ে ইউএস মেরিন বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘সব মিলিয়ে বিমানটিতে ২৩ জন সেনাসদস্য ছিলেন। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যুর বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি এবং বাকিদের উন্নত চিকিৎসার জন্য রয়্যাল ডারউইন হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকৃতদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। তবে উদ্ধারকৃতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আরও দুজন সুস্থ রয়েছেন। এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। 

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর যৌথ মহড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো অস্ট্রেলীয় সেনা ছিল না বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত