Ajker Patrika

নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১০: ১৮
নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

নিউজিল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর। 

নিউজিল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সোমবার এ ভূমিকম্প আঘাত হানে। সুনামি সতর্কতা জারি করা হবে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এরই মধ্যে ওই এলাকার বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কেরমাডেক দ্বীপপুঞ্জ অঞ্চলে ভূমিকম্পের পর সুনামির হুমকি কেটে গেছে। 

তবে নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (নেমা) এক টুইটার পোস্টে জানিয়েছে, ভূমিকম্পের কারণে দ্বীপপুঞ্জ এলাকায় সুনামি সৃষ্টি হতে পারে এবং পুরো নিউজিল্যান্ডকে প্রভাবিত করতে পারে। 

নেমার ওয়েবসাইটে বলা হয়েছে, উপকূলের কাছাকাছি থাকা বাসিন্দাদের অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত। কারণ দ্রুত সুনামি সৃষ্টি হতে পারে। বাসিন্দাদের উদ্দেশে বলা হয়েছে, আপনারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। 

তবে নিউজিল্যান্ড সরকার এখনো সেখানে সুনামি সতর্কতা জারি করেনি। 

এর আগে গত ১৬ মার্চ একই দ্বীপপুঞ্জে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই সময় সুনামি সতর্কতা জারি করা হয়, যা কিছু সময় পর তুলে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত