২০২৩ সাল শেষ হওয়ার আগেই একটি পারমাণবিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে পৃথিবী। বহু বছর আগেই এই বিপর্যয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন বুলগেরিয়ার অন্ধ জ্যোতিষী বাবা ভাঙ্গা। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলাসহ আলোচিত বেশ কয়েকটি ঘটনা তাঁর ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে যায় বলে দাবি করা হয়।
প্রায় তিন দশক আগে মারা গেছেন বাবা ভাঙ্গা। কিন্তু তাঁর করা ভবিষ্যদ্বাণীগুলো তাঁকে এখনো পৃথিবীজুড়ে আলোচনায় রেখেছে। কথিত আছে, মাত্র ১২ বছর বয়সে একটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি।
বাবা ভাঙ্গার অনুসারীরা মনে করেন, ২০২৩ সালে একটি পারমাণবিক শক্তিকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটবে। এই বিস্ফোরণের ফলে এশিয়ার আকাশ বিষাক্ত মেঘে ছেয়ে যাবে।
এ ছাড়া এই বিস্ফোরণের ফলে কয়েকটি দেশ আক্রান্ত হবে। এসব দেশে মারাত্মক রোগবালাই ছড়িয়ে পড়বে।
আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়াভিত্তিক গণমাধ্যম নিউজ ডটকমের বরাত দিয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে পৃথিবীর ওপর দিয়ে একটি শক্তিশালী সৌরঝড় উড়ে যাওয়ার ভবিষ্যদ্বাণীও করেছিলেন বাবা ভাঙ্গা। এর ফলে বৈশ্বিক জলবায়ুর চিত্র পুরোপুরি বদলে যাওয়ারও আশঙ্কা করেছিলেন তিনি।
এ ছাড়া কয়েকটি অসমর্থিত সূত্রের তথ্যমতে, ২০২৩ সাল নিয়ে আরেকটি ভয়ংকর ভবিষ্যদ্বাণী ছিল বাবা ভাঙ্গার। এই ভবিষ্যদ্বাণী অনুযায়ী, চলতি বছরেই একটি সুপারপাওয়ার দেশ জৈব রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। এর ফলে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটবে।
১৯৯৬ সালে ৭৫ বছর বয়সে মৃত্যুর আগে মহামারি নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন বুলগেরিয়ান এই রহস্যময়ী নারী। এ ছাড়া প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা নিয়েও বহু বছর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন বলে দাবি করা হয়।
২০২৩ সাল শেষ হওয়ার আগেই একটি পারমাণবিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে পৃথিবী। বহু বছর আগেই এই বিপর্যয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন বুলগেরিয়ার অন্ধ জ্যোতিষী বাবা ভাঙ্গা। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলাসহ আলোচিত বেশ কয়েকটি ঘটনা তাঁর ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে যায় বলে দাবি করা হয়।
প্রায় তিন দশক আগে মারা গেছেন বাবা ভাঙ্গা। কিন্তু তাঁর করা ভবিষ্যদ্বাণীগুলো তাঁকে এখনো পৃথিবীজুড়ে আলোচনায় রেখেছে। কথিত আছে, মাত্র ১২ বছর বয়সে একটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি।
বাবা ভাঙ্গার অনুসারীরা মনে করেন, ২০২৩ সালে একটি পারমাণবিক শক্তিকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটবে। এই বিস্ফোরণের ফলে এশিয়ার আকাশ বিষাক্ত মেঘে ছেয়ে যাবে।
এ ছাড়া এই বিস্ফোরণের ফলে কয়েকটি দেশ আক্রান্ত হবে। এসব দেশে মারাত্মক রোগবালাই ছড়িয়ে পড়বে।
আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়াভিত্তিক গণমাধ্যম নিউজ ডটকমের বরাত দিয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে পৃথিবীর ওপর দিয়ে একটি শক্তিশালী সৌরঝড় উড়ে যাওয়ার ভবিষ্যদ্বাণীও করেছিলেন বাবা ভাঙ্গা। এর ফলে বৈশ্বিক জলবায়ুর চিত্র পুরোপুরি বদলে যাওয়ারও আশঙ্কা করেছিলেন তিনি।
এ ছাড়া কয়েকটি অসমর্থিত সূত্রের তথ্যমতে, ২০২৩ সাল নিয়ে আরেকটি ভয়ংকর ভবিষ্যদ্বাণী ছিল বাবা ভাঙ্গার। এই ভবিষ্যদ্বাণী অনুযায়ী, চলতি বছরেই একটি সুপারপাওয়ার দেশ জৈব রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। এর ফলে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটবে।
১৯৯৬ সালে ৭৫ বছর বয়সে মৃত্যুর আগে মহামারি নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন বুলগেরিয়ান এই রহস্যময়ী নারী। এ ছাড়া প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা নিয়েও বহু বছর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন বলে দাবি করা হয়।
যুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৫০০-এর বেশি স্থানে তাদের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে, যাতে লাখো মানুষ অংশ নেবে। তাদের দাবি, ট্রাম্পের ‘স্বৈরাচারী মনোভাব ও কর্তৃত্ববাদী শাসন’ রুখতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তাদের ওয়েবসাইটে লেখা, ‘প্রেসিডেন্ট মনে করেন, তিনিই সর্বেসর্বা।
২ ঘণ্টা আগেসর্বশেষ সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকটি কেমন ছিল, তা একটি শব্দ দিয়েই বর্ণনা করা যায়। আর তা হলো ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বা জেলেনস্কির ভাষায় ‘তীক্ষ্ণ’ (pointed)। তিনি নিজেই এক্সে এভাবে লিখেছেন। এই শব্দের অর্থ বিশ্লেষণ না করলেও বোঝা যায়, জেলেনস্কি আসলে এর মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন।
৩ ঘণ্টা আগেআফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তান আবারও তাদের সীমান্তে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এর মাধ্যমে দুই দিনের যুদ্ধবিরতিও ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তালেবান সরকারের।
৬ ঘণ্টা আগেরাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুরের সময় যা ঘটেছিল, তা ছিল ট্রেলার। পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ভারতের ব্রহ্মসের আওতায়।’ প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের মধ্যে ছিল একটি কঠোর বার্তা—ভারতের সামরিক প্রতিক্রিয়া কেবল সীমান্তে প্রতিরক্ষামূলক নয়, বরং প্রয়োজনে আক্রমণাত্মক এবং সুনির্দিষ্টও হতে পারে।
৮ ঘণ্টা আগে