ডয়চে ভেলে
ন্যাটো সদস্য দেশগুলো তাদের বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ রাশিয়ার আগ্রাসন শেষ হলে নিজেদের চূড়ান্ত সদস্যপদ নিয়ে সামরিক জোট থেকে স্পষ্ট অঙ্গীকারের জন্য চাপ অব্যাহত রেখেছে ইউক্রেন৷
জার্মানির ডিপিএ বার্তা সংস্থাকে জার্মানিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সি মাকেইয়েভ ন্যাটোকে এ বিষয়ে অস্পষ্টতার অবসানের আহ্বান জানিয়েছেন ৷ তাঁর কথা, ‘ভিলনিয়াসে শীর্ষ সম্মেলনে আমরা ন্যাটোতে যোগদানের জন্য একটি স্পষ্ট, দ্ব্যর্থহীন আমন্ত্রণ এবং নির্দেশনা আশা করি৷
‘২০০৮ সালে বুখারেস্টে ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় যে ভুল হয়েছিল, তার যেন পুনরাবৃত্তি না হয়, এমনটাই বলেন মাকেইয়েভ৷ ’
শীর্ষ সম্মেলনের সময়, জোট যখন কিইভের সদস্যপদ আকাঙ্ক্ষাকে স্বাগত জানায়, তখন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জোটে দেশটির দ্রুত যোগদানের বিরোধিতা করেন৷
তিনি ডিপিএকে বলেন, ‘যদি ইউক্রেন ইতিমধ্যে ২০১৪ সালে ন্যাটোর সদস্য হয়ে যেত, তাহলে ক্রিমিয়ান সংযুক্তীকরণ, ডনবাসের যুদ্ধ, রাশিয়ার এই আগ্রাসন থেকে যুদ্ধ—এসব কিছুই হতো না৷ ইউরোপের বিরুদ্ধে রুশ আগ্রাসন বন্ধ করার একমাত্র উপায় হলো ২০২৩ সালের ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে একটি শক্তিশালী বার্তা দেওয়া৷ ’
ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, লিথুয়ানিয়ার রাজধানীতে আসন্ন শীর্ষ সম্মেলনে কিয়েভকে যোগদানের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে না ৷
ভাগনার বিদ্রোহে রুশ সংবাদমাধ্যমে নানা প্রতিক্রিয়া
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ভাগনার বিদ্রোহ রুশ সংবাদমাধ্যমকে চমকে দিয়েছে ৷ মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিক্রিয়া তিনটি পর্যায়ে এসেছিল৷
‘প্রাথমিকভাবে, তারা অবাক এবং অপ্রস্তুত ছিল ৷ তা সত্ত্বেও রাশিয়ান টিভি তার স্বাভাবিক সময়সূচি বজায় রেখেছে৷ ’
একবার বিদ্রোহ শেষ হয়ে গেলে, রাশিয়ান মিডিয়া নিরাপত্তা বাহিনীর নিষ্ক্রিয়তা সংক্রান্ত দাবিগুলো ‘ঠিক' করার চেষ্টা করেছিল ৷ একই সঙ্গে তারা প্রচার করেছিল, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ‘রক্তপাত এড়িয়ে বিদ্রোহকে ব্যর্থ করে জয়ী হয়েছেন’৷
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়টি এক সপ্তাহ পরে আসে ৷ এতে প্রিগোঝিনের তাৎপর্য, তার বিদ্রোহের তাৎপর্যকে খাটো করা হয় ৷ প্রিগোঝিনের খ্যাতিকেও কলঙ্কিত করার চেষ্টা করেছিল সংবাদমাধ্যমগুলো৷
ভাগনারের টেলিগ্রাম চ্যানেলগুলোর নীরবতাও উল্লেখ করা হয়েছে ৷ রাষ্ট্রের হস্তক্ষেপের ফলে এটি আচমকাই ঘটেছিল বলে দাবি করেছে যুক্তরাজ্যের মন্ত্রণালয়।
ঝাপোরিজঝিয়া প্লান্ট নিয়ে আলোচনার জন্য ন্যাটোকে আহ্বান রাশিয়ার
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ন্যাটো সদস্যদের তাদের শীর্ষ সম্মেলনের সময় ইউক্রেনের ঝাপোরিজঝিয়া পারমাণবিক কেন্দ্র নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন।
জাখারোভা ইউক্রেনকে প্লান্টের ‘পরিকল্পিতভাবে ক্ষতির জন্য' অভিযুক্ত করেছেন৷
তিনি ওই প্লান্টে কোনো কিছু ঘটার আশঙ্কার ইঙ্গিত দিয়েছেন ৷ রাশিয়া ও ইউক্রেন উভয়ই পরস্পরের বিরুদ্ধে পারমাণবিক কেন্দ্রে হামলার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে৷
সুনাকের সঙ্গে আলোচনা করবেন বাইডেন
মঙ্গলবার লিথুয়ানিয়ায় শুরু হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে আজ রোববার ইউরোপে সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তাঁর প্রথম গন্তব্য হবে লন্ডন৷
সোমবার ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করেন তিনি ৷ ইউক্রেন নিয়ে আলোচনা করা তাঁর এজেন্ডার অন্যতম অংশ ৷ বিশ্লেষকেরা পরামর্শ দিয়েছেন, শীর্ষ সম্মেলনের আগে কিয়েভের দুই উৎসাহী মিত্রের ন্যাটোতে যোগদানের দাবিগুলো ব্যক্তিগতভাবে আলোচনা করা দরকার৷
উইন্ডসর ক্যাসেলে তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করার কথা রয়েছে বাইডেনের ৷ তাঁরা পরিবেশ ও জলবায়ু সমস্যা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে ৷
ন্যাটো সদস্য দেশগুলো তাদের বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ রাশিয়ার আগ্রাসন শেষ হলে নিজেদের চূড়ান্ত সদস্যপদ নিয়ে সামরিক জোট থেকে স্পষ্ট অঙ্গীকারের জন্য চাপ অব্যাহত রেখেছে ইউক্রেন৷
জার্মানির ডিপিএ বার্তা সংস্থাকে জার্মানিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সি মাকেইয়েভ ন্যাটোকে এ বিষয়ে অস্পষ্টতার অবসানের আহ্বান জানিয়েছেন ৷ তাঁর কথা, ‘ভিলনিয়াসে শীর্ষ সম্মেলনে আমরা ন্যাটোতে যোগদানের জন্য একটি স্পষ্ট, দ্ব্যর্থহীন আমন্ত্রণ এবং নির্দেশনা আশা করি৷
‘২০০৮ সালে বুখারেস্টে ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় যে ভুল হয়েছিল, তার যেন পুনরাবৃত্তি না হয়, এমনটাই বলেন মাকেইয়েভ৷ ’
শীর্ষ সম্মেলনের সময়, জোট যখন কিইভের সদস্যপদ আকাঙ্ক্ষাকে স্বাগত জানায়, তখন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জোটে দেশটির দ্রুত যোগদানের বিরোধিতা করেন৷
তিনি ডিপিএকে বলেন, ‘যদি ইউক্রেন ইতিমধ্যে ২০১৪ সালে ন্যাটোর সদস্য হয়ে যেত, তাহলে ক্রিমিয়ান সংযুক্তীকরণ, ডনবাসের যুদ্ধ, রাশিয়ার এই আগ্রাসন থেকে যুদ্ধ—এসব কিছুই হতো না৷ ইউরোপের বিরুদ্ধে রুশ আগ্রাসন বন্ধ করার একমাত্র উপায় হলো ২০২৩ সালের ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে একটি শক্তিশালী বার্তা দেওয়া৷ ’
ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, লিথুয়ানিয়ার রাজধানীতে আসন্ন শীর্ষ সম্মেলনে কিয়েভকে যোগদানের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে না ৷
ভাগনার বিদ্রোহে রুশ সংবাদমাধ্যমে নানা প্রতিক্রিয়া
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ভাগনার বিদ্রোহ রুশ সংবাদমাধ্যমকে চমকে দিয়েছে ৷ মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিক্রিয়া তিনটি পর্যায়ে এসেছিল৷
‘প্রাথমিকভাবে, তারা অবাক এবং অপ্রস্তুত ছিল ৷ তা সত্ত্বেও রাশিয়ান টিভি তার স্বাভাবিক সময়সূচি বজায় রেখেছে৷ ’
একবার বিদ্রোহ শেষ হয়ে গেলে, রাশিয়ান মিডিয়া নিরাপত্তা বাহিনীর নিষ্ক্রিয়তা সংক্রান্ত দাবিগুলো ‘ঠিক' করার চেষ্টা করেছিল ৷ একই সঙ্গে তারা প্রচার করেছিল, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ‘রক্তপাত এড়িয়ে বিদ্রোহকে ব্যর্থ করে জয়ী হয়েছেন’৷
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়টি এক সপ্তাহ পরে আসে ৷ এতে প্রিগোঝিনের তাৎপর্য, তার বিদ্রোহের তাৎপর্যকে খাটো করা হয় ৷ প্রিগোঝিনের খ্যাতিকেও কলঙ্কিত করার চেষ্টা করেছিল সংবাদমাধ্যমগুলো৷
ভাগনারের টেলিগ্রাম চ্যানেলগুলোর নীরবতাও উল্লেখ করা হয়েছে ৷ রাষ্ট্রের হস্তক্ষেপের ফলে এটি আচমকাই ঘটেছিল বলে দাবি করেছে যুক্তরাজ্যের মন্ত্রণালয়।
ঝাপোরিজঝিয়া প্লান্ট নিয়ে আলোচনার জন্য ন্যাটোকে আহ্বান রাশিয়ার
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ন্যাটো সদস্যদের তাদের শীর্ষ সম্মেলনের সময় ইউক্রেনের ঝাপোরিজঝিয়া পারমাণবিক কেন্দ্র নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন।
জাখারোভা ইউক্রেনকে প্লান্টের ‘পরিকল্পিতভাবে ক্ষতির জন্য' অভিযুক্ত করেছেন৷
তিনি ওই প্লান্টে কোনো কিছু ঘটার আশঙ্কার ইঙ্গিত দিয়েছেন ৷ রাশিয়া ও ইউক্রেন উভয়ই পরস্পরের বিরুদ্ধে পারমাণবিক কেন্দ্রে হামলার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে৷
সুনাকের সঙ্গে আলোচনা করবেন বাইডেন
মঙ্গলবার লিথুয়ানিয়ায় শুরু হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে আজ রোববার ইউরোপে সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তাঁর প্রথম গন্তব্য হবে লন্ডন৷
সোমবার ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করেন তিনি ৷ ইউক্রেন নিয়ে আলোচনা করা তাঁর এজেন্ডার অন্যতম অংশ ৷ বিশ্লেষকেরা পরামর্শ দিয়েছেন, শীর্ষ সম্মেলনের আগে কিয়েভের দুই উৎসাহী মিত্রের ন্যাটোতে যোগদানের দাবিগুলো ব্যক্তিগতভাবে আলোচনা করা দরকার৷
উইন্ডসর ক্যাসেলে তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করার কথা রয়েছে বাইডেনের ৷ তাঁরা পরিবেশ ও জলবায়ু সমস্যা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে ৷
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
১০ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
১০ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
১২ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
১২ ঘণ্টা আগে