Ajker Patrika

বিশ্বে এক দিনে করোনায় ১৮ লক্ষাধিক শনাক্ত, মৃত্যু সাড়ে ৫ হাজার

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১০: ৫৭
বিশ্বে এক দিনে করোনায় ১৮ লক্ষাধিক শনাক্ত, মৃত্যু সাড়ে ৫ হাজার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছু দেশ করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কমিয়ে দিয়েছে এবং বিশ্বব্যাপী করোনাভাইরাস বৃদ্ধির যে পরিসংখ্যান দেখা গেছে, তাতে পুনরায় এর সংক্রমণ ভয়াবহতার দিকে যাওয়ার আশঙ্কা করছে সংস্থাটি। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৯৯৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৬৩ জনের। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। আর দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৭২৫ জনের করোনা শনাক্ত হয়েছে, করোনায় মারা গেছেন ১৬৪ জন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৫০৮ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭২ জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৬ কোটি ৪৪ লাখ ৬০ হাজার ৫২৩ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬০ লাখ ৮১ হাজার ৪০২ জনের। আর করোনা থেকে সুস্থ হয়েছে ৩৯ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার ৮৬৮ জন। 

ডব্লিউএইচও বলছে, গত সপ্তাহের তুলনায় বিশ্বব্যাপী নতুন সংক্রমণের হার বেড়েছে শতকরা ৮ ভাগ। গত ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত নতুন করে শনাক্ত প্রায় ১ কোটি ১০ লাখ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ হাজার জনের। এ হার সবচেয়ে দ্রুত বাড়ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। যার মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং চীন। এ দুটি দেশে নতুন করে শনাক্তের হার বেড়ে ২৫ শতাংশ হয়েছে এবং মৃত্যু বেড়েছে শতকরা ২৭ ভাগ। এ বছর জানুয়ারির পর এই পরিমাণ বৃদ্ধি এটিই প্রথম। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...