Ajker Patrika

ফুটবলারকে জীবন্ত খেয়ে ফেলল কুমির

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৫: ৪৭
ফুটবলারকে জীবন্ত খেয়ে ফেলল কুমির

শীতল হওয়ার জন্য নদীতে ডুব দিয়েছিলেন এক ফুটবলার। কিন্তু বিশাল আকারের এক কুমির টেনে নিয়ে যায় তাঁকে। শুধু তাই নয়, কুমিরটি ওই ফুটবলারকে একেবারে গিলে ফেলে।

মর্মান্তিক একটি ভিডিওচিত্রে দেখা গেছে, ওই কুমিরটি ফুটবলারকে চোয়ালের মধ্যে নিয়ে সাঁতার কাটছে।

অন্য একটি ক্লিপে দেখা গেছে, স্থানীয়রা কুমিরটিকে গুলি করে হত্যা করে ফুটবলারের মরদেহটি উদ্ধার করেছে।

মঙ্গলবার দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী হতভাগ্য ওই ফুটবলারের নাম যিশু আলবার্তো লোপেজ অরটিজ। ডাকনাম চুচো।

কোস্টারিকার গুয়ানাকাস্ট প্রদেশের রিও কানাস নদীতে একটু শীতল হওয়ার জন্য নেমেছিলেন চুচু। পরে তাঁকে টেনে নিয়ে গেলে স্থানীয়রা কুমিরটিকে ধাওয়া করে।

নিহত চুচুর আট ও তিন বছর বয়সী দুটি সন্তান রয়েছে। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বহন করতে সাধারণ মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা। তাঁর ক্লাবের ম্যানেজার লুইস কার্লোস মন্টেসও পরিবারটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কাজ করছেন।

কোস্টারিকার পরিবেশ ও শক্তি মন্ত্রণালয় কুমিরের মতো সুরক্ষিত প্রাণী শিকার বা হত্যা নিষিদ্ধ করেছে। তবে সর্বশেষ ঘটনায় এখনো স্থানীয়দের ওপর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

বিষয়:

ফুটবলার
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত