Ajker Patrika

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বৈঠকে ব্লিংকেন-লাভরভ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১০: ৫৫
Thumbnail image

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর এক বছর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গতকাল বৃহস্পতিবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের এক ফাঁকে তাঁরা এই বৈঠক করেছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বৈঠকের সময় অ্যান্টনি ব্লিনকেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এ ছাড়া তিনি রাশিয়ার আটক মার্কিন সামরিক কর্মকর্তা পল হুইলানের বিষয়টিও উত্থাপন করেছেন। 

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, দিল্লিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ১০ মিনিটেরও কম সময় স্থায়ী ছিল। তাঁরা সম্মেলন চলার এক ফাঁকে পরস্পর কথা বলেছেন। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৈঠকটি হয়েছে বলে নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। 

বৈঠকের পর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, গত সপ্তাহে আমি জাতিসংঘে যা বলেছিলাম এবং আজ জি-২০ পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেই কথাই রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভকে বলেছি। তাঁকে বলেছি, এই যুদ্ধ (ইউক্রেন যুদ্ধ) বন্ধ করুন। অর্থপূর্ণ ও ন্যায়সংগত কূটনীতিতে অংশ নিন। ইউক্রেনে স্থায়ী শান্তি আনুন। 

অ্যান্টনি ব্লিনকেন আরও বলেছেন, রাশিয়াকে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টে পুনরায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি। 

এর আগে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ থেকে সরে গেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছে।

অ্যান্টনি ব্লিনকেন ও লাভরভ সর্বশেষ ২০২২ সালের জানুয়ারিতে জেনেভায় সাক্ষাৎ করেছিলেন। এরপর গতকাল তাঁরা আবার সংক্ষিপ্ত সময়ের জন্য দিল্লিতে মুখোমুখি হয়েছিলেন। 

জি-২০ সম্মেলনে লাভরভ বলেছেন, কিয়েভকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছে পশ্চিমা দেশগুলো। 

এদিকে অ্যান্টনি ব্লিনকেন ইউক্রেনের পক্ষে সমর্থন জোগাড় করার জন্য জি-২০ সম্মেলনের সময় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে। 

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও বিশ্বের ১৯টি ধনী দেশের সংগঠন জি-২০। বিশ্বব্যাপী অর্থনৈতিক উৎপাদনের অন্তত ৮৫ শতাংশ নিয়ন্ত্রণ করে থাকে এই সংগঠন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত