ইতিহাদ এয়ারওয়েজকে ১০ এর মধ্যে মাত্র ১ পয়েন্ট দিয়েছে লয়্যালটি স্ট্যাটাস কো-এর প্রধান নির্বাহী (সিইও) মার্ক রস-স্মিথের ৬ বছরের মেয়ে। সিঙ্গাপুর-ভিত্তিক বিমান ভ্রমণ সংক্রান্ত কোম্পানিটির সিইও মার্ক সম্প্রতি সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, কীভাবে তার ছয় বছর বয়সী মেয়ে ইতিহাদ এয়ারওয়েজে বিমান ভ্রমণের অভিজ্ঞতা পর্যালোচনা করেছে। শুধু কম রেটিংই নয়, ইতিহাদ এয়ারওয়েজে ভ্রমণকে মার্কের মেয়ে ‘রক্তপাত’ বলেও অভিহিত করেছে।
মার্ক রস-স্মিথ গত বুধবার এক্সে বলেন, ইতিহাদ এয়ারওয়েজ তার মেয়েকে একটি সমীক্ষা পাঠিয়ে জানতে চেয়েছিল যে, কেমন ছিল তার ভ্রমণের অভিজ্ঞতা। মেয়ের দেওয়া প্রতিক্রিয়াগুলো এক্সে প্রকাশ করেছেন মার্ক রস-স্মিথ। তিনি জানিয়েছেন, বেশ কয়েকটি কারণেই তার মেয়ে ভ্রমণ নিয়ে বেশ অসন্তুষ্ট ছিল। এর মধ্যে রয়েছে—ফ্লাইটে তার বন্ধুদের না থাকা, বাচ্চাদের জন্য পরিবেশন করা খাবার ভালো ছিল না কারণ সেখানে ছিল না কোনো চকলেট।
ইতিহাদ এয়ারওয়েজে ভ্রমণ নিয়ে মার্কের মেয়ের অভিযোগ ছিল আরও কয়েকটি। যেমন—সেখানে ছিল না কোনো গরম তোয়ালে এবং পায়জামা। তা ছাড়া, ফ্লাইট শুরুর আগে ভিডিও চালানো হয়নি। আর এসব সমস্যার কারণেই মূলত ইতিহাদ এয়ারওয়েজকে ১০-এর মধ্যে মাত্র ১ রেটিং পয়েন্ট দিয়েছে মার্ক রস-স্মিথের মেয়ে।
মার্কের পোস্টে আরও অনেক এক্স ব্যবহারকারীও প্রচুর প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে, বাচ্চারা কখনো কখনো সবচেয়ে সৎ মতামত দেয়। একজন বলেছেন, বাচ্চারা সত্যি কথা বলে। সেই সত্য কখনো কখনো খুব নির্মম হয়।
আরেকজন বলেন, ‘আসল কথাটা হলো, আপনার গ্রাহকেরা কী চায় তা জানা। এ ছাড়াও, বাচ্চাদের সঙ্গে ঝামেলা করবেন না। তারা সত্যি বলে।’
ইতিহাদ এয়ারওয়েজকে ১০ এর মধ্যে মাত্র ১ পয়েন্ট দিয়েছে লয়্যালটি স্ট্যাটাস কো-এর প্রধান নির্বাহী (সিইও) মার্ক রস-স্মিথের ৬ বছরের মেয়ে। সিঙ্গাপুর-ভিত্তিক বিমান ভ্রমণ সংক্রান্ত কোম্পানিটির সিইও মার্ক সম্প্রতি সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, কীভাবে তার ছয় বছর বয়সী মেয়ে ইতিহাদ এয়ারওয়েজে বিমান ভ্রমণের অভিজ্ঞতা পর্যালোচনা করেছে। শুধু কম রেটিংই নয়, ইতিহাদ এয়ারওয়েজে ভ্রমণকে মার্কের মেয়ে ‘রক্তপাত’ বলেও অভিহিত করেছে।
মার্ক রস-স্মিথ গত বুধবার এক্সে বলেন, ইতিহাদ এয়ারওয়েজ তার মেয়েকে একটি সমীক্ষা পাঠিয়ে জানতে চেয়েছিল যে, কেমন ছিল তার ভ্রমণের অভিজ্ঞতা। মেয়ের দেওয়া প্রতিক্রিয়াগুলো এক্সে প্রকাশ করেছেন মার্ক রস-স্মিথ। তিনি জানিয়েছেন, বেশ কয়েকটি কারণেই তার মেয়ে ভ্রমণ নিয়ে বেশ অসন্তুষ্ট ছিল। এর মধ্যে রয়েছে—ফ্লাইটে তার বন্ধুদের না থাকা, বাচ্চাদের জন্য পরিবেশন করা খাবার ভালো ছিল না কারণ সেখানে ছিল না কোনো চকলেট।
ইতিহাদ এয়ারওয়েজে ভ্রমণ নিয়ে মার্কের মেয়ের অভিযোগ ছিল আরও কয়েকটি। যেমন—সেখানে ছিল না কোনো গরম তোয়ালে এবং পায়জামা। তা ছাড়া, ফ্লাইট শুরুর আগে ভিডিও চালানো হয়নি। আর এসব সমস্যার কারণেই মূলত ইতিহাদ এয়ারওয়েজকে ১০-এর মধ্যে মাত্র ১ রেটিং পয়েন্ট দিয়েছে মার্ক রস-স্মিথের মেয়ে।
মার্কের পোস্টে আরও অনেক এক্স ব্যবহারকারীও প্রচুর প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে, বাচ্চারা কখনো কখনো সবচেয়ে সৎ মতামত দেয়। একজন বলেছেন, বাচ্চারা সত্যি কথা বলে। সেই সত্য কখনো কখনো খুব নির্মম হয়।
আরেকজন বলেন, ‘আসল কথাটা হলো, আপনার গ্রাহকেরা কী চায় তা জানা। এ ছাড়াও, বাচ্চাদের সঙ্গে ঝামেলা করবেন না। তারা সত্যি বলে।’
সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠী-অধ্যুষিত সুয়েইদা প্রদেশে ৬ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এদিকে দ্রুজ গোষ্ঠীকে রক্ষার নামে ওই অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ওই প্রদেশে আবার সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইসলামপন্থী সরকার।
১ ঘণ্টা আগেবোস্টনের জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে তখন সুর ও রোমাঞ্চের ঢেউ। কনসার্টের ‘কিস-ক্যাম’-এ একে একে ভেসে উঠছিল তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। এভাবেই এই ক্যামেরায় ধরা পড়েন প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনমার’-এর সিইও অ্যান্ডি বায়রন ও সংস্থাটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট।
৪ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক আরোপের কড়া সমালোচনা করে তা প্রতিরোধের অঙ্গীকার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ব্রাজিল কোনো কিছু চাপিয়ে দেওয়া মেনে নেবে না। আমরা আলোচনায় বিশ্বাসী, জবরদস্তিতে নয়।’
৫ ঘণ্টা আগেপালাতে পারেন—এমন আশঙ্কায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর গোড়ালিতে ইলেকট্রিক ট্যাগ লাগিয়েছে দেশটির ফেডারেল পুলিশ। এর আগে তাঁর বাসভবনে অভিযান চালিয়ে পাসপোর্টও জব্দ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে