সুদানে পশ্চিম কর্দোফানে একটি স্বর্ণখনি ধসে পড়ায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সুদানের পশ্চিম কর্দোফানে অবস্থিত রাষ্ট্র পরিচালিত খনিজ সম্পদ কোম্পানির প্রধান খালেদ ধাহওয়া বলেন, খার্তুমের প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমের শহর নুহুদের কাছের স্বর্ণখনিতে এ দুর্ঘটনা ঘটে।
তিনি এএফপিকে বলেন, সেখানে ‘খনি ধসে পড়ার কারণে ৩৮ জন সাধারণ শ্রমিক প্রাণ হারিয়েছেন।’ এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কোম্পানির আরেক কর্মকর্তা জানান, গত জানুয়ারিতে একই খনিতে দুর্ঘটনায় চারজন প্রাণ হারান।
তিনি বলেন, ‘ওই সময় কর্তৃপক্ষ খনিটি বন্ধ করে দেয় এবং সেখানকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। তবে দুমাস আগে নিরাপত্তাকর্মীরা সেখান থেকে চলে যায়।’
সুদানে পশ্চিম কর্দোফানে একটি স্বর্ণখনি ধসে পড়ায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সুদানের পশ্চিম কর্দোফানে অবস্থিত রাষ্ট্র পরিচালিত খনিজ সম্পদ কোম্পানির প্রধান খালেদ ধাহওয়া বলেন, খার্তুমের প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমের শহর নুহুদের কাছের স্বর্ণখনিতে এ দুর্ঘটনা ঘটে।
তিনি এএফপিকে বলেন, সেখানে ‘খনি ধসে পড়ার কারণে ৩৮ জন সাধারণ শ্রমিক প্রাণ হারিয়েছেন।’ এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কোম্পানির আরেক কর্মকর্তা জানান, গত জানুয়ারিতে একই খনিতে দুর্ঘটনায় চারজন প্রাণ হারান।
তিনি বলেন, ‘ওই সময় কর্তৃপক্ষ খনিটি বন্ধ করে দেয় এবং সেখানকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। তবে দুমাস আগে নিরাপত্তাকর্মীরা সেখান থেকে চলে যায়।’
ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বেড়েই চলেছে। আক্রান্ত হচ্ছে বেসামরিক মানুষ। বিশেষ করে রাত গভীর হলেই দুই পক্ষের মধ্যে সংঘাত বেড়ে যাচ্ছে। আর দিনে চলে উভয় পক্ষের পাল্টাপাল্টি দোষারোপ। গত বৃহস্পতিবার দিবাগত রাতেও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু ও পাঞ্জাবের পাঠানকোটে হামলা হয়েছে। জম্মু ও পাঠানকোট
২ ঘণ্টা আগেপ্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে রবার্ট প্রেভোস্টকে বেছে নেওয়া হয়েছে। বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টধর্মাবলম্বীকে ধর্মীয় শীর্ষ গুরু হিসেবে নেতৃত্ব দেবেন এই মার্কিনি। তবে মার্কিনি হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের কঠোর সমালোচক তিনি।
২ ঘণ্টা আগেরাশিয়ার ওপর আরেক দফা চাপ বাড়ানোর উদ্যোগ নিল ইউরোপীয় ইউনিয়ন। এ জন্য রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ১০০ কোটি ইউরো ইউক্রেনকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ ছাড়া ইউক্রেনকে যে হুইটজার ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছে, তা রক্ষণাবেক্ষণে জব্দ করা রাশিয়ার অর্থ ব্যয়ের ঘোষণা দিয়েছে ফ্রান্স।
৩ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন আকিব। এটা গত বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনা। তখন আকাশে দেখতে পান, ক্ষেপণাস্ত্র উড়ছে। এমনিতে সন্ধ্যা, তার ওপর ব্ল্যাকআউট। এর মধ্যে বিকট শব্দ শোনা গেল। মানুষ রাস্তায় ছোটাছুটি শুরু করল। ২৪ বছরের আকিব বললেন, আমরা দেখলাম আকাশে ক্ষেপণাস্ত্রগুলো ফুটে গেল
৩ ঘণ্টা আগে