Ajker Patrika

ভূমধ্যসাগরে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ৪৩

অনলাইন ডেস্ক
ভূমধ্যসাগরে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ৪৩

তিউনিসিয়ার উপকূলে একটি জাহাজ ডুবিতে বাংলাদেশিসহ কমপক্ষে ৪৩ জন অভিবাসী এবং শরণার্থী ডুবে গেছেন। এ ঘটনায় ৮৮ জনকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

উদ্ধার ৮৪ জনের মধ্যে ১২ জন বাংলাদেশি আছেন বলে নিশ্চিত করেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। তবে, নিখোঁজদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো জানা যায়নি। 

তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শনিবার লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে জুভারাহ থেকে যাত্রা করে বাংলাদেশ, মিশর, সুদান এবং ইরিত্রিয়া থেকে অভিবাসী ও শরণার্থী বহন করে ভূমধ্যসাগর পেরিয়ে ইটালি যাওয়ার চেষ্টা করছিল একটি জাহাজ। পথে জাহাজটি দুর্ঘটনায় পড়ে। এ প্রসঙ্গে লিবিয়ার রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, 'নৌবাহিনী ৮৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে এবং বাকি ৪৩ জন ডুবে গেছে। তাঁরা লিবিয়ার জুভারাহ থেকে ইউরোপে যাচ্ছিলেন'। 

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসী এবং শরণার্থীরা প্রায়ই ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমান। এ পথে দুর্ঘটনাও ঘটে প্রচুর। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত এই পথে ২০ হাজারেরও বেশি অভিবাসী এবং শরণার্থী সমুদ্রে ডুবে মারা যায়। ২০২১ সালেই মারা গেছেন ৮৬৬ জন। গত এপ্রিলে তিউনিসিয়ার উপকূলে একটি নৌকা ডুবে গেলে ৪০ জনেরও বেশি লোক মারা যায়। মার্চ মাসে মৃতের সংখ্যা ছিল ৩৯। গত বছরের জুনে একটি নৌকা ডুবে এ সাগরে কমপক্ষে ৬০০ জনের মৃত্যু হয়। 

মানব পাচারকারীর ফাঁদে, উন্নত জীবনসহ নানা উদ্দেশ্যে চোরাই পথে ইউরোপ যেতে অনেক অভিবাসী, শরণার্থীই এই পথে যাত্রা করেন। অনেকে পৌঁছেও যান। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই বছরের প্রথম ৬ মাসেই প্রায় ১৯ হাজার ৮০০ অভিবাসী ইতালিতে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৬ হাজার ৭০০ এর চেয়েও বেশি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত