Ajker Patrika

কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষী নিহত

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৩: ০৯
কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষী নিহত

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের আট শান্তিরক্ষী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন। 

নিহতদের মধ্যে পাকিস্তানের ছয়জন ক্রু সদস্য রয়েছেন। আর বাকি দুজন রাশিয়া ও সার্বিয়ার সামরিক বাহিনীর সদস্য। মঙ্গলবার এক শোকবার্তা দিয়ে জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম নিহত ছয় পাকিস্তানির পরিচয় নিশ্চিত করেন। 

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পক্ষ থেকে বলা হয়, হেলিকপ্টারে আরোহীদের কেউ বেঁচে নেই। নিহতরা সবাই দেশটিতে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন। কিভু প্রদেশের রাজধানী গোমায় নেওয়া হয়েছে মরদেহগুলো। কঙ্গোর ওই অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর উদ্ধার অভিযানে গিয়েছিলেন তাঁরা। 

এদিকে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত হতে পারেনি জাতিসংঘ মিশন। তবে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত