সুদানে সামরিক উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানী খার্তুমের উপকণ্ঠে অবস্থিত ওমদুরমান শহরে এই দুর্ঘটনা ঘটে। আজ বুধবার খার্তুম মিডিয়া অফিস জানিয়েছে, দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
ওমদুরমানের উত্তরাঞ্চলে ওয়াদি সাইদনা সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় অ্যান্টোনভ উড়োজাহাজটি। বিমানবন্দরের কাছে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয় উড়োজাহাজটি।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর-জেনারেল বাহর আহমেদ রয়েছেন বলে জানা গেছে।
সুদানের সামরিক বাহিনী একটি বিবৃতিতে নিশ্চিত করেছে, এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে সামরিক-বেসামরিক উভয়ই রয়েছেন।
বিবৃতিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে সামরিক সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সম্ভবত কারিগরি কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওমদুরমানের উত্তরাঞ্চলের বাসিন্দারা দুর্ঘটনার পর একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
এই উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার এক দিন আগেই দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালা এলাকায় একটি উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করার দাবি করে আরএসএফ।
সুদানে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে সরকার গঠনের ভবিষ্যত কাঠামো নিয়ে মতভেদের পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এই সংঘাতে ১২ মিলিয়নেরও বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুতির সঙ্কট সৃষ্টি হয়েছে।
সুদানে সামরিক উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানী খার্তুমের উপকণ্ঠে অবস্থিত ওমদুরমান শহরে এই দুর্ঘটনা ঘটে। আজ বুধবার খার্তুম মিডিয়া অফিস জানিয়েছে, দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
ওমদুরমানের উত্তরাঞ্চলে ওয়াদি সাইদনা সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় অ্যান্টোনভ উড়োজাহাজটি। বিমানবন্দরের কাছে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয় উড়োজাহাজটি।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর-জেনারেল বাহর আহমেদ রয়েছেন বলে জানা গেছে।
সুদানের সামরিক বাহিনী একটি বিবৃতিতে নিশ্চিত করেছে, এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে সামরিক-বেসামরিক উভয়ই রয়েছেন।
বিবৃতিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে সামরিক সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সম্ভবত কারিগরি কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওমদুরমানের উত্তরাঞ্চলের বাসিন্দারা দুর্ঘটনার পর একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
এই উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার এক দিন আগেই দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালা এলাকায় একটি উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করার দাবি করে আরএসএফ।
সুদানে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে সরকার গঠনের ভবিষ্যত কাঠামো নিয়ে মতভেদের পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এই সংঘাতে ১২ মিলিয়নেরও বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুতির সঙ্কট সৃষ্টি হয়েছে।
বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে এক বিশাল ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারি। যুক্তরাষ্ট্র সরকার ১৪ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিটকয়েন জব্দ করেছে। পাশাপাশি কম্বোডিয়ার প্রভাবশালী ব্যবসায়ী চেন ঝির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এই প্রতারণা সাম্রাজ্যের মূল হোতা হিসেবে।
২ মিনিট আগেগত সপ্তাহে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিরল খনিজ রপ্তানির ওপর নতুন নির্দেশনা জারি করেছে। কিন্তু সেই নথি খোলা যাচ্ছে না মাইক্রোসফট ওয়ার্ড কিংবা অন্য কোনো মার্কিন সফটওয়্যারে। প্রথমবারের মতো মন্ত্রণালয় এমন ফাইল ফরম্যাটে নথি প্রকাশ করেছে, যা কেবলমাত্র চীনের নিজস্ব সফটওয়্যার ‘ডব্লিউপিএস অফিস’—এ খোলা যায়।
৩ ঘণ্টা আগেবিহারের বর্তমান সরকার নিয়ে প্রশান্ত কিশোর বলেন, রাজ্যে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির জোট এনডিএ নিশ্চিতভাবে পরাজিত হতে যাচ্ছে। তাঁর ভাষায়, ‘নিতীশ কুমারের নেতৃত্বে জেডি-ইউ (জনতা দল-ইউনাইটেড) ২৫টি আসনও পাবে না। এনডিএর এবার বিদায় নিশ্চিত, নিতীশ কুমার আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না।’
৪ ঘণ্টা আগেসুপরিচিত পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা কৌশলবিদ অ্যাশলে জে. টেলিসকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। গোপনীয় জাতীয় প্রতিরক্ষা তথ্য বেআইনিভাবে নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নির কার্যালয় সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে