প্রতি বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ১ কোটিরও বেশি ফলখেকো বাদুড় আফ্রিকার বিভিন্ন স্থান থেকে উড়ে এসে জাম্বিয়ার কাসাঙ্কা ন্যাশনাল পার্কে জড়ো হয়। বাৎসরিক এই ঘটনাটিকে বিশ্বের অন্যতম বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর অভিবাসন হিসেবে চিহ্নিত করা হয়। এই পার্কটি বিস্তীর্ণ মিয়োম্বো বনভূমির অংশ।
জানুয়ারিতে বাদুড়গুলো পার্ক ছেড়ে আশপাশের বিস্তৃত শুকনো মিয়োম্বো বনে ছড়িয়ে পড়ে। এই বনে তারা সারা বছর ফলের প্রাচুর্য পায়। তানজানিয়ার উত্তর দিক থেকে শুরু করে পশ্চিমে অ্যাঙ্গোলা ও দক্ষিণ মোজাম্বিক পর্যন্ত বিস্তৃত ১৯ লাখ বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত মিয়োম্বো বনভূমি মেক্সিকোর সমান আয়তনের।
বুধবার সিএনএন জানিয়েছে, মিয়োম্বো বন ৩০ কোটিরও বেশি মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস এবং এটি আফ্রিকার হাতির বৃহত্তম আবাসস্থলগুলোর একটি। ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে মিয়োম্বো বনভূমির প্রায় এক-তৃতীয়াংশ হারিয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এই বন আগের ধারণার চেয়েও দ্বিগুণ কার্বন শোষণ করতে পারে। এই অতিরিক্ত কার্বনের পরিমাণ ৩৭০ কোটি টন, যা ২০২৩ সালে চীনের মোট কার্বন নির্গমনের চেয়েও বেশি। নতুন এই তথ্য বনটির সংরক্ষণের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন-এর অধ্যাপক ম্যাথিয়াস ডিজনি বলেন, আগের গবেষণাগুলো গাছের কাণ্ডের ব্যাসের ভিত্তিতে কার্বন সংরক্ষণের হিসেব করেছিল, যা বাস্তবসম্মত নয়। নতুন গবেষণায় ‘লিডার’ (এলআইডিএআর) প্রযুক্তির মাধ্যমে মিয়োম্বোর কার্বন ধারণক্ষমতা মাপা হয়েছে। এটি অত্যন্ত উন্নত প্রযুক্তি, যেখানে লেজার রশ্মি ব্যবহার করে বনভূমির থ্রিডি মানচিত্র তৈরি করা হয়।
মোজাম্বিকের ৫০০ বর্গকিলোমিটার বনাঞ্চলে ‘লিডার’ প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত তথ্য থেকে দেখা যায়—আগের গবেষণাগুলোর তুলনায় মিয়োম্বো অনেক বেশি কার্বন সংরক্ষণ করতে পারে। এই আবিষ্কার এই বন সংরক্ষণের আর্থিক মূল্যও দ্বিগুণ করেছে।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ১১টি দক্ষিণ আফ্রিকান দেশ, সংরক্ষণ সংস্থা এবং বৈশ্বিক পণ্যবাজার সংস্থা ‘ট্রাফিগুরা’ যৌথভাবে ‘মিয়োম্বো রিস্টোরেশন অ্যালায়েন্স’ গঠন করেছে। মিয়োম্বো বনকে পুনরুদ্ধার করাই এই উদ্যোগের লক্ষ্য। ‘ট্রাফিগুরা’ এই উদ্যোগে ৫০ কোটি ডলার বিনিয়োগ করছে, যা বন পুনরুদ্ধার প্রকল্পগুলোর জন্য ব্যবহার করা হবে।
২০২৪ সালের নভেম্বর মাসে আজারবাইজানে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে এই জোটের প্রথম পাইলট প্রকল্প ঘোষণা করা হয়। এটি মোজাম্বিকের গোরোনগোসা জেলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে বনকে রক্ষা ও কার্বন নির্গমন হ্রাসে সহায়তা করবে।
তবে এই বন সংরক্ষণের গুরুত্ব শুধু কার্বন শোষণের জন্য নয়। অধ্যাপক ডিজনি বলেন, ‘বন শুধুই কার্বনের আধার নয়, এটি জীববৈচিত্র্য, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এমনকি মানুষের সুস্থতার জন্যও অপরিহার্য।’
আফ্রিকান ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশনের গ্লোবাল লিডারশিপ ডিরেক্টর অ্যাডউইন টামবারা বলেন, ‘মিয়োম্বো বনভূমি আফ্রিকার মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এটি যথাযথ গুরুত্ব পায়নি।’ তিনি জানান, এই বন তাঁর শৈশবে খাদ্য, ওষুধ এবং নির্মাণ সামগ্রীর উৎস হিসেবে ব্যবহৃত হতো।
টামবারা বলেন, ‘আফ্রিকানদের নেতৃত্বেই এই সংরক্ষণ কার্যক্রম চালানো জরুরি।’
প্রতি বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ১ কোটিরও বেশি ফলখেকো বাদুড় আফ্রিকার বিভিন্ন স্থান থেকে উড়ে এসে জাম্বিয়ার কাসাঙ্কা ন্যাশনাল পার্কে জড়ো হয়। বাৎসরিক এই ঘটনাটিকে বিশ্বের অন্যতম বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর অভিবাসন হিসেবে চিহ্নিত করা হয়। এই পার্কটি বিস্তীর্ণ মিয়োম্বো বনভূমির অংশ।
জানুয়ারিতে বাদুড়গুলো পার্ক ছেড়ে আশপাশের বিস্তৃত শুকনো মিয়োম্বো বনে ছড়িয়ে পড়ে। এই বনে তারা সারা বছর ফলের প্রাচুর্য পায়। তানজানিয়ার উত্তর দিক থেকে শুরু করে পশ্চিমে অ্যাঙ্গোলা ও দক্ষিণ মোজাম্বিক পর্যন্ত বিস্তৃত ১৯ লাখ বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত মিয়োম্বো বনভূমি মেক্সিকোর সমান আয়তনের।
বুধবার সিএনএন জানিয়েছে, মিয়োম্বো বন ৩০ কোটিরও বেশি মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস এবং এটি আফ্রিকার হাতির বৃহত্তম আবাসস্থলগুলোর একটি। ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে মিয়োম্বো বনভূমির প্রায় এক-তৃতীয়াংশ হারিয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এই বন আগের ধারণার চেয়েও দ্বিগুণ কার্বন শোষণ করতে পারে। এই অতিরিক্ত কার্বনের পরিমাণ ৩৭০ কোটি টন, যা ২০২৩ সালে চীনের মোট কার্বন নির্গমনের চেয়েও বেশি। নতুন এই তথ্য বনটির সংরক্ষণের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন-এর অধ্যাপক ম্যাথিয়াস ডিজনি বলেন, আগের গবেষণাগুলো গাছের কাণ্ডের ব্যাসের ভিত্তিতে কার্বন সংরক্ষণের হিসেব করেছিল, যা বাস্তবসম্মত নয়। নতুন গবেষণায় ‘লিডার’ (এলআইডিএআর) প্রযুক্তির মাধ্যমে মিয়োম্বোর কার্বন ধারণক্ষমতা মাপা হয়েছে। এটি অত্যন্ত উন্নত প্রযুক্তি, যেখানে লেজার রশ্মি ব্যবহার করে বনভূমির থ্রিডি মানচিত্র তৈরি করা হয়।
মোজাম্বিকের ৫০০ বর্গকিলোমিটার বনাঞ্চলে ‘লিডার’ প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত তথ্য থেকে দেখা যায়—আগের গবেষণাগুলোর তুলনায় মিয়োম্বো অনেক বেশি কার্বন সংরক্ষণ করতে পারে। এই আবিষ্কার এই বন সংরক্ষণের আর্থিক মূল্যও দ্বিগুণ করেছে।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ১১টি দক্ষিণ আফ্রিকান দেশ, সংরক্ষণ সংস্থা এবং বৈশ্বিক পণ্যবাজার সংস্থা ‘ট্রাফিগুরা’ যৌথভাবে ‘মিয়োম্বো রিস্টোরেশন অ্যালায়েন্স’ গঠন করেছে। মিয়োম্বো বনকে পুনরুদ্ধার করাই এই উদ্যোগের লক্ষ্য। ‘ট্রাফিগুরা’ এই উদ্যোগে ৫০ কোটি ডলার বিনিয়োগ করছে, যা বন পুনরুদ্ধার প্রকল্পগুলোর জন্য ব্যবহার করা হবে।
২০২৪ সালের নভেম্বর মাসে আজারবাইজানে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে এই জোটের প্রথম পাইলট প্রকল্প ঘোষণা করা হয়। এটি মোজাম্বিকের গোরোনগোসা জেলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে বনকে রক্ষা ও কার্বন নির্গমন হ্রাসে সহায়তা করবে।
তবে এই বন সংরক্ষণের গুরুত্ব শুধু কার্বন শোষণের জন্য নয়। অধ্যাপক ডিজনি বলেন, ‘বন শুধুই কার্বনের আধার নয়, এটি জীববৈচিত্র্য, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এমনকি মানুষের সুস্থতার জন্যও অপরিহার্য।’
আফ্রিকান ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশনের গ্লোবাল লিডারশিপ ডিরেক্টর অ্যাডউইন টামবারা বলেন, ‘মিয়োম্বো বনভূমি আফ্রিকার মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এটি যথাযথ গুরুত্ব পায়নি।’ তিনি জানান, এই বন তাঁর শৈশবে খাদ্য, ওষুধ এবং নির্মাণ সামগ্রীর উৎস হিসেবে ব্যবহৃত হতো।
টামবারা বলেন, ‘আফ্রিকানদের নেতৃত্বেই এই সংরক্ষণ কার্যক্রম চালানো জরুরি।’
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৪ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৮ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১১ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১২ ঘণ্টা আগে