Ajker Patrika

কেনিয়ায় বিয়ের বাস নদীতে, নিহত অন্তত ২৩

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১০: ৫৫
কেনিয়ায় বিয়ের বাস নদীতে, নিহত অন্তত ২৩

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-আজিরার প্রতিবেদনে বলা হয়, কেনিয়ার মধ্যাঞ্চলের কিতুই কাউন্টিতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ওই বাস সেতু থেকে বন্যাকবলিত নদীতে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। 

কেনিয়ার কিতুই শহরের গভর্নর চ্যারিটি এনগিলু গতকাল শনিবার সাংবাদিকদের বলেন,  এখন পর্যন্ত ২৩ জনের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে এখনো আরও মরদেহ রয়েছে।

আজ রোববার সকালে বাকি মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা আবারও শুরু হয়েছে। 

এ ছাড়া টুইটারে দেওয়া এক বার্তায় এনগিলু বলেনে, কেনিয়া রেডক্রস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্ভব সব রকমভাবে তল্লাশি চালাচ্ছেন এবং বাসটির যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন।

কিতুই শহরের এই গভর্নর আরও বলেন, এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে চার শিশু। তবে দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতজন আরোহী ছিল তা এখনো পরিষ্কার নয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত ওই বাসের হতাহত যাত্রীরা কেনিয়ার মিওয়াঙ্গি ক্যাথলিক চার্চের গায়ক দলের সদস্য। গতকাল শনিবার সকালে তাঁরা এক পুরুষ সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্যার কারণে সেতুর ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছিল । ওই পরিস্থিতিতে দ্রুতগতিতে সেতু পার হওয়ার চেষ্টা করেন বাসচালক। তবে নদীর স্রোত অনেক বেশি থাকার কারণে একপর্যায়ে বাসটি নদীতে পড়ে যায়।

তবে এই দুর্ঘটনা কী কারণে হয়েছে তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কেনিয়া সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত