আফ্রিকার দেশ নাইজেরিয়ায় তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭। স্থানীয় সময় গতকাল বুধবার নাইজেরিয়ার জিগাওয়া প্রদেশের একটি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটি জাতীয় জরুরি সেবা বিভাগের জিগাওয়া ইউনিট প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে চরমপন্থী গোষ্ঠীর ব্যাপক উত্থান ঘটেছে। যার ফলে, দেশটির নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ও এতে প্রাণহানির সংখ্যা সাম্প্রতিক সময়ে দেশটিতে সবচেয়ে ভয়াবহ একটি ঘটনা।
জিগাওয়া প্রদেশের জাতীয় জরুরি সেবা বিভাগের প্রধান কর্মকর্তা হারুনা মাইরিগা দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৪৭ বলে জানিয়েছেন। এর আগে, গতকাল এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা জানানো হয়েছিল ৯৪ এবং আহতের সংখ্যা উল্লেখ করা হয়েছিল প্রায় ৫০।
স্থানীয় পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু আদম বলেন, ট্যাংকারটি নাইজেরিয়া প্রাচীন শহর কানো থেকে উত্তরের ইয়োবে প্রদেশের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজধানী আবুজা থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে জিগাওয়া প্রদেশের টাউরা নামক স্থানীয় সরকার এলাকার মাজিয়া শহরের কাছে চালক ট্যাংকারটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে এটি উল্টে গিয়ে জ্বালানি ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে বিস্ফোরণ ঘটে।
শিসু আদম বলেন, ট্যাংকারটি পড়ে যাওয়ার পর স্থানীয়রা সেটি থেকে তেল সংগ্রহে হুড়োহুড়ি শুরু করে দেয়। একপর্যায়ে সেখানে আগুন লেগে গেলে তা দ্রুতই আশপাশের গ্রামে ছড়িয়ে পড়ে এবং এই প্রাণহানির ঘটনা ঘটে। তিনি জানান, আহতদের রিঙ্গিম ও হাদেজিয়া শহরে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
নাইজেরিয়ার সড়ক যোগাযোগ অবকাঠামোর যথেষ্ট খারাপ। রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশ সড়কেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে ভরা, ব্যাপক দুর্ঘটনা ঘটে এবং প্রতি বছর কয়েক ডজন মানুষ প্রাণ হারায়। সর্বশেষ গত মাসে নাইজেরিয়া মধ্যাঞ্চলে একটি ট্রাক ও ট্যাংকারের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে অন্তত ৪৮ জন প্রাণ হারান।
আফ্রিকার দেশ নাইজেরিয়ায় তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭। স্থানীয় সময় গতকাল বুধবার নাইজেরিয়ার জিগাওয়া প্রদেশের একটি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটি জাতীয় জরুরি সেবা বিভাগের জিগাওয়া ইউনিট প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে চরমপন্থী গোষ্ঠীর ব্যাপক উত্থান ঘটেছে। যার ফলে, দেশটির নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ও এতে প্রাণহানির সংখ্যা সাম্প্রতিক সময়ে দেশটিতে সবচেয়ে ভয়াবহ একটি ঘটনা।
জিগাওয়া প্রদেশের জাতীয় জরুরি সেবা বিভাগের প্রধান কর্মকর্তা হারুনা মাইরিগা দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৪৭ বলে জানিয়েছেন। এর আগে, গতকাল এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা জানানো হয়েছিল ৯৪ এবং আহতের সংখ্যা উল্লেখ করা হয়েছিল প্রায় ৫০।
স্থানীয় পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু আদম বলেন, ট্যাংকারটি নাইজেরিয়া প্রাচীন শহর কানো থেকে উত্তরের ইয়োবে প্রদেশের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজধানী আবুজা থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে জিগাওয়া প্রদেশের টাউরা নামক স্থানীয় সরকার এলাকার মাজিয়া শহরের কাছে চালক ট্যাংকারটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে এটি উল্টে গিয়ে জ্বালানি ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে বিস্ফোরণ ঘটে।
শিসু আদম বলেন, ট্যাংকারটি পড়ে যাওয়ার পর স্থানীয়রা সেটি থেকে তেল সংগ্রহে হুড়োহুড়ি শুরু করে দেয়। একপর্যায়ে সেখানে আগুন লেগে গেলে তা দ্রুতই আশপাশের গ্রামে ছড়িয়ে পড়ে এবং এই প্রাণহানির ঘটনা ঘটে। তিনি জানান, আহতদের রিঙ্গিম ও হাদেজিয়া শহরে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
নাইজেরিয়ার সড়ক যোগাযোগ অবকাঠামোর যথেষ্ট খারাপ। রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশ সড়কেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে ভরা, ব্যাপক দুর্ঘটনা ঘটে এবং প্রতি বছর কয়েক ডজন মানুষ প্রাণ হারায়। সর্বশেষ গত মাসে নাইজেরিয়া মধ্যাঞ্চলে একটি ট্রাক ও ট্যাংকারের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে অন্তত ৪৮ জন প্রাণ হারান।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় পৌনে দুই বছর ধরে। এই সময়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত ছিটমহলটিতে ইসরায়েল যে গণহত্যামূলক যুদ্ধ চালিয়েছে তাতে এখন পর্যন্ত প্রায় ৫৮ হাজার ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও লক্ষাধিক।
৯ মিনিট আগেনৌকাটির বেশির ভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবারের বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করছে। তবে, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
৯ ঘণ্টা আগে‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটির সদস্যপদ বা সমর্থন এখন একটি ফৌজদারি অপরাধ। সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর অধীনে এ জন্য ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
১০ ঘণ্টা আগেভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। আজ শনিবার তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
১০ ঘণ্টা আগে