Ajker Patrika

সাহারা অঞ্চলের আইএস প্রধানকে হত্যার দাবি মাখোর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৯: ০১
সাহারা অঞ্চলের আইএস প্রধানকে হত্যার দাবি মাখোর

বৃহত্তম সাহারা অঞ্চলের আইএস প্রধান আদনান আবু ওয়ালিদ আল সাহরাবিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখো। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সাহরাবিকে ফরাসি সৈন্যরা হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

মাখো বলেন, সাহরাবির মৃত্যু সাহারা অঞ্চলে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আরেকটি বড় জয়। এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। তবে কোথায় এবং কিভাবে অভিযান চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ফরাসি প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, গত আগস্টে সাহরাবি সরাসরি ৬ জন ফরাসি ত্রাণকর্মী এবং তাঁদের নাইজেরিয়ান গাড়িচালক ও গাইডকে হত্যার নির্দেশ দেন। তাঁর মৃত্যুতে নিহত হওয়াদের পরিবার কিছুটা হলেও শান্তি পেয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে বৃহত্তম সাহারা অঞ্চলে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করেন সাহরাবি। এই অঞ্চলে সন্ত্রাসী হামলা ও উদ্দেশ্যপূর্ণ হত্যাকাণ্ডের জন্য তাঁকে দায়ী করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত