Ajker Patrika

সুদানে জাতিসংঘের খাদ্যগুদাম লুট, কারফিউ জারি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৪
সুদানে জাতিসংঘের খাদ্যগুদাম লুট, কারফিউ জারি

সুদানের উত্তরাঞ্চলের দারফুর রাজ্যে কারফিউ জারি করা হয়েছে। অস্ত্রধারীরা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) একটি গুদাম লুট করার পর রাতে কারফিউ জারি করা হয়। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বুধবার এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, গুদামে ১ হাজার ৭০০ টনের বেশি খাবার ছিল, যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের জন্য জীবন রক্ষার উদ্দেশ্যে রাখা হয়েছিল। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দারা প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনেছেন। 

জাতিসংঘের মানবিক সমন্বয়কারী খার্দিয়াতা লো এনদিয়ায়ে বলেছেন, সুদানে প্রতি তিনজনের মধ্যে একজনের মানবিক সহায়তা প্রয়োজন। 

খাদ্য লুটের এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। 

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মতে, সুদানের হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত