মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছিলেন আলজেরিয়ার এক ইমাম। পেছনে মুসল্লিদের সারি। এ সময় একটি বিড়াল লাফ দিয়ে উঠতে থাকে ইমামের কাঁধে। তবে ইমাম সাহেব নামাজ পড়ানো থামাননি এবং বিড়ালটিকে নামিয়েও দেননি। তিনি কোরআন তিলওয়াত করে যাচ্ছিলেন এবং বিড়ালটিকেও এক হাত দিয়ে আদর করছিলেন। এমন একটি চোখ আর প্রাণ জুড়ানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে বেশ।
আলজেরিয়ার বোর্দজ ব্যু অ্যারেরিজ প্রদেশের একটি মসজিদে এ ঘটনা ঘটেছে। এ মসজিদের ইমাম হলেন শায়েখ ওয়ালিদ মেহসাস। গত বুধবার তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন। ক্যাপশন লিখেছিলেন, ‘এমনকি প্রাণিরাও কুরআনের বাণীর প্রতি শ্রদ্ধাশীল।’ আপলোডের কিছুক্ষণের মধ্যই ভিডিওটি নেটিজেনদের মধ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
দুই মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, ইমাম শায়েখ ওয়ালিদ মেহসাস তারাবি পড়াচ্ছিলেন। এর এক মিনিটের মাথায় একটি বিড়াল আশপাশে ঘোরাঘুরির একপর্যায়ে ইমামের গায়ে লাফ দেয়। কিন্তু ইমাম নামাজ চলমান রেখেই বিড়ালটিকে কোলে নিয়ে একটু আদর করেন। এরপর কাঁধে উঠে কিছুক্ষণ ইমামের গালে চুমু দিয়ে ধীরে লাফ দিয়ে নেমে যায় বিড়ালটি। এরপর আশেপাশেই ঘুরতে থাকে।
ভিডিওটিতে প্রায় ৫০ হাজার লাইক পড়েছে ও ১০ হাজারের বেশি মানুষ তা শেয়ার করেছেন। এক ব্যক্তি সেখানে মন্তব্য করেছেন, ‘এত সুন্দর এই ভিডিওটি! আমার চোখে অশ্রু নেমে এসেছে।’
ইমাদ বিজেড নামের এক নেটিজেন মন্তব্য করেন, ‘মনে হচ্ছিল যেন ইমামের মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত শোনার জন্যই বিড়ালটি ঘুরঘুর করছিল।’ আরেকজন বলেন, ‘বিড়ালটির প্রতি ইমামের ব্যবহার বড়ই মধুর। একটুও ভুল নেই এখানে। এমনকি বিড়ালকে আদরের ভঙ্গিমাও।’
অপর আরেকজন মন্তব্য করেন, ‘দুজনই বেশ আবেগী আর দয়ালু। সুবহানাল্লাহ।’ আরেকজন লিখেছেন, ‘হৃদয়ে উষ্মা জাগানো ভিডিও এটি।’
মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছিলেন আলজেরিয়ার এক ইমাম। পেছনে মুসল্লিদের সারি। এ সময় একটি বিড়াল লাফ দিয়ে উঠতে থাকে ইমামের কাঁধে। তবে ইমাম সাহেব নামাজ পড়ানো থামাননি এবং বিড়ালটিকে নামিয়েও দেননি। তিনি কোরআন তিলওয়াত করে যাচ্ছিলেন এবং বিড়ালটিকেও এক হাত দিয়ে আদর করছিলেন। এমন একটি চোখ আর প্রাণ জুড়ানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে বেশ।
আলজেরিয়ার বোর্দজ ব্যু অ্যারেরিজ প্রদেশের একটি মসজিদে এ ঘটনা ঘটেছে। এ মসজিদের ইমাম হলেন শায়েখ ওয়ালিদ মেহসাস। গত বুধবার তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন। ক্যাপশন লিখেছিলেন, ‘এমনকি প্রাণিরাও কুরআনের বাণীর প্রতি শ্রদ্ধাশীল।’ আপলোডের কিছুক্ষণের মধ্যই ভিডিওটি নেটিজেনদের মধ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
দুই মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, ইমাম শায়েখ ওয়ালিদ মেহসাস তারাবি পড়াচ্ছিলেন। এর এক মিনিটের মাথায় একটি বিড়াল আশপাশে ঘোরাঘুরির একপর্যায়ে ইমামের গায়ে লাফ দেয়। কিন্তু ইমাম নামাজ চলমান রেখেই বিড়ালটিকে কোলে নিয়ে একটু আদর করেন। এরপর কাঁধে উঠে কিছুক্ষণ ইমামের গালে চুমু দিয়ে ধীরে লাফ দিয়ে নেমে যায় বিড়ালটি। এরপর আশেপাশেই ঘুরতে থাকে।
ভিডিওটিতে প্রায় ৫০ হাজার লাইক পড়েছে ও ১০ হাজারের বেশি মানুষ তা শেয়ার করেছেন। এক ব্যক্তি সেখানে মন্তব্য করেছেন, ‘এত সুন্দর এই ভিডিওটি! আমার চোখে অশ্রু নেমে এসেছে।’
ইমাদ বিজেড নামের এক নেটিজেন মন্তব্য করেন, ‘মনে হচ্ছিল যেন ইমামের মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত শোনার জন্যই বিড়ালটি ঘুরঘুর করছিল।’ আরেকজন বলেন, ‘বিড়ালটির প্রতি ইমামের ব্যবহার বড়ই মধুর। একটুও ভুল নেই এখানে। এমনকি বিড়ালকে আদরের ভঙ্গিমাও।’
অপর আরেকজন মন্তব্য করেন, ‘দুজনই বেশ আবেগী আর দয়ালু। সুবহানাল্লাহ।’ আরেকজন লিখেছেন, ‘হৃদয়ে উষ্মা জাগানো ভিডিও এটি।’
গত সপ্তাহে আলাস্কায় অনুষ্ঠিত হলো রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের প্রস্তুতির সময় আন্তর্জাতিক গণমাধ্যমে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন বিদেশ সফরে যান, তখন তাঁর নিরাপত্তারক্ষীরা সঙ্গে একটি বিশেষ ‘মলমূত্রের স্যুটকেস’ বহন করেন।
৮ মিনিট আগেপাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি দাবি করেছেন, কিছুদিন আগে হয়ে যাওয়া ভারত-পাকিস্তানের ৪ দিনের যুদ্ধে ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তাঁর ভাষ্যমতে, এ ঘটনার ভিডিও প্রমাণ পাকিস্তানের হাতে রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করেনি ইসলামাবাদ।
৩৪ মিনিট আগেপাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দেশটির নেতৃত্বে কোনো পরিবর্তনের গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এসব গুজব সরকার ও সেনাপ্রধান—দু’পক্ষের বিরুদ্ধেই ছড়ানো হচ্ছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পাকিস্তানি জ্যেষ্ঠ সাংবাদিক সুহাইল ওয়ারাইচকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন,
১ ঘণ্টা আগেক্লাউডবার্স্ট, আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের জম্মু ও কাশ্মীর। গত চার দিনে জম্মু ও কাশ্মীরের তিনটি ভিন্ন স্থানে ক্লাউডবার্স্টে ৬৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২২ জন। এ অবস্থায় আজ সোমবার ওই অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
৩ ঘণ্টা আগে