Ajker Patrika

ভূমধ্যসাগর থেকে অভিবাসনপ্রত্যাশী ২১ জনের মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০০: ০৩
ভূমধ্যসাগর থেকে অভিবাসনপ্রত্যাশী ২১ জনের মরদেহ উদ্ধার

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অভিবাসনপ্রত্যাশী ২১ জনের মরদেহ উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। এই ঘটনায় আরও ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ সোমবার তিউনিসীয় কর্তৃপক্ষ তথ্যটি নিশ্চিত করেছে।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হোসেম এদেইন জেবাবলি জানান, তিউনিসিয়ার বন্দরনগরী সাফাক্সের উপকূলে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে যায়। স্থানীয় সময় রোববার দুর্ঘটনাটি ঘটে। তাঁরা সবাই আফ্রিকার সাব–সাহারা অঞ্চলের বাসিন্দা।

হোসেম এদেইন জেবাবলি বলেন, গত ২৬ জুনের পর থেকে সাফাক্সের উপকূলে ভূমধ্যসাগরে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী চারটি নৌকাডুবির ঘটনা ঘটল। এসব ঘটনায় জীবিত উদ্ধার হয়েছেন ৭৮ জন আর মারা গেছেন ৪৯ জন।

এর আগে গত শনিবার লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৪৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। উদ্ধার করা হয় ৮৪ জনকে।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গত মে মাসের শুরুতে জানিয়েছিল, চলতি বছরের শুরু থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন অন্তত ৫০০ অভিবাসনপ্রত্যাশী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত