Ajker Patrika

উগান্ডায় চালু হচ্ছে শত বছরের পুরোনো রেলপথ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১১: ৪১
উগান্ডায় চালু হচ্ছে শত বছরের পুরোনো রেলপথ

শত বছরের পুরোনো একটি রেলপথ আবারও চালু করতে যাচ্ছে আফ্রিকার দেশ উগান্ডা। চীনের কাছ থেকে নতুন রেলপথ নির্মাণে প্রয়োজনীয় অর্থ ছাড় না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উগান্ডার রেলপথ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এই রেললাইন চালু হলে দেশের উত্তরাঞ্চলে মালামাল পরিবহনের খরচ কমার পাশাপাশি দক্ষিণ সুদান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতেও মালামাল পরিবহনের খরচ কমে যাবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রেলপথটি আজ থেকে ৪০ বছর আগে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার আগে এটি পূর্ব আফ্রিকা রেল নেটওয়ার্কের অংশ ছিল, যা কিনা কেনিয়ার মোম্বাসা বন্দর থেকে উগান্ডা পর্যন্ত বিস্তৃত ছিল। ২০ শতকের শুরু দিকে এই রেলপথটি নির্মাণ করেছিল দেশ দুটির তৎকালীন ঔপনিবেশিক শাসক ব্রিটেন।

উগান্ডার রেলওয়ে করপোরেশনের মুখপাত্র জন লিনন বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো আগামী কয়েক বছরের মধ্যে দেশের সব দূরতম প্রান্তে মালামাল পরিবহনকে সড়ক পরিবহন থেকে রেলপথে নিয়ে আসা। কারণ রেলে খরচ এবং সময় উভয় দিক থেকেই সস্তা।’

নির্মিত হতে যাওয়া স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ে প্রকল্প থেকে চীন অর্থায়নে অপারগতা প্রকাশ করার পর উগান্ডা সরকার এই সিদ্ধান্ত নিল। এর আগে চলতি বছর উগান্ডা চীনের চায়না হারবার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে হওয়া স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ে প্রকল্প চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। ২২০ কোটি ডলারের প্রকল্পটির জন্য দেশটি এখন নতুন ঠিকাদার খুঁজছে।

জন লিনন আরও বলেছেন, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন এই পুরোনো রেলপথ মেরামতের কাজ করবে। এই প্রকল্পে ব্যয় হবে মোট ৫ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ডলার, যার পুরোটাই বহন করবে উগান্ডা সরকার। ৩৮২ কিলোমিটার দীর্ঘ লাইনটি কেনিয়ার সীমান্তের কাছে অবস্থিত উগান্ডার পূর্বাঞ্চলীয় শহর টোরোরো থেকে শুরু হয়ে দক্ষিণ সুদানের সীমান্তের কাছে উগান্ডার উত্তরাঞ্চলীয় শহর গুলুতে গিয়ে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত