আজকের পত্রিকা ডেস্ক
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের সালদানাহ শহর থেকে নিখোঁজ হওয়া ছয় বছরের শিশু জশলিন স্মিথ-এর মামলায় আদালত তাঁর মা কেলি স্মিথ সহ তিনজনকে দোষী সাব্যস্ত করেছে। নিজের মেয়েকে অপহরণ ও পাচারের অভিযোগে কেলি স্মিথকে আজীবন কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত।
বৃহস্পতিবার স্কাই নিউজ জানিয়েছে, ২০২৩ সালে নিখোঁজ হওয়া শিশুটির কোনো খোঁজ আজও পাওয়া যায়নি। তদন্তে উঠে আসে, মা কেলি স্মিথ তাঁর মেয়েকে একজন সংগোমার (দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী চিকিৎসক বা জাদু চিকিৎসক) কাছে বিক্রি করেছিলেন। দাম নেওয়া হয়েছিল ২০ হাজার র্যান্ড (প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা)।
আদালতে এক সাক্ষী জানান, কেলি স্মিথ বলেছিলেন, মেয়েটিকে চাওয়া হয়েছিল তার চোখ ও ত্বকের কারণে। প্রসিকিউশনের ভাষ্যমতে, কেলি শুধু জশলিন নয়, তাঁর অন্য দুই সন্তানকেও ভবিষ্যতে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন।
এই অপরাধে কেলির প্রেমিক জ্যাকুইন অ্যাপোলিস ও তাদের বন্ধু স্টিভেনো ভ্যান রেইনকেও দোষী সাব্যস্ত করে একই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। তাঁরা তিনজনই মাদকের নেশায় আসক্ত ছিলেন বলে জানা যায়। তবে বিচারপতি নাথান এরাসমাস রায়ে বলেন, ‘মাদক গ্রহণ কোনোভাবেই এ ধরনের ভয়াবহ অপরাধের পেছনে অজুহাত হতে পারে না। এই মামলায় এমন কিছু পাইনি, যা কম শাস্তি দেওয়ার যৌক্তিকতা তৈরি করে।’
জশলিন নিখোঁজ হওয়ার পর শুরুতে কেলি স্মিথ গণমাধ্যম ও প্রতিবেশীদের সহানুভূতি পেয়েছিলেন। অনেকে তাঁর পাশে দাঁড়িয়ে মেয়েকে খুঁজতেও সাহায্য করেছিলেন। কিন্তু পরে তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর সত্য।
শিশুটি কোথায়, সে বেঁচে আছে কি না—তা আজও অজানাই থেকে গেছে।
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের সালদানাহ শহর থেকে নিখোঁজ হওয়া ছয় বছরের শিশু জশলিন স্মিথ-এর মামলায় আদালত তাঁর মা কেলি স্মিথ সহ তিনজনকে দোষী সাব্যস্ত করেছে। নিজের মেয়েকে অপহরণ ও পাচারের অভিযোগে কেলি স্মিথকে আজীবন কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত।
বৃহস্পতিবার স্কাই নিউজ জানিয়েছে, ২০২৩ সালে নিখোঁজ হওয়া শিশুটির কোনো খোঁজ আজও পাওয়া যায়নি। তদন্তে উঠে আসে, মা কেলি স্মিথ তাঁর মেয়েকে একজন সংগোমার (দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী চিকিৎসক বা জাদু চিকিৎসক) কাছে বিক্রি করেছিলেন। দাম নেওয়া হয়েছিল ২০ হাজার র্যান্ড (প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা)।
আদালতে এক সাক্ষী জানান, কেলি স্মিথ বলেছিলেন, মেয়েটিকে চাওয়া হয়েছিল তার চোখ ও ত্বকের কারণে। প্রসিকিউশনের ভাষ্যমতে, কেলি শুধু জশলিন নয়, তাঁর অন্য দুই সন্তানকেও ভবিষ্যতে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন।
এই অপরাধে কেলির প্রেমিক জ্যাকুইন অ্যাপোলিস ও তাদের বন্ধু স্টিভেনো ভ্যান রেইনকেও দোষী সাব্যস্ত করে একই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। তাঁরা তিনজনই মাদকের নেশায় আসক্ত ছিলেন বলে জানা যায়। তবে বিচারপতি নাথান এরাসমাস রায়ে বলেন, ‘মাদক গ্রহণ কোনোভাবেই এ ধরনের ভয়াবহ অপরাধের পেছনে অজুহাত হতে পারে না। এই মামলায় এমন কিছু পাইনি, যা কম শাস্তি দেওয়ার যৌক্তিকতা তৈরি করে।’
জশলিন নিখোঁজ হওয়ার পর শুরুতে কেলি স্মিথ গণমাধ্যম ও প্রতিবেশীদের সহানুভূতি পেয়েছিলেন। অনেকে তাঁর পাশে দাঁড়িয়ে মেয়েকে খুঁজতেও সাহায্য করেছিলেন। কিন্তু পরে তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর সত্য।
শিশুটি কোথায়, সে বেঁচে আছে কি না—তা আজও অজানাই থেকে গেছে।
মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
৫ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
৬ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
৯ ঘণ্টা আগেদোহায় ইসরায়েলি হামলায় কোনো ক্ষতি হয়নি হামাস নেতাদের। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৯ ঘণ্টা আগে