অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের সালদানাহ শহর থেকে নিখোঁজ হওয়া ছয় বছরের শিশু জশলিন স্মিথ-এর মামলায় আদালত তাঁর মা কেলি স্মিথ সহ তিনজনকে দোষী সাব্যস্ত করেছে। নিজের মেয়েকে অপহরণ ও পাচারের অভিযোগে কেলি স্মিথকে আজীবন কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত।
বৃহস্পতিবার স্কাই নিউজ জানিয়েছে, ২০২৩ সালে নিখোঁজ হওয়া শিশুটির কোনো খোঁজ আজও পাওয়া যায়নি। তদন্তে উঠে আসে, মা কেলি স্মিথ তাঁর মেয়েকে একজন সংগোমার (দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী চিকিৎসক বা জাদু চিকিৎসক) কাছে বিক্রি করেছিলেন। দাম নেওয়া হয়েছিল ২০ হাজার র্যান্ড (প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা)।
আদালতে এক সাক্ষী জানান, কেলি স্মিথ বলেছিলেন, মেয়েটিকে চাওয়া হয়েছিল তার চোখ ও ত্বকের কারণে। প্রসিকিউশনের ভাষ্যমতে, কেলি শুধু জশলিন নয়, তাঁর অন্য দুই সন্তানকেও ভবিষ্যতে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন।
এই অপরাধে কেলির প্রেমিক জ্যাকুইন অ্যাপোলিস ও তাদের বন্ধু স্টিভেনো ভ্যান রেইনকেও দোষী সাব্যস্ত করে একই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। তাঁরা তিনজনই মাদকের নেশায় আসক্ত ছিলেন বলে জানা যায়। তবে বিচারপতি নাথান এরাসমাস রায়ে বলেন, ‘মাদক গ্রহণ কোনোভাবেই এ ধরনের ভয়াবহ অপরাধের পেছনে অজুহাত হতে পারে না। এই মামলায় এমন কিছু পাইনি, যা কম শাস্তি দেওয়ার যৌক্তিকতা তৈরি করে।’
জশলিন নিখোঁজ হওয়ার পর শুরুতে কেলি স্মিথ গণমাধ্যম ও প্রতিবেশীদের সহানুভূতি পেয়েছিলেন। অনেকে তাঁর পাশে দাঁড়িয়ে মেয়েকে খুঁজতেও সাহায্য করেছিলেন। কিন্তু পরে তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর সত্য।
শিশুটি কোথায়, সে বেঁচে আছে কি না—তা আজও অজানাই থেকে গেছে।
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের সালদানাহ শহর থেকে নিখোঁজ হওয়া ছয় বছরের শিশু জশলিন স্মিথ-এর মামলায় আদালত তাঁর মা কেলি স্মিথ সহ তিনজনকে দোষী সাব্যস্ত করেছে। নিজের মেয়েকে অপহরণ ও পাচারের অভিযোগে কেলি স্মিথকে আজীবন কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত।
বৃহস্পতিবার স্কাই নিউজ জানিয়েছে, ২০২৩ সালে নিখোঁজ হওয়া শিশুটির কোনো খোঁজ আজও পাওয়া যায়নি। তদন্তে উঠে আসে, মা কেলি স্মিথ তাঁর মেয়েকে একজন সংগোমার (দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী চিকিৎসক বা জাদু চিকিৎসক) কাছে বিক্রি করেছিলেন। দাম নেওয়া হয়েছিল ২০ হাজার র্যান্ড (প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা)।
আদালতে এক সাক্ষী জানান, কেলি স্মিথ বলেছিলেন, মেয়েটিকে চাওয়া হয়েছিল তার চোখ ও ত্বকের কারণে। প্রসিকিউশনের ভাষ্যমতে, কেলি শুধু জশলিন নয়, তাঁর অন্য দুই সন্তানকেও ভবিষ্যতে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন।
এই অপরাধে কেলির প্রেমিক জ্যাকুইন অ্যাপোলিস ও তাদের বন্ধু স্টিভেনো ভ্যান রেইনকেও দোষী সাব্যস্ত করে একই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। তাঁরা তিনজনই মাদকের নেশায় আসক্ত ছিলেন বলে জানা যায়। তবে বিচারপতি নাথান এরাসমাস রায়ে বলেন, ‘মাদক গ্রহণ কোনোভাবেই এ ধরনের ভয়াবহ অপরাধের পেছনে অজুহাত হতে পারে না। এই মামলায় এমন কিছু পাইনি, যা কম শাস্তি দেওয়ার যৌক্তিকতা তৈরি করে।’
জশলিন নিখোঁজ হওয়ার পর শুরুতে কেলি স্মিথ গণমাধ্যম ও প্রতিবেশীদের সহানুভূতি পেয়েছিলেন। অনেকে তাঁর পাশে দাঁড়িয়ে মেয়েকে খুঁজতেও সাহায্য করেছিলেন। কিন্তু পরে তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর সত্য।
শিশুটি কোথায়, সে বেঁচে আছে কি না—তা আজও অজানাই থেকে গেছে।
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরানের রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়ে উঠেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে এবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসম্প্রতি দিনের আলোয় জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর কর্মকর্তা কর্নেল ইভান ভোরোনিচকে। এই হত্যার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা কিয়েভবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
৬ ঘণ্টা আগেইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সিরীয় প্রতিরক্ষা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছে।
৭ ঘণ্টা আগেভারতের সর্বোচ্চ সুন্নি ধর্মীয় নেতা শেখ আবুবকর আহমদের হস্তক্ষেপে ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নার্স নিমিষা প্রিয়ার শাস্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ২০১৭ সালে এক ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে নিমিষার মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল আজ বুধবার, ১৬ জুলাই। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ইয়েমেন
৭ ঘণ্টা আগে