Ajker Patrika

মালি সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৭ নাইজার সেনা নিহত

মালি সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৭ নাইজার সেনা নিহত

মালি সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ১৭ নাইজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেনে এ তথ্য জানিয়েছে। 

স্থানীয় সময় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর (এফএএন) একটি দল বনি এবং তোরোদির মধ্যে টহল দিচ্ছিল। এ সময় সন্ত্রাসী হামলার শিকার হয় তারা। এতে কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন। তাদের রাজধানী নায়ামির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দেশটির এক সেনা সদস্য বলেন, তাদের ফেরার পথে ১০০ জনের বেশি সন্ত্রাসী তাদের অনুসরণ করছিল। তাঁদের প্রতিরোধ করা হয়েছে।

গত দশ বছর ধরে মালি, বুরকিনা ফাসোর উত্তর এবং নাইজারের পশ্চিমাঞ্চল মিলিত স্থানে সংঘাত লেগেই আছে। এই সাহেল অঞ্চল আল-কায়েদা এবং আইএসআইএলের সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কেন্দ্রস্থল হয়ে উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত