অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
আজকাল অনেকেরই স্ট্রোক হচ্ছে। আশঙ্কার কথা হলো, খুব অল্প বয়সী বা তরুণেরাও স্ট্রোকের কবল থেকে রেহাই পাচ্ছে না। আবার অনেকেরই মিনি স্ট্রোক হচ্ছে। এটা যে হচ্ছে, সে বিষয়টাও অনেকে বুঝে উঠতে পারে না। এতে আক্রান্ত ব্যক্তি চোখে অন্ধকার দেখতে থাকে, যাকে আমরা বলি ব্ল্যাক আউট। কিছুক্ষণের মধ্য়েই সব ঠিক হয়ে যায়। কিন্তু অধিকাংশই এই সংকেত অবহেলা করে। আশঙ্কার কথা হলো, এ রকম মৃদু স্ট্রোকের পর বড় স্ট্রোকের আশঙ্কা থাকে প্রবল।
মৃদু স্ট্রোককে বিজ্ঞানের ভাষায় বলে ট্রানজিয়েন্ট ইস্কিমিক অ্যাটাক বা টিআইএ। তবে এই আশঙ্কা অনেকটা কমানো যায়, যদি চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ খাওয়া যায়, খাদ্যবিধিতে পরিবর্তন আনা যায় এবং অন্যান্য স্বাস্থ্যসমস্যা থাকলে তার নিয়ন্ত্রণে
রাখা যায়।
আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশন
ও আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, বেশির ভাগ স্ট্রোকই প্রতিরোধযোগ্য। মিনি স্ট্রোক হয়েছে এমন রোগীদের কিছু ওষুধ দেওয়ার পর বড় রকমের স্ট্রোক এড়ানো গেছে বলে বিশেষজ্ঞদের মত। অবস্থা বুঝে এসব ওষুধের ব্যবস্থাপত্র দেবেন চিকিৎসক। এ ধরনের ওষুধকে বলে অ্যান্টিথ্রম্বটিক ড্রাগ। এগুলো দুই রকমের—অ্যান্টিকয়াগুলেন্ট ড্রাগ ও অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ। অ্যান্টিকয়াগুলেন্ট ড্রাগ রক্তের জমাট বাঁধা ধীর করে। আর অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। চিকিৎসকেরা সাধারণত দিয়ে থাকেন স্বল্পমেয়াদি অ্যান্টিপ্লাটিলেট থেরাপি। এ ছাড়া দিতে পারেন কোলেস্টেরল, রক্তচাপ আর রক্ত জমাট রোধের ওষুধ। এসব প্রতিরোধযোগ্য ওষুধ স্ট্রোকের ঝুঁকি কমায়।
মিনি বা মৃদু স্ট্রোকের ঝুঁকি কমাতে যা করবেন
ধূমপান ও তামাক বাদ দিন
মিনি স্ট্রোক হয়েছে এমন রোগী তামাক খেলে বা ধূমপান করলে বড় স্ট্রোকের ঝুঁকি বাড়ে দ্বিগুণের বেশি। অভ্যাস ছাড়ার জন্য প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
অ্যালকোহল এড়াতে হবে
অতিরিক্ত মদ্যপানের সঙ্গে ইস্কিমিক স্ট্রোকের গভীর সম্পর্ক আছে। তাই অ্যালকোহল এড়িয়ে যাওয়াই নিরাপদ। যুক্তরাজ্যের স্ট্রোক অ্যাসোসিয়েশনের মতে, অতিমাত্রায় মদ্যপানে বাড়ে রক্তচাপ, এতে এট্রিয়াল ফিব্রিলেশন উসকে যায়, যা স্ট্রোকের বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। মদ্য়পান লিভারের ক্ষতি করে। এতে রক্ত জমাট বাঁধার ওপর প্রভাব পড়ে, দেহের ওজন বাড়া রোধ করা যায় না, কারণ বেশির ভাগ মদ হাই ক্যালরির।
ডায়েটে পরিবর্তন আনতে হবে
খাদ্য আর পুষ্টি স্ট্রোক প্রতিরোধে ইতিবাচকভাবে বড় ভূমিকা রাখে। সঠিক খাদ্যবিধি মানলে ওজন নিয়ন্ত্রণে রাখা, ডায়াবেটিস এড়ানো, রক্তচাপ নিয়ন্ত্রণ, স্ট্রোকের ঝুঁকি ও কোলেস্টেরল কমানো সহজ হয়। সবচেয়ে উপযোগী ডায়েট হলো মেডিটারেনিয়ান ডায়েট। এতে স্ট্রোকের ঝুঁকি কমে ৪৫ শতাংশ। এই ডায়েটে রয়েছে প্রচুর শাকসবজি, মটরশুঁটি, মটরজাতীয় বীজ, হোল গ্রেইন, লাল আটা, লাল চাল, ওটস, তাজা ফল, অলিভ অয়েল বা অন্য হেলদি ফ্যাট, বাদাম, মাছ ইত্যাদি।
নিয়মিত ব্যায়াম
নিয়মিত ব্যায়ামে রক্তচাপ কমে, কোলেস্টেরল কমে, ওজন ঠিক থাকে। প্রাপ্তবয়স্করা সপ্তাহে আড়াই ঘণ্টা মাঝারি অ্যারোবিক ব্যায়াম করতে পারেন। দ্রুত হাঁটা, দৌড়ানো, সাঁতার, জলকেলি ইত্যাদি হতে পারে রোজকার ব্যায়াম।
যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
স্থূলতা, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, স্লিপ অ্যাপনিয়া নিয়ন্ত্রণে রাখতে পারলে স্ট্রোকের ঝুঁকি কমে।
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
আজকাল অনেকেরই স্ট্রোক হচ্ছে। আশঙ্কার কথা হলো, খুব অল্প বয়সী বা তরুণেরাও স্ট্রোকের কবল থেকে রেহাই পাচ্ছে না। আবার অনেকেরই মিনি স্ট্রোক হচ্ছে। এটা যে হচ্ছে, সে বিষয়টাও অনেকে বুঝে উঠতে পারে না। এতে আক্রান্ত ব্যক্তি চোখে অন্ধকার দেখতে থাকে, যাকে আমরা বলি ব্ল্যাক আউট। কিছুক্ষণের মধ্য়েই সব ঠিক হয়ে যায়। কিন্তু অধিকাংশই এই সংকেত অবহেলা করে। আশঙ্কার কথা হলো, এ রকম মৃদু স্ট্রোকের পর বড় স্ট্রোকের আশঙ্কা থাকে প্রবল।
মৃদু স্ট্রোককে বিজ্ঞানের ভাষায় বলে ট্রানজিয়েন্ট ইস্কিমিক অ্যাটাক বা টিআইএ। তবে এই আশঙ্কা অনেকটা কমানো যায়, যদি চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ খাওয়া যায়, খাদ্যবিধিতে পরিবর্তন আনা যায় এবং অন্যান্য স্বাস্থ্যসমস্যা থাকলে তার নিয়ন্ত্রণে
রাখা যায়।
আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশন
ও আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, বেশির ভাগ স্ট্রোকই প্রতিরোধযোগ্য। মিনি স্ট্রোক হয়েছে এমন রোগীদের কিছু ওষুধ দেওয়ার পর বড় রকমের স্ট্রোক এড়ানো গেছে বলে বিশেষজ্ঞদের মত। অবস্থা বুঝে এসব ওষুধের ব্যবস্থাপত্র দেবেন চিকিৎসক। এ ধরনের ওষুধকে বলে অ্যান্টিথ্রম্বটিক ড্রাগ। এগুলো দুই রকমের—অ্যান্টিকয়াগুলেন্ট ড্রাগ ও অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ। অ্যান্টিকয়াগুলেন্ট ড্রাগ রক্তের জমাট বাঁধা ধীর করে। আর অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। চিকিৎসকেরা সাধারণত দিয়ে থাকেন স্বল্পমেয়াদি অ্যান্টিপ্লাটিলেট থেরাপি। এ ছাড়া দিতে পারেন কোলেস্টেরল, রক্তচাপ আর রক্ত জমাট রোধের ওষুধ। এসব প্রতিরোধযোগ্য ওষুধ স্ট্রোকের ঝুঁকি কমায়।
মিনি বা মৃদু স্ট্রোকের ঝুঁকি কমাতে যা করবেন
ধূমপান ও তামাক বাদ দিন
মিনি স্ট্রোক হয়েছে এমন রোগী তামাক খেলে বা ধূমপান করলে বড় স্ট্রোকের ঝুঁকি বাড়ে দ্বিগুণের বেশি। অভ্যাস ছাড়ার জন্য প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
অ্যালকোহল এড়াতে হবে
অতিরিক্ত মদ্যপানের সঙ্গে ইস্কিমিক স্ট্রোকের গভীর সম্পর্ক আছে। তাই অ্যালকোহল এড়িয়ে যাওয়াই নিরাপদ। যুক্তরাজ্যের স্ট্রোক অ্যাসোসিয়েশনের মতে, অতিমাত্রায় মদ্যপানে বাড়ে রক্তচাপ, এতে এট্রিয়াল ফিব্রিলেশন উসকে যায়, যা স্ট্রোকের বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। মদ্য়পান লিভারের ক্ষতি করে। এতে রক্ত জমাট বাঁধার ওপর প্রভাব পড়ে, দেহের ওজন বাড়া রোধ করা যায় না, কারণ বেশির ভাগ মদ হাই ক্যালরির।
ডায়েটে পরিবর্তন আনতে হবে
খাদ্য আর পুষ্টি স্ট্রোক প্রতিরোধে ইতিবাচকভাবে বড় ভূমিকা রাখে। সঠিক খাদ্যবিধি মানলে ওজন নিয়ন্ত্রণে রাখা, ডায়াবেটিস এড়ানো, রক্তচাপ নিয়ন্ত্রণ, স্ট্রোকের ঝুঁকি ও কোলেস্টেরল কমানো সহজ হয়। সবচেয়ে উপযোগী ডায়েট হলো মেডিটারেনিয়ান ডায়েট। এতে স্ট্রোকের ঝুঁকি কমে ৪৫ শতাংশ। এই ডায়েটে রয়েছে প্রচুর শাকসবজি, মটরশুঁটি, মটরজাতীয় বীজ, হোল গ্রেইন, লাল আটা, লাল চাল, ওটস, তাজা ফল, অলিভ অয়েল বা অন্য হেলদি ফ্যাট, বাদাম, মাছ ইত্যাদি।
নিয়মিত ব্যায়াম
নিয়মিত ব্যায়ামে রক্তচাপ কমে, কোলেস্টেরল কমে, ওজন ঠিক থাকে। প্রাপ্তবয়স্করা সপ্তাহে আড়াই ঘণ্টা মাঝারি অ্যারোবিক ব্যায়াম করতে পারেন। দ্রুত হাঁটা, দৌড়ানো, সাঁতার, জলকেলি ইত্যাদি হতে পারে রোজকার ব্যায়াম।
যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
স্থূলতা, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, স্লিপ অ্যাপনিয়া নিয়ন্ত্রণে রাখতে পারলে স্ট্রোকের ঝুঁকি কমে।
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
হৃদয় ভাঙার মানসিক কষ্টের কথা আমরা সবাই জানি। এ নিয়ে অসংখ্য বই, গান ও সিনেমা তৈরি হয়েছে। তবে এর বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে যে, ভগ্ন হৃদয় প্রাণঘাতীও হতে পারে। চিকিৎসা বিজ্ঞানে এই প্রাণঘাতী পরিস্থিতির নাম তাকোতসুবো কার্ডিওমায়োপ্যাথি বা টিসি। শারীরিক বা মানসিক চাপের কারণে হৃৎপিণ্ড দুর্বল হয়ে গেলে এমনটি হয়।
২০ ঘণ্টা আগে‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৫’ উপলক্ষে আজ শনিবার (১৭ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় এই র্যালির আয়োজন করা হয়।
২ দিন আগেবিশ্বে প্রথমবারের মতো এক শিশুকে দেওয়া হলো ব্যক্তিনিদির্ষ্ট জিন এডিটিং চিকিৎসা। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ‘চিলড্রেনস হসপিটাল অব ফিলাডেলফিয়া’ তে কে. জে মুলডুন নামের ১০ মাস বয়সী শিশুকে এই চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং ধীরে ধীরে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
২ দিন আগেখাদ্যের অন্যতম প্রধান উপাদান পানি। বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আমাদের শরীরের ৬০-৭০ শতাংশ পানি। বয়স, ওজন ও উচ্চতা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে পানি পান জরুরি। প্রচণ্ড তাপপ্রবাহে অনেক ক্ষেত্রে পিপাসা মেটাতে বিশুদ্ধ পানির সঙ্গে অন্যান্য পানীয় পান সাধারণ ঘটনা। এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ফলের রস, লেবুর...
২ দিন আগে