Ajker Patrika

শীতের চর্মরোগে যা করবেন

ডা. জেসমীন আক্তার লীনা      
আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৭: ০১
শীতের চর্মরোগে যা করবেন

শীতের হাওয়া ও মৃদু ঠান্ডা অনুভূত হচ্ছে। কিছুদিনের মধ্যে শীত চলে আসবে। তখন নানা ধরনের চর্মরোগ দেখা যাবে। আগাম প্রস্তুতি নিলে শীতের সমস্যাগুলো মোকাবিলা করা সহজ।

শীতের সাধারণ রোগ চুলকানি
শীতে শরীর চুলকানো খুবই সাধারণ বিষয়। বাতাসে জলীয় বাষ্প কম থাকার কারণে শীত এলে ত্বক বেশি শুকিয়ে যায়। তখন শরীর চুলকায়। নখ বা অন্য কিছু দিয়ে বারবার চুলকানোর ফলে চুলকানি আরও বেড়ে যায়। একান্তই অসহ্য লাগলে হালকাভাবে হাতের তালু দিয়ে চুলকানো যেতে পারে।

শুষ্কতার কারণে চুলকানি দেখা দিলে যা করবেন:-

  •  ভালো কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  •  ময়েশ্চারাইজার পাওয়া না গেলে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে।
  •  চুলকানি বেশি হলে গ্লিসারিনের সঙ্গে পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন।
  •  চুলকানি প্রবল হলে এবং অস্বস্তি তৈরি করলে চিকিৎসকের পরামর্শ নিন।

একজিমা
শীত এলে একজিমা বাড়তে পারে। একজিমা ভালো হওয়ার পরও আক্রান্ত জায়গাটি শুষ্ক হতে দেওয়া যাবে না। বিশেষ ধরনের একজিমা আছে, যার নাম একজিমা ক্রাকুয়েলেটাম। সাধারণত চল্লিশ বছরের বেশি বয়সী মানুষদের এই চর্মরোগ হয়। বাতাসের জলীয় পদার্থ কমে যায় বলে এটি শীত এলেই বাড়ে। তখন শুষ্ক ত্বকের গায়ে ফাটা ফাটা দাগ ও হালকা পরিমাণ আঁশ এবং ত্বক পুরু হতে দেখা যায়। ত্বক চুলকালে পুরু হতে থাকে এবং একপর্যায়ে তা শক্ত ও অস্বাভাবিক আকার ধারণ করে।

স্ক্যাবিস
ত্বকের বহু রোগের মধ্যে একটি স্ক্যাবিস। বাংলায় একে খুজলি-পাঁচড়াও বলে থাকেন অনেকে। এটির সঙ্গে সরাসরি শীতের বা বাতাসের আর্দ্রতার কোনো সম্পর্কের কথা জানা যায় না। তবে রোগটি শীত এলেই ব্যাপক আকারে দেখা দেয়। বিশেষ করে শিশুরা এতে ব্যাপকভাবে আক্রান্ত হতে থাকে। শুধু পরিবেশগত কারণে এবং নিম্ন আয়ের মানুষদের মধ্যে স্ক্যাবিসে আক্রান্ত বেশি দেখা যায়। তবে যেসব শিশু স্কুলে যায়, তারাও এতে আক্রান্ত হতে পারে। এটি স্ক্যাবিয়াইসারকপটিস স্ক্যারিবাই নামে জীবাণুবাহিত রোগ। এ রোগ হলে শরীরে অসম্ভব রকম চুলকানি হতে দেখা যায় এবং রাতে চুলকানির তীব্রতা বাড়ে। এ রোগে পরিবারের সব সদস্যকে একসঙ্গে চিকিৎসা দিতে হয়।

এ ছাড়া হাম ও চিকেন পক্সের মতো ভাইরাসজনিত রোগগুলো শীতকালে বেশি হয়ে থাকে।

লেখক:সহকারী অধ্যাপক, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিভাগ,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

চেম্বার: আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল,মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত