ডা. ম. মঈনুল হাফিজ
কান পাকা ও পর্দা ফেটে যাওয়ার কথা আমরা প্রায়ই শুনে থাকি। এই সমস্যা দেখা দিলে কানে প্রচণ্ড ব্যথা হয়।
বেশিরভাগ ক্ষেত্রে কানের পর্দা সুস্থ থাকলে অল্প আঘাতে ফেটে যাওয়ার কথা নয়। যদি এ রকম ঘটে তাহলে বুঝতে হবে, কানের পর্দা আগে থেকেই অসুস্থ বা দুর্বল ছিল। অবশ্য কানের ওপর প্রচণ্ড আঘাত লাগলে সুস্থ পর্দাও ফেটে যেতে পারে। অল্প সর্দি কাশিতে কানের পর্দা ফেটে গিয়ে পুঁজ-পানি বের হওয়ার ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। বয়স্ক রোগীদের বেশির ভাগ ক্ষেত্রেই ছোটবেলা থেকে কানের পর্দা দুর্বল থাকে। অথবা ক্রমাগত নাক বা সাইনাসের প্রদাহের কারণে বা ক্ষেত্রবিশেষে টনসিলের ক্রমাগত প্রদাহের কারণে কানের পর্দা দুর্বল হয়ে যায়।
উপসর্গ
প্রকারভেদ
সাধারণত কানের পর্দা ফাটা দুই রকমের হয়ে থাকে। একটিতে পর্দার সামনের অংশ ফুটো থাকে এবং অন্যটিতে কানের পর্দার পেছনের অংশটিতে ফুটো থাকে। পেছনের ফুটো সাধারণত মারাত্মক হয়ে থাকে। দীর্ঘদিন কানের পর্দা ফুটো থাকলে এবং ঘনঘন কানে সংক্রমণ হলে পর্দা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে।
করণীয়
চিকিৎসা শুরুর আগে রোগীদের কিছু বিষয়ে সচেতন হতে হবে।
কান খুব স্পর্শকাতর অঙ্গ। যাই ঘটুক না কেন নিজে কিছু না করে চিকিৎসকের পরামর্শ নিন।
লেখক: নাক, কান, গলা বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
চেম্বার: ইএনটি সেন্টার
রোড-৩৫, হাউস-৩৮/এ, সানমার টাওয়ার-২
লেভেল-১৩, গুলশান-২, ঢাকা-১২১২।
কান পাকা ও পর্দা ফেটে যাওয়ার কথা আমরা প্রায়ই শুনে থাকি। এই সমস্যা দেখা দিলে কানে প্রচণ্ড ব্যথা হয়।
বেশিরভাগ ক্ষেত্রে কানের পর্দা সুস্থ থাকলে অল্প আঘাতে ফেটে যাওয়ার কথা নয়। যদি এ রকম ঘটে তাহলে বুঝতে হবে, কানের পর্দা আগে থেকেই অসুস্থ বা দুর্বল ছিল। অবশ্য কানের ওপর প্রচণ্ড আঘাত লাগলে সুস্থ পর্দাও ফেটে যেতে পারে। অল্প সর্দি কাশিতে কানের পর্দা ফেটে গিয়ে পুঁজ-পানি বের হওয়ার ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। বয়স্ক রোগীদের বেশির ভাগ ক্ষেত্রেই ছোটবেলা থেকে কানের পর্দা দুর্বল থাকে। অথবা ক্রমাগত নাক বা সাইনাসের প্রদাহের কারণে বা ক্ষেত্রবিশেষে টনসিলের ক্রমাগত প্রদাহের কারণে কানের পর্দা দুর্বল হয়ে যায়।
উপসর্গ
প্রকারভেদ
সাধারণত কানের পর্দা ফাটা দুই রকমের হয়ে থাকে। একটিতে পর্দার সামনের অংশ ফুটো থাকে এবং অন্যটিতে কানের পর্দার পেছনের অংশটিতে ফুটো থাকে। পেছনের ফুটো সাধারণত মারাত্মক হয়ে থাকে। দীর্ঘদিন কানের পর্দা ফুটো থাকলে এবং ঘনঘন কানে সংক্রমণ হলে পর্দা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে।
করণীয়
চিকিৎসা শুরুর আগে রোগীদের কিছু বিষয়ে সচেতন হতে হবে।
কান খুব স্পর্শকাতর অঙ্গ। যাই ঘটুক না কেন নিজে কিছু না করে চিকিৎসকের পরামর্শ নিন।
লেখক: নাক, কান, গলা বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
চেম্বার: ইএনটি সেন্টার
রোড-৩৫, হাউস-৩৮/এ, সানমার টাওয়ার-২
লেভেল-১৩, গুলশান-২, ঢাকা-১২১২।
দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী বৃহস্পতিবারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় আগামী রোববার থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
২ ঘণ্টা আগেবিগত কয়েক দশক ধরেই বিশ্বে অন্যতম স্বাস্থ্য সমস্যা মুটিয়ে যাওয়া ও স্থূলতা। আগামী কয়েক দশকে এই সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন গবেষকেরা। তাঁরা বলছেন, বিশ্বব্যাপী ২০৫০ সালের মধ্যে অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক এবং এক-তৃতীয়াংশ শিশু ও কিশোর-কিশোরী অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার হবে। এই বিষয়টি
৮ ঘণ্টা আগে২০২৫ সালে এসেও এই চিত্র খুব একটা বদলায়নি। এখনো স্বাস্থ্যের জন্য জরুরি ৪টি উপাদান লৌহ, ভিটামিন ডি, ভিটামিন বি ১২, জিংকের ঘাটতিতে ভুগছে প্রায় ২৫ শতাংশ কিশোরী এবং স্থূলতায় আক্রান্ত কমপক্ষে ১০ শতাংশ।
৯ ঘণ্টা আগেআত্মহত্যা একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক। বিশ্বব্যাপী আত্মহত্যা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হলেও বাংলাদেশে এখনো আত্মহত্যা সংক্রান্ত পর্যাপ্ত গবেষণা ও কার্যকর নীতিমালা তৈরি হয়নি
১০ ঘণ্টা আগে