মৌসুমি আফরিন ইভা
ঢাকা: আমাদের দেশে বেশির ভাগ কিডনি রোগী অপুষ্টিতে ভোগেন। কিডনি রোগী মাছ, মাংস, ডিম, দুধ খেতে পারবেন না—এমন একটি ভ্রান্ত ধারণা আছে। বেছে বেছে খাবার খেতে গিয়ে বেশির ভাগ রোগী অপুষ্টিতে ভোগেন। কিডনির সমস্যা থাকলে নির্দিষ্ট কয়েকটি খাবার শুধু এড়িয়ে চলতে হবে। কারণ, সঠিক ডায়েট রক্তের ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে সাহায্য করে।
যেসব খাবার এড়িয়ে চলবেন
লবণ খাওয়া কমাতে হবে। বেশি খেলে শরীরে পানি জমে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না।
• আচার, চিপস, শুঁটকি, সল্টেড বিস্কুট, মুড়ি, চানাচুর, সয়াসসে অতিরিক্ত লবণ থাকে। এসব খাবার খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে।
• সব ধরনের কোমল পানীয় বাদ দিতে হবে।
• ঘি, মাখন, ডালডা, পনির, নারকেল তেল খাওয়া যাবে না।
• শুকনো ফল, যেমন: খেজুর, কিশমিশ ও কাজুবাদাম এড়িয়ে যেতে হবে।
• ক্যানড ফুড অর্থাৎ টিনজাত ও ফর্মুলা খাবার বাদ দিতে হবে।
• কোকো পাউডার দিয়ে বানানো কেক, চকলেট ও আইসক্রিম খাওয়া যাবে না।
• মাটির নিচের শাকসবজি, যেমন: আলু, কচু, মিষ্টি আলু খাওয়া যাবে না। পুঁইশাক, পালংশাক, সব ধরনের ডাল, কাঁঠালের বিচি, শিমের বিচিও বাদ দিতে হবে। তা না হলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে।
• পটাশিয়ামসমৃদ্ধ খাবার, যেমন: ডাবের পানি, কলা, আঙুর ও নারকেল দিয়ে বানানো খাবার খাওয়া যাবে না। অ্যালোভেরা ও কামরাঙাও বাদ দিতে হবে।
• গাজর, পেঁয়াজ ও মুলা পরিমিত পরিমাণে খেতে হবে।
যেসব নিয়ম মানতে হবে
• যখন-তখন ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না।
• উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।
• রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন।
• ধূমপান ও মদ্যপান করা যাবে না।
• ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
• ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণে।
• দুশ্চিন্তা করা যাবে না।
• নিয়মিত রুটিন চেকআপ করাতে হবে।
লেখক: ডায়াবেটলজিস্ট অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশনিস্ট, মালিবাগ মেডিনোভা সার্ভিসেস
ঢাকা: আমাদের দেশে বেশির ভাগ কিডনি রোগী অপুষ্টিতে ভোগেন। কিডনি রোগী মাছ, মাংস, ডিম, দুধ খেতে পারবেন না—এমন একটি ভ্রান্ত ধারণা আছে। বেছে বেছে খাবার খেতে গিয়ে বেশির ভাগ রোগী অপুষ্টিতে ভোগেন। কিডনির সমস্যা থাকলে নির্দিষ্ট কয়েকটি খাবার শুধু এড়িয়ে চলতে হবে। কারণ, সঠিক ডায়েট রক্তের ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে সাহায্য করে।
যেসব খাবার এড়িয়ে চলবেন
লবণ খাওয়া কমাতে হবে। বেশি খেলে শরীরে পানি জমে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না।
• আচার, চিপস, শুঁটকি, সল্টেড বিস্কুট, মুড়ি, চানাচুর, সয়াসসে অতিরিক্ত লবণ থাকে। এসব খাবার খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে।
• সব ধরনের কোমল পানীয় বাদ দিতে হবে।
• ঘি, মাখন, ডালডা, পনির, নারকেল তেল খাওয়া যাবে না।
• শুকনো ফল, যেমন: খেজুর, কিশমিশ ও কাজুবাদাম এড়িয়ে যেতে হবে।
• ক্যানড ফুড অর্থাৎ টিনজাত ও ফর্মুলা খাবার বাদ দিতে হবে।
• কোকো পাউডার দিয়ে বানানো কেক, চকলেট ও আইসক্রিম খাওয়া যাবে না।
• মাটির নিচের শাকসবজি, যেমন: আলু, কচু, মিষ্টি আলু খাওয়া যাবে না। পুঁইশাক, পালংশাক, সব ধরনের ডাল, কাঁঠালের বিচি, শিমের বিচিও বাদ দিতে হবে। তা না হলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে।
• পটাশিয়ামসমৃদ্ধ খাবার, যেমন: ডাবের পানি, কলা, আঙুর ও নারকেল দিয়ে বানানো খাবার খাওয়া যাবে না। অ্যালোভেরা ও কামরাঙাও বাদ দিতে হবে।
• গাজর, পেঁয়াজ ও মুলা পরিমিত পরিমাণে খেতে হবে।
যেসব নিয়ম মানতে হবে
• যখন-তখন ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না।
• উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।
• রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন।
• ধূমপান ও মদ্যপান করা যাবে না।
• ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
• ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণে।
• দুশ্চিন্তা করা যাবে না।
• নিয়মিত রুটিন চেকআপ করাতে হবে।
লেখক: ডায়াবেটলজিস্ট অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশনিস্ট, মালিবাগ মেডিনোভা সার্ভিসেস
দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী বৃহস্পতিবারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় আগামী রোববার থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
২ দিন আগেবিগত কয়েক দশক ধরেই বিশ্বে অন্যতম স্বাস্থ্য সমস্যা মুটিয়ে যাওয়া ও স্থূলতা। আগামী কয়েক দশকে এই সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন গবেষকেরা। তাঁরা বলছেন, বিশ্বব্যাপী ২০৫০ সালের মধ্যে অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক এবং এক-তৃতীয়াংশ শিশু ও কিশোর-কিশোরী অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার হবে। এই বিষয়টি
২ দিন আগে২০২৫ সালে এসেও এই চিত্র খুব একটা বদলায়নি। এখনো স্বাস্থ্যের জন্য জরুরি ৪টি উপাদান লৌহ, ভিটামিন ডি, ভিটামিন বি ১২, জিংকের ঘাটতিতে ভুগছে প্রায় ২৫ শতাংশ কিশোরী এবং স্থূলতায় আক্রান্ত কমপক্ষে ১০ শতাংশ।
২ দিন আগেআত্মহত্যা একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক। বিশ্বব্যাপী আত্মহত্যা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হলেও বাংলাদেশে এখনো আত্মহত্যা সংক্রান্ত পর্যাপ্ত গবেষণা ও কার্যকর নীতিমালা তৈরি হয়নি
২ দিন আগে