ডা. পূজা সাহা
কিছু মানুষের হাসিতে আমরা দেখতে পাই, গেঁজ দাঁত উঁকি দিচ্ছে। অনেকের কাছে সেই হাসি আকর্ষণীয় মনে হয়। এই দাঁতগুলোকে ‘সুপারনিউমারারি দাঁত’ বলা হয়।
সুপারনিউমারারি দাঁত প্রায়ই স্থায়ী দাঁতের ক্ষেত্রে দেখা যায়। যেসব সুপারনিউমারারি দাঁতের আকৃতি এবং আকার সাধারণ দাঁতের মতো, সেগুলো ‘সাপ্লিমেন্টাল দাঁত’ নামে পরিচিত। সাপ্লিমেন্টাল দাঁত সাধারণত যে দাঁতের কাছাকাছি ওঠে, সেই আকৃতির হয়ে থাকে।
সাপ্লিমেন্টাল দাঁতের সঠিক কারণ এখনো অজানা। তবে এটি বেশ কয়েকটি বংশগত কারণের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। এগুলোর মধ্যে আছে:
গার্ডনারস সিনড্রোম: এটি একটি বিরল জেনেটিক রোগ, যা ত্বকের সিস্ট, স্কাল ও কোলন বৃদ্ধি ঘটায়।
এহলার্স-দানলোস সিনড্রোম: এটিও একটি জেনেটিক রোগ। এর কারণে জয়েন্টগুলো আলগা হয়ে সহজে স্থানচ্যুত হয়, ত্বক ক্ষতবিক্ষত হয়, স্কোলিওসিস এবং পেশি ও জয়েন্টে ব্যথা হয়।
ফ্যাব্রি রোগ: এই সিনড্রোমের কারণে ঘামতে অক্ষমতা, হাত ও পায়ে ব্যথা, ত্বকে লালচে বা নীলচে ফুসকুড়ি এবং পেটে ব্যথা হয়।
তালু ও ঠোঁটকাটা: এই জন্মগত ত্রুটির কারণে মুখের তালুতে বা ওপরের ঠোঁটে একটি ফাঁকা জায়গা তৈরি হয়। এ জন্য খেতে ও কথা বলতে সমস্যা হয় এবং কানে প্রদাহ হয়।
ক্লিডোক্রানিয়াল ডিসপ্লাসিয়া: এই অবস্থা মাথার ত্বক এবং কলার বোনের অস্বাভাবিক বিকাশ ঘটায়।
সাপ্লিমেন্টাল দাঁত নির্ণয় যেভাবে
অতিরিক্ত দাঁতটি ইতিমধ্যে বেড়ে গেলে সাপ্লিমেন্টাল দাঁত নির্ণয় করা সহজ। যদি সেই সব দাঁত সম্পূর্ণরূপে বেড়ে না-ও ওঠে, তাহলেও সেগুলো এক্স-রেতে দেখা যাবে।
সাপ্লিমেন্টাল দাঁতের চিকিৎসা
কিছু কিছু ক্ষেত্রে সাপ্লিমেন্টাল দাঁতের চিকিৎসার প্রয়োজন হয় না। আবার কিছু ক্ষেত্রে অতিরিক্ত দাঁত অপসারণের প্রয়োজন হয়ে পড়ে। আপনার ডেন্টিস্ট অতিরিক্ত দাঁত তুলে ফেলতে বলবেন যদি,
১. ঠিকমতো খাবার চিবোতে না পারেন বা চিবোনোর সময় অতিরিক্ত দাঁত মুখ কেটে ফেলে।
২. ব্যথা বা অস্বস্তি অনুভব করেন।
৩. অতিরিক্ত দাঁতের কারণে সঠিকভাবে দাঁত ব্রাশ করতে বা ফ্লস করতে কষ্ট হলে।
৪. অতিরিক্ত দাঁতের জন্য অস্বস্তি বা সৌন্দর্যের ব্যাপারে হীনম্মন্যতায় ভুগলে।
৫. যদি অতিরিক্ত দাঁত দাঁতের স্বাস্থ্যবিধিতে সমস্যা করে বা অন্যান্য দাঁতকে প্রভাবিত করতে শুরু করে, তাহলে যত দ্রুত সম্ভব সেগুলো অপসারণ করাই ভালো। এটি মাড়ির রোগ বা আঁকাবাঁকা দাঁতের মতো দীর্ঘস্থায়ী প্রভাব এড়াতে সাহায্য করবে।
অতিরিক্ত দাঁত হালকা অস্বস্তির কারণ হলে চিকিৎসক ব্যথার জন্য ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ওষুধ খাওয়ার পরামর্শ দিতে পারেন।
যাঁদের সাপ্লিমেন্টারি দাঁত আছে, তাঁদের অনেক ক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। দাঁত বাদে অন্য কোনো সমস্যা এড়াতে কিছু বা সব অতিরিক্ত দাঁত অপসারণ করতে হতে পারে। সাপ্লিমেন্টারি দাঁত থাকলে মুখের ব্যথা, অস্বস্তি, ফোলাভাব বা দুর্বলতার অনুভূতি সম্পর্কে চিকিৎসককে জানাতে ভুলবেন না।
ডা. পূজা সাহা, সিকদার ডেন্টাল কেয়ার,মিরপুর, ঢাকা
কিছু মানুষের হাসিতে আমরা দেখতে পাই, গেঁজ দাঁত উঁকি দিচ্ছে। অনেকের কাছে সেই হাসি আকর্ষণীয় মনে হয়। এই দাঁতগুলোকে ‘সুপারনিউমারারি দাঁত’ বলা হয়।
সুপারনিউমারারি দাঁত প্রায়ই স্থায়ী দাঁতের ক্ষেত্রে দেখা যায়। যেসব সুপারনিউমারারি দাঁতের আকৃতি এবং আকার সাধারণ দাঁতের মতো, সেগুলো ‘সাপ্লিমেন্টাল দাঁত’ নামে পরিচিত। সাপ্লিমেন্টাল দাঁত সাধারণত যে দাঁতের কাছাকাছি ওঠে, সেই আকৃতির হয়ে থাকে।
সাপ্লিমেন্টাল দাঁতের সঠিক কারণ এখনো অজানা। তবে এটি বেশ কয়েকটি বংশগত কারণের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। এগুলোর মধ্যে আছে:
গার্ডনারস সিনড্রোম: এটি একটি বিরল জেনেটিক রোগ, যা ত্বকের সিস্ট, স্কাল ও কোলন বৃদ্ধি ঘটায়।
এহলার্স-দানলোস সিনড্রোম: এটিও একটি জেনেটিক রোগ। এর কারণে জয়েন্টগুলো আলগা হয়ে সহজে স্থানচ্যুত হয়, ত্বক ক্ষতবিক্ষত হয়, স্কোলিওসিস এবং পেশি ও জয়েন্টে ব্যথা হয়।
ফ্যাব্রি রোগ: এই সিনড্রোমের কারণে ঘামতে অক্ষমতা, হাত ও পায়ে ব্যথা, ত্বকে লালচে বা নীলচে ফুসকুড়ি এবং পেটে ব্যথা হয়।
তালু ও ঠোঁটকাটা: এই জন্মগত ত্রুটির কারণে মুখের তালুতে বা ওপরের ঠোঁটে একটি ফাঁকা জায়গা তৈরি হয়। এ জন্য খেতে ও কথা বলতে সমস্যা হয় এবং কানে প্রদাহ হয়।
ক্লিডোক্রানিয়াল ডিসপ্লাসিয়া: এই অবস্থা মাথার ত্বক এবং কলার বোনের অস্বাভাবিক বিকাশ ঘটায়।
সাপ্লিমেন্টাল দাঁত নির্ণয় যেভাবে
অতিরিক্ত দাঁতটি ইতিমধ্যে বেড়ে গেলে সাপ্লিমেন্টাল দাঁত নির্ণয় করা সহজ। যদি সেই সব দাঁত সম্পূর্ণরূপে বেড়ে না-ও ওঠে, তাহলেও সেগুলো এক্স-রেতে দেখা যাবে।
সাপ্লিমেন্টাল দাঁতের চিকিৎসা
কিছু কিছু ক্ষেত্রে সাপ্লিমেন্টাল দাঁতের চিকিৎসার প্রয়োজন হয় না। আবার কিছু ক্ষেত্রে অতিরিক্ত দাঁত অপসারণের প্রয়োজন হয়ে পড়ে। আপনার ডেন্টিস্ট অতিরিক্ত দাঁত তুলে ফেলতে বলবেন যদি,
১. ঠিকমতো খাবার চিবোতে না পারেন বা চিবোনোর সময় অতিরিক্ত দাঁত মুখ কেটে ফেলে।
২. ব্যথা বা অস্বস্তি অনুভব করেন।
৩. অতিরিক্ত দাঁতের কারণে সঠিকভাবে দাঁত ব্রাশ করতে বা ফ্লস করতে কষ্ট হলে।
৪. অতিরিক্ত দাঁতের জন্য অস্বস্তি বা সৌন্দর্যের ব্যাপারে হীনম্মন্যতায় ভুগলে।
৫. যদি অতিরিক্ত দাঁত দাঁতের স্বাস্থ্যবিধিতে সমস্যা করে বা অন্যান্য দাঁতকে প্রভাবিত করতে শুরু করে, তাহলে যত দ্রুত সম্ভব সেগুলো অপসারণ করাই ভালো। এটি মাড়ির রোগ বা আঁকাবাঁকা দাঁতের মতো দীর্ঘস্থায়ী প্রভাব এড়াতে সাহায্য করবে।
অতিরিক্ত দাঁত হালকা অস্বস্তির কারণ হলে চিকিৎসক ব্যথার জন্য ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ওষুধ খাওয়ার পরামর্শ দিতে পারেন।
যাঁদের সাপ্লিমেন্টারি দাঁত আছে, তাঁদের অনেক ক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। দাঁত বাদে অন্য কোনো সমস্যা এড়াতে কিছু বা সব অতিরিক্ত দাঁত অপসারণ করতে হতে পারে। সাপ্লিমেন্টারি দাঁত থাকলে মুখের ব্যথা, অস্বস্তি, ফোলাভাব বা দুর্বলতার অনুভূতি সম্পর্কে চিকিৎসককে জানাতে ভুলবেন না।
ডা. পূজা সাহা, সিকদার ডেন্টাল কেয়ার,মিরপুর, ঢাকা
নানা কারণে ঘুম নেই, মেজাজ খিটখিটে, অতিরিক্ত রাগ আর কোনো কিছুতেই প্রশান্তি নেই। এসব কারণে ইদানীং মানসিক সমস্যার প্রকোপ দেখা যাচ্ছে। মানসিক সমস্যা মানুষেরই হয়। বিশেষ করে যুবসমাজ এ সমস্যায় ভুগছে মারাত্মকভাবে। যে কারণেই হোক না কেন, মানসিক সমস্যা রোগী নিজে বুঝতে পারে না। তাকে বলাও যায় না...
২ ঘণ্টা আগেঅফিসে বারবার ঘুম পেলে তা কাজের ওপর বড় প্রভাব ফেলে। ডেডলাইন মিস করা, কাজ জমে যাওয়া, এমনকি চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। ঘুমের সমস্যা থাকলে চিকিৎসা জরুরি। তবে কিছু বিষয় মেনে চললে কাজের সময় ঘুম পাওয়া থেকে রেহাই পেতে পারেন।
২ ঘণ্টা আগেবাতরোগ সাধারণত প্রাপ্তবয়স্কদের সমস্যা বলে বিবেচিত। কিন্তু শিশুরাও এতে আক্রান্ত হতে পারে। অনেক সময় অভিভাবকেরা ভাবেন, এই বয়সে এমন ব্যথা বা অস্বস্তি সাময়িক। কিন্তু বাস্তবতা হচ্ছে, অনেক শিশু দীর্ঘস্থায়ী বাতরোগে ভোগে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগকে বলা হয় জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রারাইটিস...
৩ ঘণ্টা আগেশরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে জ্বর বলা হয়। জ্বর আসলে কোনো রোগ নয়, রোগের উপসর্গ। ফলে জ্বর হওয়াকে শরীরের ভেতরের কোনো রোগের সতর্কবার্তা বলা যেতে পারে।
৩ ঘণ্টা আগে