Ajker Patrika

বিষমুক্তকরণ শরীরের নিয়মিত কাজ

জাকিয়া নাজনীন
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১০: ২০
বিষমুক্তকরণ শরীরের নিয়মিত কাজ

আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান থাকে। প্যারাসাইটস, পারদ, আর্সেনিক, ফাঙ্গাস, ব্যাকটেরিয়াসহ অনেক কিছু আমাদের শরীরকে বিষাক্ত করতে পারে বিভিন্নভাবে। শরীর বিষমুক্তকরণ হচ্ছে টক্সিক বা বিষাক্ত উপাদানকে শরীর থেকে অপসারণ করার প্রক্রিয়া। শরীর ডিটক্সিফিকেশন বা বিষমুক্ত করা একটি বিশদ ব্যাপার। এর দুটি গুরুত্বপূর্ণ ব্যাপারের একটি হচ্ছে না খেয়ে থাকা বা ফাস্টিং, অন্যটি  হারবাল জুস পান করা। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে না খেয়ে থাকা যায়। যেমন রাত থেকে সকালের খাবারের মধ্যকার বিরতি হওয়া উচিত ১২, ১৪ বা ১৬ ঘণ্টা। এ জন্য সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে রাতের খাবার শেষ করতে হবে।  

চায়নিজ ধারণা অনুসারে, আমাদের শরীরের বিষমুক্তকরণ শুরু হয় লিভার থেকে। এটা হচ্ছে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, যার সঙ্গে বিষমুক্তকরণ বিষয়টি জড়িত। চায়নিজ ধারণামতে, রাত ১১টা থেকে ভোররাত ৩টার মধ্যে লিভার কর্মক্ষম থাকে সবচেয়ে বেশি। সন্ধ্যায় যে খাবার খাওয়া হয় তা বিপাক হতে সময় লাগবে ৪-৫ ঘণ্টা। এরপর যে বর্জ্য তৈরি হয় তা রক্তে চলে আসে। তখন লিভার বিষাক্ত উপাদানগুলো প্রক্রিয়াজাত করতে থাকে। এ জন্য সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে রাতের খাবার খেলে লিভার তার কাজটা ঠিকমতো করতে পারে।পাকস্থলীতে খাবার থাকলে রোগ প্রতিরোধক্ষমতা সক্রিয় হয়ে ওঠে। যেসব বিষাক্ত উপাদান আছে, শরীর সেগুলো শনাক্ত করতে থাকে। এর মাধ্যমেই শুরু হয় শরীর বিষমুক্ত করার প্রক্রিয়া।

ডিটক্সিফিকেশনের সময় শরীরকে বেশি সময় দিতে হবে কাজ করতে। ঘন ঘন খেয়ে এটা করা সম্ভব নয়। না খেয়ে থাকার সময় কিছু জুস খাওয়া যেতে পারে। এই জুসগুলো ফাস্টিংয়ের সময় বা ফাস্টিংয়ের শেষে প্রথম পানীয় হিসেবেও আমরা পান করতে পারি। এই পানীয় অ্যান্টি-অক্সিডেন্ট পূর্ণ হলে শরীর বিষমুক্ত করতে বেশি সুবিধা হয়।

কী খাবেন
সকালে খালি পেটে হালকা কুসুম গরম পানিতে একটু লেবুর রস মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। এই পানীয় ছাড়াও শীত মৌসুমে বাজারে প্রচুর ভিটামিন সিসমৃদ্ধ ফল ও শাকসবজি পাওয়া যায়, যেগুলো দিয়ে জুস তৈরি করা যায়। এ ছাড়া প্রতিবেলার খাবারেও এমন কিছু খাবার রাখা যেতে পারে, যা শরীর বিষমুক্ত করতে সহায়তা করবে।
পালংশাক অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার। এর স্মুদি বা জুস করে খাওয়া যেতে পারে। এক মুঠো পালংশাক পানি দিয়ে ব্লেন্ড করে খাওয়া যেতে পারে। যাঁরা না খেয়ে থাকতে পারেন না, তাঁরা সকালের নাশতায় স্মুদি খেতে পারেন। পালংশাক, আদা, কলা, বাদাম ব্লেন্ড করে স্মুদি বানানো যায়। শীতকালে প্রায় সবাই পানি কম পান করেন। পর্যাপ্ত পানি পান করলে শরীর পরিশোধিত হয়, এ কথা মনে রাখা জরুরি। 

লেখক: নিউট্রিশনিস্ট ও হোলস্টিক লাইফস্টাইল মোডিফায়ার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণ শোধ না করে মরলে উল্টো ১০ হাজার দেব—পরদিন গৃহবধূর ঝুলন্ত লাশ

নেছারাবাদে জামায়াতের ফরম পূরণ আওয়ামী লীগ নেতার

আমেরিকার বিরুদ্ধে লড়তে ৩০ লাখের হাতে অস্ত্র, ৪৫ লাখকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছেন মাদুরো

নির্বাচনে মধ্যপন্থীদের জয়, প্রথম সমকামী প্রধানমন্ত্রী পাচ্ছে নেদারল্যান্ডস

স্থলমাইন বিস্ফোরণে দুই পা উড়ে যাওয়া সেই বিজিবি সদস্য মারা গেছেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ