অনলাইন ডেস্ক
করোনায় সংক্রমিত হওয়ার ছয় মাস পরেও গুরুতরভাবে রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকে। এই ঝুঁকি হালকা উপসর্গ থাকা করোনায় আক্রান্তদেরও রয়েছে। আজ বৃহস্পতিবার ব্রিটিশ চিকিৎসাবিষয়ক সাময়িকী বিএমজেতে প্রকাশিত এক গবেষণায় এমনটি বলা হয়েছে।
গবেষণাটিতে সুইডেনের জাতীয় রেজিস্ট্রি থেকে প্রায় ১০ লাখ করোনা আক্রান্ত ব্যক্তির তথ্য নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তিরা ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে সংক্রমিত হয়।
গবেষণায় দেখা যায়, করোনায় সংক্রমিত হওয়ার ছয় মাস পরেও ফুসফুসে রক্ত জমাট বাঁধতে পারে। এ ছাড়া করোনায় আক্রান্ত হওয়ার তিন মাস পর ভেনাস থ্রম্বোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এতে সাধারণত পায়ে রক্ত জমাট বাঁধে।
গবেষণায় আরও দেখা যায়, করোনায় সংক্রমিত ব্যক্তিদের ফুসফুসে রক্ত জমাট বাঁধার ঝুঁকি ৩৩ গুণ বেশি। আর ভেনাস থ্রম্বোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫ গুণ বেশি।
গবেষকেরা বলছেন, করোনায় যাঁরা গুরুতর উপসর্গে ভুগছিলেন বা করোনা আক্রান্ত যেসব ব্যক্তি আগের থেকেই হাঁপানি, ডায়াবেটিস বা ক্যানসারের মতো রোগে ভুগছিলেন, তাদের রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেশি ছিল। পাশাপাশি যাঁরা হালকা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হননি, তাঁরাও রক্ত জমাট বাঁধার ঝুঁকিতে ছিলেন।
গবেষণায় বলা হয়, করোনার প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউয়ে করোনায় আক্রান্তদের রক্ত জমাট বাঁধার ঝুঁকি কম ছিল। গবেষকেরা বলছেন, টিকা এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালো চিকিৎসার কারণে এই ঝুঁকি কমে গেছে।
এই গবেষণায় জড়িত না থাকলেও গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি প্রবন্ধে বলেছেন, গবেষণাটি হালকা উপসর্গের করোনার জটিলতার বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়।
করোনায় সংক্রমিত হওয়ার ছয় মাস পরেও গুরুতরভাবে রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকে। এই ঝুঁকি হালকা উপসর্গ থাকা করোনায় আক্রান্তদেরও রয়েছে। আজ বৃহস্পতিবার ব্রিটিশ চিকিৎসাবিষয়ক সাময়িকী বিএমজেতে প্রকাশিত এক গবেষণায় এমনটি বলা হয়েছে।
গবেষণাটিতে সুইডেনের জাতীয় রেজিস্ট্রি থেকে প্রায় ১০ লাখ করোনা আক্রান্ত ব্যক্তির তথ্য নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তিরা ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে সংক্রমিত হয়।
গবেষণায় দেখা যায়, করোনায় সংক্রমিত হওয়ার ছয় মাস পরেও ফুসফুসে রক্ত জমাট বাঁধতে পারে। এ ছাড়া করোনায় আক্রান্ত হওয়ার তিন মাস পর ভেনাস থ্রম্বোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এতে সাধারণত পায়ে রক্ত জমাট বাঁধে।
গবেষণায় আরও দেখা যায়, করোনায় সংক্রমিত ব্যক্তিদের ফুসফুসে রক্ত জমাট বাঁধার ঝুঁকি ৩৩ গুণ বেশি। আর ভেনাস থ্রম্বোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫ গুণ বেশি।
গবেষকেরা বলছেন, করোনায় যাঁরা গুরুতর উপসর্গে ভুগছিলেন বা করোনা আক্রান্ত যেসব ব্যক্তি আগের থেকেই হাঁপানি, ডায়াবেটিস বা ক্যানসারের মতো রোগে ভুগছিলেন, তাদের রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেশি ছিল। পাশাপাশি যাঁরা হালকা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হননি, তাঁরাও রক্ত জমাট বাঁধার ঝুঁকিতে ছিলেন।
গবেষণায় বলা হয়, করোনার প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউয়ে করোনায় আক্রান্তদের রক্ত জমাট বাঁধার ঝুঁকি কম ছিল। গবেষকেরা বলছেন, টিকা এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালো চিকিৎসার কারণে এই ঝুঁকি কমে গেছে।
এই গবেষণায় জড়িত না থাকলেও গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি প্রবন্ধে বলেছেন, গবেষণাটি হালকা উপসর্গের করোনার জটিলতার বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুখী থাইরয়েড এবং ব্লাড সুগার সমস্যা সমাধানের মাধ্যমে নারীদের সুস্থতা বজায় রাখার জন্য একটি বিশেষ স্বাস্থ্য প্যাকেজ চালু করেছে। থাইরয়েড, হরমোনের ভারসাম্যহীনতা এবং ব্লাড সুগার ওঠানামা একজন নারীর প্রজনন স্বাস্থ্য, শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার উপর উল্লেখযোগ্যভাবে...
১০ ঘণ্টা আগেবিশ্বজুড়ে রক্তের ঘাটতি এবং নিরাপদ রক্ত সঞ্চালনের প্রয়োজনীয়তার কারণে বিজ্ঞানীরা কৃত্রিম রক্ত উৎপাদনের পথে এগিয়ে চলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি বছর লাখ লাখ মানুষ পর্যাপ্ত রক্তের অভাবে মারা যান। রক্ত শরীরে অক্সিজেন সরবরাহ করে এবং বর্জ্য অপসারণসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করে।
১ দিন আগেক্যানসার শরীরের এক জায়গায় থাকলে চিকিৎসকেরা অস্ত্রোপচার বা অন্য উপায়ে সেটি সরিয়ে ফেলতে পারেন। কিন্তু সমস্যা হয় যখন ক্যানসার কোষ রক্তপ্রবাহে ঢুকে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এতে মেটাস্ট্যাটিক (ছড়িয়ে পড়া) টিউমার তৈরি হয়, যা নিয়ন্ত্রণ করা কঠিন। তাই দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন
১ দিন আগেচোখের রোগ নারী–পুরুষ সবারই হতে পারে। তবে চোখ সম্পর্কিত কিছু রোগ নারীদের বেশি হওয়ার ঝুঁকি থাকে। হরমোনের পরিবর্তন, বয়স এবং জীবনযাপন প্রণালির কারণে এ ঘটনা ঘটতে পারে। সাধারণত নারীদের মধ্যে যেসব চোখের সমস্যা বেশি দেখা যায় সেগুলোর মধ্যে আছে শুষ্ক চোখ, গ্লকোমা, ক্যাটারেক্ট ইত্যাদি।
২ দিন আগে