Ajker Patrika

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৮

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি এআই দিয়ে তৈরি
প্রতীকী ছবি এআই দিয়ে তৈরি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় কারও মৃত্যু হয়নি।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছেন আটজন।

এর আগে, ২ জুলাই ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এদিন একজনের মৃত্যু হয়েছিল।

চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১৩ জন নারী। চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় আটজন, চট্টগ্রামে ১০, খুলনায় তিন এবং সিলেটের দুজন আছে। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৭৬ জনের নমুনা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৬১৭ জন। করোনাভাইরাসে শুরু থেকে আজ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৬২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত