Ajker Patrika

কোন রোগে ভুগবেন, জানতে চান

ফিচার ডেস্ক
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিভিন্ন সময় আমরা নানা রোগে আক্রান্ত হই। তারপর সে রোগের চিকিৎসা করাই। কিন্তু আমরা কোন ধরনের রোগে আক্রান্ত হতে যাচ্ছি, সেটি যদি আগে থেকে জানা যেত, তাহলে কেমন হতো?

ঠিক এমনটাই ভেবেছিলেন যুক্তরাষ্ট্রের কিয়ান সাদেগি। শুধু ভাবনাতেই তিনি সীমাবদ্ধ থাকলেন না; তৈরি করলেন নিউক্লিয়াস জিনোমিকস নামে নিজের স্টার্টআপ। এই জেনেটিক টেস্টিং প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ২০২১ সালে। নিউইয়র্কভিত্তিক স্টার্টআপ নিউক্লিয়াস জিনোমিকস মূলত একটি বায়োমেডিকেল গবেষণাপ্রতিষ্ঠান। এটি জেনেটিক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রয়োগের মাধ্যমে চিকিৎসা, স্বাস্থ্য ও জীববিজ্ঞানের নানান দিক উন্নত করার লক্ষ্যে কাজ করে।

নিউক্লিয়াস প্রতিষ্ঠাতা কিয়ান সাদেগির কাছে এই উদ্যোগ ব্যক্তিগতভাবে খুব গুরুত্বপূর্ণ। ২০০৫ সালে তাঁর ১৬ বছর বয়সী এক আত্মীয় হঠাৎ মারা যায়। চিকিৎসকেরা ধারণা করেছিলেন, তার দীর্ঘ কিউটি সিনড্রোম নামক একটি বিরল হৃদ্‌রোগ ছিল। সাদেগি বলেন, ‘যদি তখন আমাদের কাছে এমন একটি স্বাস্থ্য প্ল্যাটফর্ম থাকত, যা আমাদের জেনেটিক তথ্য দিয়ে স্বাস্থ্যঝুঁকি বুঝতে সাহায্য করত; তাহলে হয়তো আমরা তাকে বাঁচাতে পারতাম।’

এমন অভিজ্ঞতা থেকেই নিউক্লিয়াস প্রতিষ্ঠার চিন্তা মাথায় আসে কিয়ানের। তিনি একধরনের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, যা মানুষের জিনগত প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে এবং স্বাস্থ্য বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এ জন্য তিনি বিভিন্ন শাখার বিজ্ঞানী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও অন্যান্য পেশাদারের একটি দল তৈরি করেন। ২০২২ সালে নিউক্লিয়াস ১৮ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছিল।

কাজের পদ্ধতি

নিউক্লিয়াস জিনোমিকস তাদের গবেষণার মূল ভিত্তি হিসেবে ডিএনএ সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করে। জেনেটিক ডেটা বিশ্লেষণের জন্য তারা অত্যাধুনিক বায়োইনফরমেটিকস সফটওয়্যার এবং অ্যালগরিদম ব্যবহার করে। এসব প্রযুক্তির মাধ্যমে বিশাল পরিমাণে জেনেটিক ডেটা দ্রুত এবং সঠিকভাবে বিশ্লেষণ করা যায়। নিউক্লিয়াস জিনোমিকস বিভিন্ন জেনেটিক প্রোফাইল তৈরি করে ব্যক্তিভিত্তিক চিকিৎসাব্যবস্থা তৈরিতে সহায়ক।

নিউক্লিয়াস জিনোমিকস প্রতিষ্ঠার পর থেকে বায়োটেকনোলজি শিল্পে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে। তারা বৃহত্তর রিসার্চ কমিউনিটি এবং চিকিৎসার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করে চলছে। তা ছাড়া প্রতিষ্ঠানটি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তাদের কাজ প্রদর্শন করছে। নিউক্লিয়াস জিনোমিকস বায়োটেকনোলজি এবং জেনেটিক রিসার্চের ক্ষেত্রে একটি অত্যাধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ভবিষ্যতে তাদের কাজের মাধ্যমে নতুন চিকিৎসাব্যবস্থা, রোগনির্ণয়ের পদ্ধতি আরও দ্রুত এবং সঠিক হবে। তাদের গবেষণা ভবিষ্যতের চিকিৎসাব্যবস্থাকে আরও উন্নত করতে সাহায্য করবে। এ ছাড়া মানবজাতির জন্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত সুফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: টেকক্রাঞ্চ

বিভিন্ন সময় আমরা নানা রোগে আক্রান্ত হই। তারপর সে রোগের চিকিৎসা করাই। কিন্তু আমরা কোন ধরনের রোগে আক্রান্ত হতে যাচ্ছি, সেটি যদি আগে থেকে জানা যেত, তাহলে কেমন হতো?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত