Ajker Patrika

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৫

অনলাইন ডেস্ক
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীরা। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীরা। ছবি: আজকের পত্রিকা

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজন পুরুষের (৪০) মৃত্যু হয়েছে। আর নতুন করে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন বরিশালের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছে।

এ ছাড়া ঢাকা বিভাগে ৪৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশন বাদে) পাঁচজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশন বাদে) ২৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশন বাদে) তিনজন, সিলেট বিভাগে (সিটি করপোরেশন বাদে) দুইজন ভর্তি হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন ও জুন মাসে ১৯ এবং জুলাই মাসে তিনজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ডেঙ্গুতে মারা যাওয়া রোগী রাজধানীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

চলতি বছর এখন পর্যন্ত ১১ হাজার ৪৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১০ হাজার ৮২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাসাপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৪১ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত