Ajker Patrika

কণ্ঠস্বর জানাবে ডায়াবেটিসের তথ্য

কুহেলী রহমান
কণ্ঠস্বর জানাবে ডায়াবেটিসের তথ্য

সর্বশেষ পরিসংখ্যান ও তথ্য জানাচ্ছে, ২০২১ সালে ৫৩ দশমিক ৭ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন পৃথিবীতে। ২০৩০ সালের মধ্যে এ রোগে আক্রান্তের সংখ্যা ৬৪ দশমিক ৩ কোটিতে এবং ২০৪৫ সালে ৭৮ দশমিক ৩ কোটিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং দুজন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত হন! বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি জানিয়েছে, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন। পুরো বিশ্বে এ রোগে বাংলাদেশের অবস্থান অষ্টম। আগামী চার বছরে এ সংখ্যা দ্বিগুণ হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সে হিসাবে দেশের চারটি অসংক্রামক রোগের অন্যতম এই ডায়াবেটিস রোগীর সংখ্যা ২০২৫ সালের মধ্যে দেড় কোটি ছাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডায়াবেটিসে আক্রান্ত অথচ কোনো ধরনের উপসর্গ নেই দেশের ৬০ শতাংশ মানুষের মধ্যে। আর আক্রান্ত মানুষের মধ্যে মাত্র ২০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, বাকি ৮০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন।

আজকাল প্রায় প্রত্যেক ব্যক্তির মধ্যে সচেতনতা বেড়েছে। প্রায় প্রতি বাড়িতেই ডায়াবেটিস পরীক্ষার ডিজিটাল কিট দেখা যায়। তবে এবার তার থেকেও সহজতর উপায় বের করেছে মার্কিন স্বাস্থ্য সংস্থা মায়ো ক্লিনিক। প্রতিষ্ঠানটি এ জন্য একটি এআই অ্যাপ তৈরি করেছে। রোগীদের রেকর্ড করা কণ্ঠ শুনে সে অ্যাপ বলে দিতে পারে, কার ডায়াবেটিস আছে, কার নেই। এমনকি ডায়াবেটিসের মাত্রা কত, সে সম্পর্কেও ধারণা দিতে পারে এটি। অ্যাপটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এটি সম্পূর্ণ সফল হলে ডায়াবেটিস নির্ণয় ও নিয়ন্ত্রণ আরও সহজ হবে।

সম্প্রতি মায়ো ক্লিনিকের পৃষ্ঠপোষকতায় ভারতের ২৬৭ জন রোগীকে নিয়ে গবেষণা চালানো হয়। তাদের কণ্ঠ রেকর্ড করা হয় এই স্মার্টফোন অ্যাপের সাহায্যে। এ জন্য নির্দিষ্ট একটি বাক্য দিনে ছয়বার করে রেকর্ড করা হয় দুই সপ্তাহ ধরে। এতে ১৮ হাজার ৪৬৪টি রেকর্ড জমা পড়ে। সেই রেকর্ডগুলো বিশ্লেষণ করে অ্যাপটি কণ্ঠের মালিকের টাইপ-২ ডায়াবেটিস আছে কি নেই, তা নির্ণয় করতে পারে। এ পরীক্ষায় খুব সফলভাবে ডায়াবেটিক ও নন-ডায়াবেটিক কণ্ঠ চিহ্নিত করা হয়েছে। 

সূত্র: নিউইয়র্ক পোস্ট, ডেইলি মেইল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত