মো. ইকবাল হোসেন
যা খেলে পেট ভরে, তাই-ই খাবার হিসেবে বিবেচিত হলেও খাবার খাওয়ার কিছু উদ্দেশ্য আছে। প্রধান উদ্দেশ্য, শরীরের পুষ্টির চাহিদা পূরণ করা। আর সুষম খাবার হিসেবে বিবেচিত হতে গেলে তাতে থাকতে হবে প্রধান ৬টি খাদ্য উপাদান। আমাদের সারা দিনের শক্তির জোগান আসে খাবার থেকে।
কিন্তু দীর্ঘদিন ধরে চলমান করোনা মহামারির কারণে অনেকের ক্রয়ক্ষমতা কমে গেছে। সঙ্গে যুক্ত হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এ অবস্থায় কীভাবে খুব সহজে খাবার সুষম করা যেতে পারে, জেনে নিন।
সকালের খাবার
সকালের নাশতায় আটার রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে সবজি রাখুন। সঙ্গে মাঝারি ঘন ডাল। তাহলে পুষ্টির চাহিদা অনেকখানি মিটে যাবে। ডিম, মাংস বা মাছের মতোই ডালও প্রোটিনজাতীয় খাবার।
দুপুরের আগে
সকাল আর দুপুরের মাঝামাঝি সময়ে মুড়ি, খই, পপকর্ন, চিড়া ভাজা, সবজি, নুডলস, বিস্কুট, পাউরুটি এমন যেকোনো একটি খাবার খাওয়া যেতে পারে। সঙ্গে যেকোনো একটি মিষ্টি ফল খেতে পারেন। কলা, মিষ্টি বরই, আম, কাঁঠাল, পাকা পেয়ারা, আনারস, তরমুজ, আপেল, কমলা, মাল্টা বা যেকোনো মৌসুমি ফল, যেটা আপনার সাধ্যের মধ্যে থাকে।
দুপুরের খাবার
দুপুরের খাবারে আপনি ভাতের সঙ্গে শাকসবজি, মাছ, মাংস, ডাল এগুলো খাবেন। তবে মাছ-মাংস খেতে না পারলে এমন কিছু সবজি রাখুন দুপুরের খাবারের তালিকায়, যেগুলো সবজির পাশাপাশি আপনার প্রোটিনের চাহিদাও পূরণ করবে। যেমন বিচিসহ শিম রান্না করে খেলে শিমের বিচি থেকে প্রোটিনের চাহিদা পূরণ হবে আর খোসা থেকে সবজির পুষ্টিগুণ পাবেন। সঙ্গে একটু পাতলা ডাল থাকলেই হবে। অথবা আপনি অন্য যে সবজি খাবেন তার মধ্যে একটু শিমের বিচি বা মটরশুঁটি দিয়ে রান্না করুন। যদি এটাও সম্ভব না হয়, তাহলে যেকোনো শাকসবজির সঙ্গে আপনি ডাল ঘন খেতে পারেন। এতেও আপনার খাবার মোটামুটি সুষম খাবার বা ব্যালান্স ডায়েট হবে।
বিকেলের খাবার
বিকেলে দুধ বা দুধের তৈরি খাবার খাওয়া যাবে। সেটা সম্ভব না হলে বাদাম বা বুট ভাজা বা শিমের বিচি ভাজা বা মটরশুঁটি খেতে পারেন।
রাতের খাবার
রাতের খাবার আপনি সকালের নাশতা বা দুপুরের খাবারের মতো করে সাজাতে পারেন। এভাবে খেলেই আপনি আপনার শরীরের সারা দিনের পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন।
সতর্কতা ও পরামর্শ
লেখক: পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
যা খেলে পেট ভরে, তাই-ই খাবার হিসেবে বিবেচিত হলেও খাবার খাওয়ার কিছু উদ্দেশ্য আছে। প্রধান উদ্দেশ্য, শরীরের পুষ্টির চাহিদা পূরণ করা। আর সুষম খাবার হিসেবে বিবেচিত হতে গেলে তাতে থাকতে হবে প্রধান ৬টি খাদ্য উপাদান। আমাদের সারা দিনের শক্তির জোগান আসে খাবার থেকে।
কিন্তু দীর্ঘদিন ধরে চলমান করোনা মহামারির কারণে অনেকের ক্রয়ক্ষমতা কমে গেছে। সঙ্গে যুক্ত হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এ অবস্থায় কীভাবে খুব সহজে খাবার সুষম করা যেতে পারে, জেনে নিন।
সকালের খাবার
সকালের নাশতায় আটার রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে সবজি রাখুন। সঙ্গে মাঝারি ঘন ডাল। তাহলে পুষ্টির চাহিদা অনেকখানি মিটে যাবে। ডিম, মাংস বা মাছের মতোই ডালও প্রোটিনজাতীয় খাবার।
দুপুরের আগে
সকাল আর দুপুরের মাঝামাঝি সময়ে মুড়ি, খই, পপকর্ন, চিড়া ভাজা, সবজি, নুডলস, বিস্কুট, পাউরুটি এমন যেকোনো একটি খাবার খাওয়া যেতে পারে। সঙ্গে যেকোনো একটি মিষ্টি ফল খেতে পারেন। কলা, মিষ্টি বরই, আম, কাঁঠাল, পাকা পেয়ারা, আনারস, তরমুজ, আপেল, কমলা, মাল্টা বা যেকোনো মৌসুমি ফল, যেটা আপনার সাধ্যের মধ্যে থাকে।
দুপুরের খাবার
দুপুরের খাবারে আপনি ভাতের সঙ্গে শাকসবজি, মাছ, মাংস, ডাল এগুলো খাবেন। তবে মাছ-মাংস খেতে না পারলে এমন কিছু সবজি রাখুন দুপুরের খাবারের তালিকায়, যেগুলো সবজির পাশাপাশি আপনার প্রোটিনের চাহিদাও পূরণ করবে। যেমন বিচিসহ শিম রান্না করে খেলে শিমের বিচি থেকে প্রোটিনের চাহিদা পূরণ হবে আর খোসা থেকে সবজির পুষ্টিগুণ পাবেন। সঙ্গে একটু পাতলা ডাল থাকলেই হবে। অথবা আপনি অন্য যে সবজি খাবেন তার মধ্যে একটু শিমের বিচি বা মটরশুঁটি দিয়ে রান্না করুন। যদি এটাও সম্ভব না হয়, তাহলে যেকোনো শাকসবজির সঙ্গে আপনি ডাল ঘন খেতে পারেন। এতেও আপনার খাবার মোটামুটি সুষম খাবার বা ব্যালান্স ডায়েট হবে।
বিকেলের খাবার
বিকেলে দুধ বা দুধের তৈরি খাবার খাওয়া যাবে। সেটা সম্ভব না হলে বাদাম বা বুট ভাজা বা শিমের বিচি ভাজা বা মটরশুঁটি খেতে পারেন।
রাতের খাবার
রাতের খাবার আপনি সকালের নাশতা বা দুপুরের খাবারের মতো করে সাজাতে পারেন। এভাবে খেলেই আপনি আপনার শরীরের সারা দিনের পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন।
সতর্কতা ও পরামর্শ
লেখক: পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
ডেঙ্গুতে আক্রান্ত আরও ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তারা ভর্তি হয়েছে। তবে এ সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য...
৮ ঘণ্টা আগেগরিব রোগীদের অনর্থক টেস্ট না দেওয়ার আহ্বান জানিয়ে চিকিৎসকদের উদ্দেশে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রোগের কথা ভালোভাবে না শুনেই অনেক চিকিৎসক অনর্থক ১৪-১৫টি পরীক্ষা দেন। গরিব রোগীদের প্রতি এই অত্যাচার বন্ধ করুন।
৮ ঘণ্টা আগেবাংলাদেশে চিকিৎসকদের পরামর্শপত্রে অপ্রয়োজনীয় রোগ নির্ণয়ের পরীক্ষা দেওয়ার চর্চার কড়া সমালোচনা করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। অনর্থক টেস্ট না দিতে এবং মধ্যস্বত্বভোগীর ভূমিকা না নিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক
৯ ঘণ্টা আগেসরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ব্যবস্থাপক ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, স্বাস্থ্য সহকারীদের আন্দোলন চলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে দেরি হয়েছে। তাই টিকাদান কর্মসূচি পিছিয়ে ১২ অক্টোবর ঠিক করা হয়েছে। গত বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল রোববার নতুন এই সিদ্ধান্ত জানা
১১ ঘণ্টা আগে