Ajker Patrika

জরায়ুমুখ ক্যানসার হ্রাসে এইচপিভি টিকা প্রায় ৯০% কার্যকর: গবেষণা

জরায়ুমুখ ক্যানসার হ্রাসে এইচপিভি টিকা প্রায় ৯০% কার্যকর: গবেষণা

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি’র টিকা জরায়ুমুখ ক্যানসার (সার্ভিক্যাল ক্যানসার) প্রায় ৯০ শতাংশ কমায় বলে এক গবেষণায় উঠে এসেছে। যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা এবং সচেতনতা বিষয়ক দাতব্য প্রতিষ্ঠান ক্যানসার রিসার্চ ইউকে'র করা গবেষণাটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ক্যানসার রিসার্চ ইউকে বলছে, এই গবেষণার ফল ‘ঐতিহাসিক’। এই টিকা জীবন বাঁচাচ্ছে। প্রায় সব ধরনের জরায়ুমুখ ক্যানসার বিভিন্ন ধরনের ভাইরাস থেকে হয়ে থাকে। আশা করা যাচ্ছে, টিকার মাধ্যমে রোগ প্রায় নির্মূল করা সম্ভব। 

গবেষণায় দেখা গেছে, যাদের টিকা দেওয়া হয়েছিল, তাদের জরায়ুর টিস্যুর পরীক্ষার প্রয়োজন অনেক কম হতো। যুক্তরাজ্যের ১১ থেকে ১৩ বছর বয়সী মেয়ে শিশুদের এইচপিভি টিকা দেওয়া হয়েছিল। বিভিন্ন অঞ্চলে বসবাসের ওপর ভিত্তি করে টিকা দেওয়া হয়। যুক্তরাজ্যে ছেলে শিশুদেরও এই ভ্যাকসিন দেওয়া হয়। 

গবেষণায় দেখা যায়, টিকা প্রয়োগের ফলে প্রাক-ক্যানসারের বৃদ্ধি এবং জরায়ুমুখ ক্যানসার প্রায় ৮৭ শতাংশ কমে যায়। কিং কলেজ লন্ডনের গবেষক অধ্যাপক পিটার সাসিয়েনি বলেছেন, ‘টিকার প্রভাব বিশাল।’ 

এইচপিভি প্রোগ্রামে অংশ নেওয়াদের মধ্যে প্রায় সাড়ে ৪০০ ক্যানসার এবং ১৭ হাজার ২০০ প্রাক-ক্যানসার প্রতিরোধ করা সম্ভব হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি বছর তিন লাখের বেশি নারী মারা যায়। বেশির ভাগ মৃত্যুই হয় নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে। আশা করা যাচ্ছে, ওই দেশগুলোতে টিকার বড় একটি প্রভাব পড়বে। জরায়ুমুখ ক্যানসার নির্মূল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনার অংশ হিসেবে ১০০ টিরও বেশি দেশ ভ্যাকসিন ব্যবহার শুরু করেছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত