Ajker Patrika

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে। ছবি: আজকের পত্রিকা

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজন চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ৩৯৫ জন ডেঙ্গু রোগী সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছে।

ডেঙ্গু বিষয়ক হালনাগাদকৃত তথ্যে আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২২ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে। আর মারা গেছে ৮৬ জন। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজন রোগী বরিশাল ও চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁরা দুজনই পুরুষ।

সর্বশেষ ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৮৪ জন, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, খুলনা বিভাগে ৫৬ জন, বরিশাল বিভাগে ৫৮ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৩৫ জন রোগী।

সরকারের পরিসংখ্যান বলছে, চলতি বছর জানুয়ারিতে থেকে আজ পর্যন্ত ডেঙ্গু রোগীর সবচেয়ে মৃত্যু হয়েছে জুলাই মাসে। ওই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন এবং জুনে ১৯ জনের মৃত্যু হয়েছে। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। আর আগস্টের প্রথম চার দিনে মারা গেছেন ৩ জন।

অন্যদিকে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে গত মাসে। মাসটিতে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন এবং জুনে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৫১ জন রোগী। আর আগস্টের প্রথম চার দিনে হাসপাতালে এসেছেন ১ হাজার ৮৫ ডেঙ্গু রোগী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত