অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন থেকে সুরক্ষা পেতে করোনা টিকার অতিরিক্ত ডোজ লাগবে কি না, তা এখনো নিশ্চিত নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বৃহস্পতিবার জেনেভায় ডব্লিউএইচও সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থার ভ্যাকসিন বিভাগের প্রধান কেট ও’ব্রায়েন।
এ সময় করোনার রূপান্তরিত ধরন ওমিক্রন ঠেকাতে উন্নত দেশগুলোকে অতিরিক্ত টিকা মজুত করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বিভাগের প্রধান কেট ও’ব্রায়েন বলেন, `বলা হচ্ছে, করোনা টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে পারে। এ বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের উদ্বেগের কারণ হলো, ধনী দেশগুলো নিজেদের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে যদি ফের টিকা মজুত করা শুরু করে, তাহলে বিশ্বজুড়ে টিকার বণ্টন ও সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’
গত মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক জানিয়েছে, তাদের টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে সক্ষম।
কেট ও’ব্রায়েন বলেন, প্রাথমিক তথ্য পরীক্ষা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি হতে পারে যে অতিরিক্ত ডোজগুলো ওমিক্রনের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা দেয়। তবে এটি জোর দিয়েছিল বলার সময় আসেনি।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বিভাগের পরিচালক জানান, বিভিন্ন প্রতিকূলতার কারণে এত দিন কোভ্যাক্সের মাধ্যমে দরিদ্র দেশগুলোতে নিয়মিতভাবে টিকা পাঠানো যায়নি। গত দুই মাস ধরে দরিদ্র দেশগুলোতে টিকার ডোজ পাঠানো কিছুটা নিয়মিত হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের এই সরবরাহ অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত এই বিশ্ব মহামারিমুক্ত না হচ্ছে, ততক্ষণ আমরা কেউই নিরাপদ নই।’
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন থেকে সুরক্ষা পেতে করোনা টিকার অতিরিক্ত ডোজ লাগবে কি না, তা এখনো নিশ্চিত নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বৃহস্পতিবার জেনেভায় ডব্লিউএইচও সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থার ভ্যাকসিন বিভাগের প্রধান কেট ও’ব্রায়েন।
এ সময় করোনার রূপান্তরিত ধরন ওমিক্রন ঠেকাতে উন্নত দেশগুলোকে অতিরিক্ত টিকা মজুত করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বিভাগের প্রধান কেট ও’ব্রায়েন বলেন, `বলা হচ্ছে, করোনা টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে পারে। এ বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের উদ্বেগের কারণ হলো, ধনী দেশগুলো নিজেদের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে যদি ফের টিকা মজুত করা শুরু করে, তাহলে বিশ্বজুড়ে টিকার বণ্টন ও সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’
গত মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক জানিয়েছে, তাদের টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে সক্ষম।
কেট ও’ব্রায়েন বলেন, প্রাথমিক তথ্য পরীক্ষা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি হতে পারে যে অতিরিক্ত ডোজগুলো ওমিক্রনের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা দেয়। তবে এটি জোর দিয়েছিল বলার সময় আসেনি।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বিভাগের পরিচালক জানান, বিভিন্ন প্রতিকূলতার কারণে এত দিন কোভ্যাক্সের মাধ্যমে দরিদ্র দেশগুলোতে নিয়মিতভাবে টিকা পাঠানো যায়নি। গত দুই মাস ধরে দরিদ্র দেশগুলোতে টিকার ডোজ পাঠানো কিছুটা নিয়মিত হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের এই সরবরাহ অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত এই বিশ্ব মহামারিমুক্ত না হচ্ছে, ততক্ষণ আমরা কেউই নিরাপদ নই।’
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সারা দেশে হাসপাতালগুলোয় জরুরি বিভাগ ও লেবার রুম, ইমার্জেন্সি ওটি, ল্যাব সার্বক্ষণিক চালু রাখাসহ ১৬ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় জরুরি বিভাগে প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসক পদায়ন করে হলেও সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে বলা
১৩ ঘণ্টা আগেপরিবারের শিশুটির জন্য খাবার বাছাইয়ের ক্ষেত্রে তাজা ফল, সবজি, মাছসহ স্বাস্থ্যকর খাবার বাছাই করা হয়ে থাকে। সে অনুযায়ী, পরিবারের শিশু সদস্যটি কী ধরনের পানীয় গ্রহণ করছে, সেদিকে খেয়াল রাখছেন তো? অনেকেই শিশু-কিশোরদের পানীয় গ্রহণের পরিমাণে বা কী ধরনের পানীয় গ্রহণ করা ক্ষতিকর সে বিষয়টি লক্ষ্য রাখেন না।
৪ দিন আগেবাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ কিডনি রোগে আক্রান্ত। এই সংখ্যা ২ কোটির বেশি। প্রতিবছর তা বেড়েই চলেছে। কিডনি রোগীরা রোজা রাখতে চাইলে তাঁদের অবশ্যই চিকিৎসকের অনুমতি নেওয়া সাপেক্ষে রোজা রাখতে হবে। রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শে আপনার খাদ্যতালিকা সাজাবেন।
৪ দিন আগেকিডনি রোগীদের একটি সাধারণ জিজ্ঞাসা, তাঁরা রোজা রাখতে সক্ষম কি না। একজন কিডনি রোগী রোজা পালন করতে পারবেন কি না, তা নির্ভর করে তাঁর সার্বিক শারীরিক সুস্থতা ও কিডনির কার্যক্ষমতার ওপর। ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি স্টেজ ১ থেকে ৫ পর্যন্ত পাঁচ ভাগে বিভক্ত। এর শেষ ধাপ ইন্ড স্টেজ রেনাল ডিজিজ বা ইএসআরডি।
৪ দিন আগে