অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
আমরা যখন ছোট, তখন শুনেছি বড়দের কাছে, ‘বিড়ালাক্ষী মধু মক্ষী মুখে গন্ধ ছোটে’। নীল নয়না সেসব সাদা মেম পছন্দ ছিল না কারও। কিন্তু ভয়ে কিছু বলার উপায় নেই। অনুমান করা হতো, তাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ভালো নয়–এরা মুখ ধোয় না, স্নান করে না।
যা হোক, মুখে বদ গন্ধ লোকসমাজে খুব অপ্রীতিকর আর এর কারণ সব সময় স্বাস্থ্যবিধি না মানা, তা-ও নয়। লুকিয়ে থাকা অন্তর্গত অসুখের কারণেও হতে পারে মুখে গন্ধ। এমন নয়টি স্বাস্থ্য-সমস্যা হতে পারে কারণ।
বুক জ্বালায় টক গন্ধ
যদি থাকে টক গন্ধ, তাহলে তা হতে পারে অম্ল রস গলায় উঠে যাওয়ার জন্য। এ জন্য খাবারে আনতে হবে পরিবর্তন। এ অবস্থায় পেঁয়াজ, রসুন, ঝাল মসলাদার খাবার ও মদ্যপান বাদ দিলে লাভ হয়।
মাড়ির রোগ ও দাঁত পচা গন্ধ
দাঁত পচলে এর ইঙ্গিত পাওয়া যাবে গন্ধে। দাঁতের চিকিৎসকের কাছে যাবেন অবশ্যই। জিঞ্জিভাইটিস আর পেরিঅডনটাইটিস দাঁত আর মাড়ির এমন দুটো প্রদাহের দ্রুত চিকিৎসা দরকার। নইলে গন্ধ বাড়তেই থাকবে।
পাকস্থলীতে ক্যানসার
ক্যানসারের জন্য হতে পারে ধাতব গন্ধ। তবে কিছু ওষুধের জন্যও এমন হয়। ফলদ গন্ধে ডায়াবেটিস এমন গন্ধ নির্দেশ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আর খুব উচ্চমাত্রার সুগার, যা জরুরি অবস্থা। অবিলম্বে চিকিৎসক দেখাতে হবে।
পচা গন্ধে ফুসফুসের ক্যানসার
মুখে এমন গন্ধ হলে অবিলম্বে চিকিৎসক দেখানো দরকার।
হতে পারে ফুসফুসে ক্যানসারের কারণে এমন গন্ধ।
মেছো গন্ধে কিডনি বিকল
শ্বাস ছাড়ার সময় মেছো গন্ধ হলে কিডনির অসুখের কারণে হতে পারে। তাই চিকিৎসক দেখাতে হবে চট জলদি।
টক দুধের গন্ধে ল্যাকটোজ অসহনীয়
অনেকের পেটে দুধ সহ্য হয় না। দুধের শর্করা ভাঙার এনজাইম অনেকের থাকে না। এ জন্য হতে পারে পেটে মোচড় দিয়ে ব্যথা আর তরল মল।
যকৃৎ বিকলে ছত্রাকের মিষ্টি গন্ধ
এমন গন্ধ হলে মনে করতে হবে যকৃৎ ভালো কাজ হয়তো করছে না। সেই সঙ্গে চোখ আর ত্বক হলুদ হতে পারে।
নোংরা ডায়াপারের গন্ধে
টনসিলগ্রন্থিতে পাথরের আশঙ্কা আছে। টনসিলে পাথর জমে এমন গন্ধ হতে পারে। তাই অবিলম্বে চিকিৎসক দেখানো উচিত।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
আমরা যখন ছোট, তখন শুনেছি বড়দের কাছে, ‘বিড়ালাক্ষী মধু মক্ষী মুখে গন্ধ ছোটে’। নীল নয়না সেসব সাদা মেম পছন্দ ছিল না কারও। কিন্তু ভয়ে কিছু বলার উপায় নেই। অনুমান করা হতো, তাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ভালো নয়–এরা মুখ ধোয় না, স্নান করে না।
যা হোক, মুখে বদ গন্ধ লোকসমাজে খুব অপ্রীতিকর আর এর কারণ সব সময় স্বাস্থ্যবিধি না মানা, তা-ও নয়। লুকিয়ে থাকা অন্তর্গত অসুখের কারণেও হতে পারে মুখে গন্ধ। এমন নয়টি স্বাস্থ্য-সমস্যা হতে পারে কারণ।
বুক জ্বালায় টক গন্ধ
যদি থাকে টক গন্ধ, তাহলে তা হতে পারে অম্ল রস গলায় উঠে যাওয়ার জন্য। এ জন্য খাবারে আনতে হবে পরিবর্তন। এ অবস্থায় পেঁয়াজ, রসুন, ঝাল মসলাদার খাবার ও মদ্যপান বাদ দিলে লাভ হয়।
মাড়ির রোগ ও দাঁত পচা গন্ধ
দাঁত পচলে এর ইঙ্গিত পাওয়া যাবে গন্ধে। দাঁতের চিকিৎসকের কাছে যাবেন অবশ্যই। জিঞ্জিভাইটিস আর পেরিঅডনটাইটিস দাঁত আর মাড়ির এমন দুটো প্রদাহের দ্রুত চিকিৎসা দরকার। নইলে গন্ধ বাড়তেই থাকবে।
পাকস্থলীতে ক্যানসার
ক্যানসারের জন্য হতে পারে ধাতব গন্ধ। তবে কিছু ওষুধের জন্যও এমন হয়। ফলদ গন্ধে ডায়াবেটিস এমন গন্ধ নির্দেশ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আর খুব উচ্চমাত্রার সুগার, যা জরুরি অবস্থা। অবিলম্বে চিকিৎসক দেখাতে হবে।
পচা গন্ধে ফুসফুসের ক্যানসার
মুখে এমন গন্ধ হলে অবিলম্বে চিকিৎসক দেখানো দরকার।
হতে পারে ফুসফুসে ক্যানসারের কারণে এমন গন্ধ।
মেছো গন্ধে কিডনি বিকল
শ্বাস ছাড়ার সময় মেছো গন্ধ হলে কিডনির অসুখের কারণে হতে পারে। তাই চিকিৎসক দেখাতে হবে চট জলদি।
টক দুধের গন্ধে ল্যাকটোজ অসহনীয়
অনেকের পেটে দুধ সহ্য হয় না। দুধের শর্করা ভাঙার এনজাইম অনেকের থাকে না। এ জন্য হতে পারে পেটে মোচড় দিয়ে ব্যথা আর তরল মল।
যকৃৎ বিকলে ছত্রাকের মিষ্টি গন্ধ
এমন গন্ধ হলে মনে করতে হবে যকৃৎ ভালো কাজ হয়তো করছে না। সেই সঙ্গে চোখ আর ত্বক হলুদ হতে পারে।
নোংরা ডায়াপারের গন্ধে
টনসিলগ্রন্থিতে পাথরের আশঙ্কা আছে। টনসিলে পাথর জমে এমন গন্ধ হতে পারে। তাই অবিলম্বে চিকিৎসক দেখানো উচিত।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ ও সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণ কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে ১১ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
৮ ঘণ্টা আগেপ্রাচীনকাল থেকেই দীর্ঘায়ু, প্রাণশক্তি ও তারুণ্য ধরে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য ভ্রান্ত ধারণা। তবে এসব বিভ্রান্তির মধ্যেও কয়েকটি সত্য টিকে রয়েছে। খ্রিষ্টপূর্ব ৪০০ সালে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত হিপোক্রেটিস বলেছিলেন, ‘হাঁটাহাঁটি মানুষের সেরা ওষুধ।’ দুই হাজার বছরেরও বেশি সময় পর, আধুনিক
১১ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত আরও ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তারা ভর্তি হয়েছে। তবে এ সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য...
১ দিন আগেগরিব রোগীদের অনর্থক টেস্ট না দেওয়ার আহ্বান জানিয়ে চিকিৎসকদের উদ্দেশে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রোগের কথা ভালোভাবে না শুনেই অনেক চিকিৎসক অনর্থক ১৪-১৫টি পরীক্ষা দেন। গরিব রোগীদের প্রতি এই অত্যাচার বন্ধ করুন।
১ দিন আগে