Ajker Patrika

মুখে যখন দুর্গন্ধ

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
মুখে যখন দুর্গন্ধ

আমরা যখন ছোট, তখন শুনেছি বড়দের কাছে, ‘বিড়ালাক্ষী মধু মক্ষী মুখে গন্ধ ছোটে’। নীল নয়না সেসব সাদা মেম পছন্দ ছিল না কারও। কিন্তু ভয়ে কিছু বলার উপায় নেই। অনুমান করা হতো, তাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ভালো নয়–এরা মুখ ধোয় না, স্নান করে না।

যা হোক, মুখে বদ গন্ধ লোকসমাজে খুব অপ্রীতিকর আর এর কারণ সব সময় স্বাস্থ্যবিধি না মানা, তা-ও নয়। লুকিয়ে থাকা অন্তর্গত অসুখের কারণেও হতে পারে মুখে গন্ধ। এমন নয়টি স্বাস্থ্য-সমস্যা হতে পারে কারণ।

বুক জ্বালায় টক গন্ধ
যদি থাকে টক গন্ধ, তাহলে তা হতে পারে অম্ল রস গলায় উঠে যাওয়ার জন্য। এ জন্য খাবারে আনতে হবে পরিবর্তন। এ অবস্থায় পেঁয়াজ, রসুন, ঝাল মসলাদার খাবার ও মদ্যপান বাদ দিলে লাভ হয়।

মাড়ির রোগ ও দাঁত পচা গন্ধ 
দাঁত পচলে এর ইঙ্গিত পাওয়া যাবে গন্ধে। দাঁতের চিকিৎসকের কাছে যাবেন অবশ্যই। জিঞ্জিভাইটিস আর পেরিঅডনটাইটিস দাঁত আর মাড়ির এমন দুটো প্রদাহের দ্রুত চিকিৎসা দরকার। নইলে গন্ধ বাড়তেই থাকবে। 

পাকস্থলীতে ক্যানসার 
ক্যানসারের জন্য হতে পারে ধাতব গন্ধ। তবে কিছু ওষুধের জন্যও এমন হয়। ফলদ গন্ধে ডায়াবেটিস এমন গন্ধ নির্দেশ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আর খুব উচ্চমাত্রার সুগার, যা জরুরি অবস্থা। অবিলম্বে চিকিৎসক দেখাতে হবে।

পচা গন্ধে ফুসফুসের ক্যানসার
মুখে এমন গন্ধ হলে অবিলম্বে চিকিৎসক দেখানো দরকার। 
হতে পারে ফুসফুসে ক্যানসারের কারণে এমন গন্ধ।

মেছো গন্ধে কিডনি বিকল  
শ্বাস ছাড়ার সময় মেছো গন্ধ হলে কিডনির অসুখের কারণে হতে পারে। তাই চিকিৎসক দেখাতে হবে চট জলদি। 

টক দুধের গন্ধে ল্যাকটোজ অসহনীয় 
অনেকের পেটে দুধ সহ্য হয় না। দুধের শর্করা ভাঙার এনজাইম অনেকের থাকে না। এ জন্য হতে পারে পেটে মোচড় দিয়ে ব্যথা আর তরল মল।

যকৃৎ বিকলে ছত্রাকের মিষ্টি গন্ধ
এমন গন্ধ হলে মনে করতে হবে যকৃৎ ভালো কাজ হয়তো করছে না। সেই সঙ্গে চোখ আর ত্বক হলুদ হতে পারে। 

নোংরা ডায়াপারের গন্ধে
টনসিলগ্রন্থিতে পাথরের আশঙ্কা আছে। টনসিলে পাথর জমে এমন গন্ধ হতে পারে। তাই অবিলম্বে চিকিৎসক দেখানো উচিত। 

লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত