ফ্যাক্টচেক ডেস্ক
‘এবারে এসএসসি ২০২৪ পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষামন্ত্রীকে এসএমএস দিলেন অভিভাবকেরা’—এমন শিরোনামের একটি শর্ট ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। সম্প্রতি মুহাম্মদ নাঈম হোসাইন (MD: Nayeem Hossain) নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। ৩ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটিতে একটি বেসরকারি টিভি চ্যানেলের লোগো রয়েছে। এখানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সংবাদ সম্মেলন করতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শিক্ষামন্ত্রী কি বললেন জেনে নিন এবং আপনার মতামত কমেন্টে বলে যান।’
আজ রোববার (৩ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত ভিডিওটি ২ লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি টিকটকে দেড়শটি শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ১১ হাজারের বেশি।
ভাইরাল ভিডিওটি কিসের?
টিকটকে ভাইরাল ভিডিওটিতে থাকা বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভির লোগোর সূত্রে সম্প্রচার মাধ্যমটির ইউটিউবে পোস্ট করা মূল ভিডিওটি পাওয়া যায়। এটি গত ১৫ ফেব্রুয়ারি “‘কিছু করা যাবে?” লিখে শিক্ষামন্ত্রীকে এসএমএস’ শিরোনামে পোস্ট করা হয়েছে। এটি ছিল এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গত ১০ ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় অনৈতিক সুবিধা পেতে তাঁকে অভিভাবকদের এসএমএস পাঠানোর বিষয় সামনে আনেন।
তিনি বলেন, ‘এ বছর আমি মোবাইলে অনেক মেসেজ পেয়েছি। কারো সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কিছু কী করা যাবে? এমন কি রোল নম্বরও দিয়েছে। আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে! যেখানে মন্ত্রী পর্যায়ে মেসেজ করে বলা হচ্ছে, সন্তানের রোল নম্বর এত, সে এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়েছে। আপনি কিছু করতে পারেন কি না!’
সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘একটা গোষ্ঠী পরীক্ষার সময় সরকারের দক্ষতা প্রশ্নবিদ্ধ করতে রাজনৈতিক মানসিকতা থেকে অপপ্রচার করে। আরেকটি গোষ্ঠী প্রতারণা করে, প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করে। অথচ প্রশ্ন ফাঁস হয়নি।’
সংবাদ সম্মেলনে মূল্যায়ন পদ্ধতি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, ওইদিনই সারা দেশে একযোগে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। আগের ঘোষণা অনুযায়ী ওইদিন কেন্দ্র পরিদর্শনে না গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী।
অর্থাৎ শিক্ষামন্ত্রী মাধ্যমিক পরীক্ষা শুরু উপলক্ষে পরীক্ষা শুরুর দিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে তিনি মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনৈতিক সুবিধা পেতে তাঁকে অভিভাবকদের এসএমএস পাঠানোর ব্যাপারে কথা বলেন। ওই সংবাদ সম্মেলনের ফুটেজের খণ্ডিত অংশ ব্যবহার করে এসএসসি ২০২৪ পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষামন্ত্রীকে এসএমএস দিয়েছেন অভিভাবকেরা— দাবিতে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে।
‘এবারে এসএসসি ২০২৪ পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষামন্ত্রীকে এসএমএস দিলেন অভিভাবকেরা’—এমন শিরোনামের একটি শর্ট ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। সম্প্রতি মুহাম্মদ নাঈম হোসাইন (MD: Nayeem Hossain) নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। ৩ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটিতে একটি বেসরকারি টিভি চ্যানেলের লোগো রয়েছে। এখানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সংবাদ সম্মেলন করতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শিক্ষামন্ত্রী কি বললেন জেনে নিন এবং আপনার মতামত কমেন্টে বলে যান।’
আজ রোববার (৩ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত ভিডিওটি ২ লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি টিকটকে দেড়শটি শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ১১ হাজারের বেশি।
ভাইরাল ভিডিওটি কিসের?
টিকটকে ভাইরাল ভিডিওটিতে থাকা বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভির লোগোর সূত্রে সম্প্রচার মাধ্যমটির ইউটিউবে পোস্ট করা মূল ভিডিওটি পাওয়া যায়। এটি গত ১৫ ফেব্রুয়ারি “‘কিছু করা যাবে?” লিখে শিক্ষামন্ত্রীকে এসএমএস’ শিরোনামে পোস্ট করা হয়েছে। এটি ছিল এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গত ১০ ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় অনৈতিক সুবিধা পেতে তাঁকে অভিভাবকদের এসএমএস পাঠানোর বিষয় সামনে আনেন।
তিনি বলেন, ‘এ বছর আমি মোবাইলে অনেক মেসেজ পেয়েছি। কারো সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কিছু কী করা যাবে? এমন কি রোল নম্বরও দিয়েছে। আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে! যেখানে মন্ত্রী পর্যায়ে মেসেজ করে বলা হচ্ছে, সন্তানের রোল নম্বর এত, সে এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়েছে। আপনি কিছু করতে পারেন কি না!’
সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘একটা গোষ্ঠী পরীক্ষার সময় সরকারের দক্ষতা প্রশ্নবিদ্ধ করতে রাজনৈতিক মানসিকতা থেকে অপপ্রচার করে। আরেকটি গোষ্ঠী প্রতারণা করে, প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করে। অথচ প্রশ্ন ফাঁস হয়নি।’
সংবাদ সম্মেলনে মূল্যায়ন পদ্ধতি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, ওইদিনই সারা দেশে একযোগে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। আগের ঘোষণা অনুযায়ী ওইদিন কেন্দ্র পরিদর্শনে না গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী।
অর্থাৎ শিক্ষামন্ত্রী মাধ্যমিক পরীক্ষা শুরু উপলক্ষে পরীক্ষা শুরুর দিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে তিনি মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনৈতিক সুবিধা পেতে তাঁকে অভিভাবকদের এসএমএস পাঠানোর ব্যাপারে কথা বলেন। ওই সংবাদ সম্মেলনের ফুটেজের খণ্ডিত অংশ ব্যবহার করে এসএসসি ২০২৪ পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষামন্ত্রীকে এসএমএস দিয়েছেন অভিভাবকেরা— দাবিতে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে।
যুবলীগ নেতাকে গুলি চালানোর সময় এক নারী এসে সন্ত্রাসীদের তাড়া করেছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে আলাদা ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
১ দিন আগেবাংলাদেশে এক হিন্দু নারী ইসলাম ধর্ম গ্রহণে রাজি না হওয়ায় ও জিযিয়া কর দিতে অস্বীকার করায় মুসলমানেরা পুরো হরিজন কলোনি আগুনে পুড়িয়ে দিয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন এক্স অ্যাকাউন্ট থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
২ দিন আগেদুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে ঢুকে নির্মমভাবে যুবলীগ নেতা-কর্মীদের মারধর করছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে আলাদা ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৪ দিন আগেচাঁদা না দেওয়ায় দোকানিকে কয়েকজন মিলে মারধর—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দোকানে এক ব্যক্তিকে তিন–চার মিলে লাঠি দিয়ে বেধড়ক মারতে দেখা যায়।
৫ দিন আগে