ফ্যাক্টচেক ডেস্ক
বাংলাদেশের নারী ক্রিকেট দলের পেস বোলার মারুফা আক্তার। ২০২২ সালের ৪ ডিসেম্বর জাতীয় দলে তাঁর অভিষেক হয়। নারীদের ক্রিকেটে ভারতের বিপক্ষে গত বছর ২৯ রানে চার উইকেট নিয়ে ঐতিহাসিক জয়ে দারুণ অবদান রাখেন মারুফা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, তাঁর এই অবদানের জন্য ‘আইসিসি উইমেন্স ওডিআই পারফরম্যান্স অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ জিতেছেন তিনি। ‘দ্য স্পোর্টস পেজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২০ ফেব্রুয়ারি মারুফা আক্তারকে নিয়ে এমন একটি তথ্য ভাইরাল হয়েছে।
তথ্যটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘আইসিসি উইমেন্স ওডিআই পারফরম্যান্স অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ নামে কোনো অ্যাওয়ার্ড সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।
আইসিসির ওয়েবসাইটে ‘বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটার-২০২৩’ ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের তিন খেলোয়াড়ের সঙ্গে মারুফা আক্তারের নাম পাওয়া যায়। তালিকাটি গত ৩ জানুয়ারি প্রকাশ করা হয়। তবে চূড়ান্তভাবে এ বিভাগে বর্ষসেরা নির্বাচিত হন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার ফিব লিচফিল্ড।
পরে আরও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ওয়েবসাইটে গত ২০ ফেব্রুয়ারি মারুফা আক্তারকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ থেকে জানা যায়, ক্রিকইনফোর ২০২৩ সালের মেয়েদের ওয়ানডের বর্ষসেরা বোলার নির্বাচিত হয়েছেন মারুফা আক্তার।
গত বছরের ১৬ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে (ডিএলএস) ভারতকে ৪০ রানে হারায় বাংলাদেশ। ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। এটিই নারীদের ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। এই ম্যাচের আগে বাংলাদেশের কোনো নারী পেস বোলারের একদিনের খেলায় এক ম্যাচে ৪ উইকেট নেওয়ার কোনো কৃত্বিত্ব ছিল না। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রিকইনফোর এই স্বীকৃতি পান মারুফা।
এই স্বীকৃতি পাওয়ার দৌড়ে মারুফা আক্তারের নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটার নাদিন ডি ক্লার্ক।
অর্থাৎ বাংলাদেশি নারী ক্রিকেট দলের পেস বোলার মারুফা আক্তার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নয়, তিনি মূলত ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ২০২৩ সালের মেয়েদের ওয়ানডের বর্ষসেরা বোলার নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশের নারী ক্রিকেট দলের পেস বোলার মারুফা আক্তার। ২০২২ সালের ৪ ডিসেম্বর জাতীয় দলে তাঁর অভিষেক হয়। নারীদের ক্রিকেটে ভারতের বিপক্ষে গত বছর ২৯ রানে চার উইকেট নিয়ে ঐতিহাসিক জয়ে দারুণ অবদান রাখেন মারুফা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, তাঁর এই অবদানের জন্য ‘আইসিসি উইমেন্স ওডিআই পারফরম্যান্স অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ জিতেছেন তিনি। ‘দ্য স্পোর্টস পেজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২০ ফেব্রুয়ারি মারুফা আক্তারকে নিয়ে এমন একটি তথ্য ভাইরাল হয়েছে।
তথ্যটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘আইসিসি উইমেন্স ওডিআই পারফরম্যান্স অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ নামে কোনো অ্যাওয়ার্ড সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।
আইসিসির ওয়েবসাইটে ‘বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটার-২০২৩’ ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের তিন খেলোয়াড়ের সঙ্গে মারুফা আক্তারের নাম পাওয়া যায়। তালিকাটি গত ৩ জানুয়ারি প্রকাশ করা হয়। তবে চূড়ান্তভাবে এ বিভাগে বর্ষসেরা নির্বাচিত হন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার ফিব লিচফিল্ড।
পরে আরও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ওয়েবসাইটে গত ২০ ফেব্রুয়ারি মারুফা আক্তারকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ থেকে জানা যায়, ক্রিকইনফোর ২০২৩ সালের মেয়েদের ওয়ানডের বর্ষসেরা বোলার নির্বাচিত হয়েছেন মারুফা আক্তার।
গত বছরের ১৬ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে (ডিএলএস) ভারতকে ৪০ রানে হারায় বাংলাদেশ। ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। এটিই নারীদের ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। এই ম্যাচের আগে বাংলাদেশের কোনো নারী পেস বোলারের একদিনের খেলায় এক ম্যাচে ৪ উইকেট নেওয়ার কোনো কৃত্বিত্ব ছিল না। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রিকইনফোর এই স্বীকৃতি পান মারুফা।
এই স্বীকৃতি পাওয়ার দৌড়ে মারুফা আক্তারের নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটার নাদিন ডি ক্লার্ক।
অর্থাৎ বাংলাদেশি নারী ক্রিকেট দলের পেস বোলার মারুফা আক্তার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নয়, তিনি মূলত ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ২০২৩ সালের মেয়েদের ওয়ানডের বর্ষসেরা বোলার নির্বাচিত হয়েছেন।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৮ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
২১ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫