ফ্যাক্টচেক ডেস্ক
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী পালিত হয় গত সোমবার (২৬ আগস্ট)। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে সীমিত পরিসরে জন্মাষ্টমী পালন করে। এর এক দিনের ব্যবধানেই ফেসবুকে প্রতিমা ভাঙচুরের পাঁচটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামের সর্বজনীন দুর্গামন্দিরের নবনির্মিত প্রতিমা ভাঙচুর করা হয়। ছবিগুলোর সঙ্গে ‘সেইভ বাংলাদেশি হিন্দুজ, সেইভ বাংলাদেশ হিন্দু’ ইত্যাদি হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামের সর্বজনীন দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
রিভার্স ইমেজ সার্চে ‘সনাতনী লাইভ’ নামের একটি ফেসবুক পেজের পোস্টে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলো পাওয়া যায়। ২০২২ সালের ২৬ আগস্ট করা পোস্টটি থেকে জানা যায়, প্রতিমা ভাঙচুরের এই ঘটনা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামেরই। ওই সময় গ্রামটির সর্বজনীন দুর্গামন্দিরের এই প্রতিমা ভাঙচুরের শিকার হয়।
নিউজ পোর্টাল বিডিনিউজ ২৪–এর ওয়েবসাইটেও ২০২২ সালের ২৭ আগস্টে প্রকাশিত প্রতিবেদনে পাঁচটি ছবির একটি পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, মন্দিরটিতে দীর্ঘদিন ধরেই দুর্গাপূজা উদ্যাপিত হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সেবারও দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের প্রতিমা তৈরি করেন শিল্পীরা। এসব প্রতিমার মধ্যে সরস্বতী, লক্ষ্মী, গণেশ ও অসুরের হাত ভাঙচুর করা হয় সে সময়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী পালিত হয় গত সোমবার (২৬ আগস্ট)। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে সীমিত পরিসরে জন্মাষ্টমী পালন করে। এর এক দিনের ব্যবধানেই ফেসবুকে প্রতিমা ভাঙচুরের পাঁচটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামের সর্বজনীন দুর্গামন্দিরের নবনির্মিত প্রতিমা ভাঙচুর করা হয়। ছবিগুলোর সঙ্গে ‘সেইভ বাংলাদেশি হিন্দুজ, সেইভ বাংলাদেশ হিন্দু’ ইত্যাদি হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামের সর্বজনীন দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
রিভার্স ইমেজ সার্চে ‘সনাতনী লাইভ’ নামের একটি ফেসবুক পেজের পোস্টে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলো পাওয়া যায়। ২০২২ সালের ২৬ আগস্ট করা পোস্টটি থেকে জানা যায়, প্রতিমা ভাঙচুরের এই ঘটনা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামেরই। ওই সময় গ্রামটির সর্বজনীন দুর্গামন্দিরের এই প্রতিমা ভাঙচুরের শিকার হয়।
নিউজ পোর্টাল বিডিনিউজ ২৪–এর ওয়েবসাইটেও ২০২২ সালের ২৭ আগস্টে প্রকাশিত প্রতিবেদনে পাঁচটি ছবির একটি পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, মন্দিরটিতে দীর্ঘদিন ধরেই দুর্গাপূজা উদ্যাপিত হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সেবারও দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের প্রতিমা তৈরি করেন শিল্পীরা। এসব প্রতিমার মধ্যে সরস্বতী, লক্ষ্মী, গণেশ ও অসুরের হাত ভাঙচুর করা হয় সে সময়।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৬ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
২০ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫