ফ্যাক্টচেক ডেস্ক
চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে বৈধ পথে দেশে রেমিট্যান্স না পাঠানোর প্রচারণা চালাচ্ছে একটি মহল। এমন প্রেক্ষাপটে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেটার প্রচারণায় নেমেছেন দাবি করে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো হচ্ছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ডিজিটাল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান নগদের উদ্যোগে তামিমেরা বিমানবন্দরে বিদেশফেরত প্রবাসীদের অভ্যর্থনা জানাচ্ছেন।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে।
ভিডিওটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে ক্রিকেটার তামিম ইকবালের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৭ জুন প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। ভিডিওটির ব্যাপারে তামিম ইকবাল লেখেন, ‘নগদ থেকে সব সময় আলাদা কিছু করার সুযোগ হয়। আবারও সেই রকমই কিছু একটা করার সুযোগ হলো, তাও আবার তাঁদের জন্য যারা আমার কাছে সত্যিকারের হিরো। বিদেশে দিন–রাত কষ্ট করে যাওয়া প্রতিটা রেমিট্যান্স যোদ্ধা আমার কাছে একেকজন হিরো, একেকজন বীর। এই বীরদের সম্মান জানাল নগদ আর সেই কার্যক্রমে থাকতে পেরে আমি গর্বিত।’
পরে নগদের ইউটিউব চ্যানেলে একই দিনে পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ব্যাপারে নগদ জানায়, ‘দেশে আপনজনদের ভালো রাখতে প্রবাসীরা দিন–রাত কষ্ট করে যায়। নগদ তাঁদের প্রতি সম্মান জানাতে আয়োজন করে সংবর্ধনা অনুষ্ঠান। আমরা বিশ্বাস করি, এই রেমিট্যান্স যোদ্ধারা একেকজন বীর। নগদ–এর পক্ষ থেকে সকল রেমিট্যান্স বীরদের জানাই স্যালুট।’
অর্থাৎ ভাইরাল ভিডিওটি চলমান কোটা সংস্কার আন্দোলনের আগে থেকেই ইন্টারনেটে বিদ্যমান। এর সঙ্গে সম্প্রতি প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স না পাঠানোর প্রচারণার কোনো সম্পর্ক নেই।
প্রসঙ্গত, গত ৫ জুন হাইকোর্ট এক রায়ের মাধ্যমে ২০১৮ সালে বাতিল করা কোটাব্যবস্থা পুনর্বহাল করে। এরই পরিপ্রেক্ষিতে দেশে দ্বিতীয় দফায় শুরু হয় ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন। এ সময় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের নির্বাহী বিভাগের কাছে কোটাব্যবস্থা সংস্কারের দাবি জানাতে থাকেন। পরে চলতি জুলাই মাসের শুরুতে কোটা সংস্কার আন্দোলন সড়ক–মহাসড়ক অবরোধ পর্যায়ে প্রবেশ করে।
যদিও শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। তবে গত ১৫ জুলাই (সোমবার) বেপরোয়া হামলার শিকার হন তাঁরা। তাঁদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা। এরপরই এ আন্দোলন সহিংসতার দিকে ধাবিত হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাতে প্রাণহানি ঘটে শতাধিক মানুষের। সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয় দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাও। একপর্যায়ে দেশজুড়ে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সংযোগ।
চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে বৈধ পথে দেশে রেমিট্যান্স না পাঠানোর প্রচারণা চালাচ্ছে একটি মহল। এমন প্রেক্ষাপটে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেটার প্রচারণায় নেমেছেন দাবি করে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো হচ্ছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ডিজিটাল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান নগদের উদ্যোগে তামিমেরা বিমানবন্দরে বিদেশফেরত প্রবাসীদের অভ্যর্থনা জানাচ্ছেন।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে।
ভিডিওটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে ক্রিকেটার তামিম ইকবালের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৭ জুন প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। ভিডিওটির ব্যাপারে তামিম ইকবাল লেখেন, ‘নগদ থেকে সব সময় আলাদা কিছু করার সুযোগ হয়। আবারও সেই রকমই কিছু একটা করার সুযোগ হলো, তাও আবার তাঁদের জন্য যারা আমার কাছে সত্যিকারের হিরো। বিদেশে দিন–রাত কষ্ট করে যাওয়া প্রতিটা রেমিট্যান্স যোদ্ধা আমার কাছে একেকজন হিরো, একেকজন বীর। এই বীরদের সম্মান জানাল নগদ আর সেই কার্যক্রমে থাকতে পেরে আমি গর্বিত।’
পরে নগদের ইউটিউব চ্যানেলে একই দিনে পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ব্যাপারে নগদ জানায়, ‘দেশে আপনজনদের ভালো রাখতে প্রবাসীরা দিন–রাত কষ্ট করে যায়। নগদ তাঁদের প্রতি সম্মান জানাতে আয়োজন করে সংবর্ধনা অনুষ্ঠান। আমরা বিশ্বাস করি, এই রেমিট্যান্স যোদ্ধারা একেকজন বীর। নগদ–এর পক্ষ থেকে সকল রেমিট্যান্স বীরদের জানাই স্যালুট।’
অর্থাৎ ভাইরাল ভিডিওটি চলমান কোটা সংস্কার আন্দোলনের আগে থেকেই ইন্টারনেটে বিদ্যমান। এর সঙ্গে সম্প্রতি প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স না পাঠানোর প্রচারণার কোনো সম্পর্ক নেই।
প্রসঙ্গত, গত ৫ জুন হাইকোর্ট এক রায়ের মাধ্যমে ২০১৮ সালে বাতিল করা কোটাব্যবস্থা পুনর্বহাল করে। এরই পরিপ্রেক্ষিতে দেশে দ্বিতীয় দফায় শুরু হয় ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন। এ সময় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের নির্বাহী বিভাগের কাছে কোটাব্যবস্থা সংস্কারের দাবি জানাতে থাকেন। পরে চলতি জুলাই মাসের শুরুতে কোটা সংস্কার আন্দোলন সড়ক–মহাসড়ক অবরোধ পর্যায়ে প্রবেশ করে।
যদিও শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। তবে গত ১৫ জুলাই (সোমবার) বেপরোয়া হামলার শিকার হন তাঁরা। তাঁদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা। এরপরই এ আন্দোলন সহিংসতার দিকে ধাবিত হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাতে প্রাণহানি ঘটে শতাধিক মানুষের। সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয় দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাও। একপর্যায়ে দেশজুড়ে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সংযোগ।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
২ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
৫ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
১৯ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২০ দিন আগে