Ajker Patrika

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই সড়ক বাংলাদেশের নয়

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৯: ১৯
Thumbnail image

ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পাহাড়ি ঢালু পথের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, সড়কটি বাংলাদেশের। গত ২৭ সেপ্টেম্বর মুহাম্মদ সাইফুল নামের এক ফেসবুক পেজ থেকে এমন এক ভিডিও প্রচার করা হয়। ভিডিওটি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৭ লাখ ২৯ হাজার বার দেখা হয়েছে। 

ভিডিওটি দেখুন এখানে। 

একই ভিডিও টিকটকেও প্রচার হতে দেখা যায়। টিকটকে ভিডিওটিকে সিলেট-জাফলং বর্ডারের দাবি করা হয়েছে। ভিডিওটি প্রায় ৮৯ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে। 

অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে থাকা সড়কটি বাংলাদেশের নয়। 

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে রোডা জালানান নামের এক ইউটিউবে চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ২০২২ সালের ১৭ নভেম্বর ৫৪ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওটি চ্যানেলটিতে প্রচার করা হয়। শুরুতেই আলোচিত ভিডিওটি দেখা যায়। 

উত্তর সুমাত্রা প্রদেশের সাউথ তপানুলি রাজ্যের সিপিরোক এলাকায় অবস্থিত সড়ক। ছবি: ইউটিউব ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের ট্রান্স-সুমাত্রা সড়ক থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে। বাতু জোম্বা নামের এই ঢালু পথ উত্তর সুমাত্রা প্রদেশের সাউথ তপানুলি রাজ্যের সিপিরোক এলাকায় অবস্থিত। চ্যানেলটিতে একই স্থানের আরও বেশ কিছু ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে পাওয়া এসব তথ্যের সূত্রে ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা আনতারাতে ২০২২ সালের ২০ এপ্রিল একই স্থান নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ থেকে জানা যায়, সে সময় রাস্তাটি সংস্কার কাজ শুরু করে দেওয়া হয়। প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে বাংলাদেশের সড়ক দাবি করে প্রচারিত সড়কটির মিল পাওয়া যায়। 

ইন্দোনেশিয়ার গণমাধ্যমে প্রকাশিত একই স্থানের ছবি। ছবি: আনতারা নিউজ সিদ্ধান্ত
উপরের আলোচনা থেকে স্পষ্ট, বাংলাদেশ বা সিলেটের সড়ক দাবি করে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে থাকা সড়কটি প্রকৃতপক্ষে ইন্দোনেশিয়ার।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত