ফ্যাক্টচেক ডেস্ক
সামরিক পোশাক পরা এবং সাধারণ পোশাক পরা লোকজনের মধ্যে হাতাহাতি চলছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে। দাবি করা হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বেসামরিক নাগরিকদের মারামারির দৃশ্য এটি।
‘আওয়ামী লীগ পরিবার’ নামের ফেসবুক পেজ থেকে আজ বুধবার দুপুর পৌনে ২টায় প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘বাংলাদেশের সুনাম ধন্য এক বাহিনীর নাম বাংলাদেশ সেনাবাহিনী ছিল। সেই সেনাবাহিনী সম্মান মাটির সাথে গেছে অবৈধ সরকার ইউনূস গং এবং সমন্বয়ক নামের কুলাঙ্গারদের পৃষ্ঠপোষকতায়।’ (বানান অপরিবর্তিত)
আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই ভিডিওটি প্রায় ৮৪ হাজারবার দেখা হয়েছে এবং এতে ৫৮৪টি রিঅ্যাকশন পড়েছে। এ ছাড়া পোস্টটি ৪৩৯টি শেয়ার হয়েছে এবং এতে ৯০টি কমেন্ট পড়েছে। এসব কমেন্টে অনেকে এটিকে অন্য দেশের ভিডিও বলে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ বাংলাদেশের লিখেও মন্তব্য করেছেন। মো. চুন্নু (Md Chunnu) নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘দেশ টা কোথায় গিয়াছে সেনাবাহিনীর গায়ে হাত।’ (বানান অপরিবর্তিত)
‘হৃদয়ে বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নামের একটি পেজ থেকে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ নামের গ্রুপ এবং মো. মিজানুর রহমান (MD Mezanur Rohoman) এবং নাসিম ইকবাল চৌধুরী (Nasim Iqbal Chowdhury) নামে অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনবে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘စစ်ရူံးဘဘမင်းအောင်လိူင်’ নামে বার্মিজ ভাষার একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটি মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে।
ভিডিওটির শিরোনামে ইংরেজি ভাষায় হ্যাশটেগ দিয়ে ‘আর্মি’, ‘মিলিটারি’ এবং ‘মিয়ানমার’ লেখা। পাশাপাশি বার্মিজ ভাষায় আরও কিছু লেখা দেখতে পাওয়া যায়। গুগল ট্রান্সলেটর দিয়ে এটিকে বাংলায় ভাষান্তর করে জানা যায়, ‘প্রথম পর্ব: একে অপরের সঙ্গে লড়াই।’ তবে ভিডিওর ডেসক্রিপশনে এ বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।
ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে একই দিন প্রকাশিত ‘২য় পর্ব’–এর ভিডিও পাওয়া যায়।
এই ভিডিওটির শিরোনামও বার্মিজ ভাষায় লেখা এবং ইংরেজি ভাষায় হ্যাশট্যাগ আর্মি, মিলিটারি এবং মিয়ানমার লেখা। ভিডিওর শিরোনাম গুগল ট্রান্সলেট করে দেখা যায় এতে লেখা, ‘পার্ট ২: কেআইএ এবং টিএনএলএ আঞ্চলিক বিরোধ।’
এসব তথ্যসূত্রে গুগলে কি–ওয়ার্ড সার্চ করে ‘မှိုင်းဝေ (စစ်သတင်းများ)’ নামে আরেকটি ইউটিউব চ্যানেলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়।
এ ছাড়া ‘Arakha Youtube Channel’ নামে ইউটিউব চ্যানেলে গত সোমবার (২৭ জানুয়ারি) প্রকাশিত ভিন্ন দিক থেকে ধারণ করা একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
সবগুলো ভিডিওর শিরোনামে কেআইএ (KIA) এবং টিএনএলএ (TNLA)— এই দুই গ্রুপের সংঘর্ষের বিষয়টির উল্লেখ পাওয়া যায়।
কেআইএ (KIA) এবং টিএনএলএ (TNLA) কি–ওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করলে, মিয়ানমারের স্বাধীন সংবাদ মাধ্যম মিয়ানমার নাও (Mayanmar Now)–এর একটি প্রতিবেদন পাওয়া যায়।
আজ বুধবার প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) হচ্ছে মিয়ানমারের দুটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী। সম্প্রতি তাদের মধ্যে সংঘর্ষের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের কয়েকজন সদস্যের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ঘটনাটি উত্তর শান রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের কারণে ঘটেছে।
সুতরাং, ভিডিওটির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, এটি মিয়ানমারের ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) নামে দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে হাতাহাতির দৃশ্য।
সামরিক পোশাক পরা এবং সাধারণ পোশাক পরা লোকজনের মধ্যে হাতাহাতি চলছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে। দাবি করা হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বেসামরিক নাগরিকদের মারামারির দৃশ্য এটি।
‘আওয়ামী লীগ পরিবার’ নামের ফেসবুক পেজ থেকে আজ বুধবার দুপুর পৌনে ২টায় প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘বাংলাদেশের সুনাম ধন্য এক বাহিনীর নাম বাংলাদেশ সেনাবাহিনী ছিল। সেই সেনাবাহিনী সম্মান মাটির সাথে গেছে অবৈধ সরকার ইউনূস গং এবং সমন্বয়ক নামের কুলাঙ্গারদের পৃষ্ঠপোষকতায়।’ (বানান অপরিবর্তিত)
আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই ভিডিওটি প্রায় ৮৪ হাজারবার দেখা হয়েছে এবং এতে ৫৮৪টি রিঅ্যাকশন পড়েছে। এ ছাড়া পোস্টটি ৪৩৯টি শেয়ার হয়েছে এবং এতে ৯০টি কমেন্ট পড়েছে। এসব কমেন্টে অনেকে এটিকে অন্য দেশের ভিডিও বলে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ বাংলাদেশের লিখেও মন্তব্য করেছেন। মো. চুন্নু (Md Chunnu) নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘দেশ টা কোথায় গিয়াছে সেনাবাহিনীর গায়ে হাত।’ (বানান অপরিবর্তিত)
‘হৃদয়ে বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নামের একটি পেজ থেকে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ নামের গ্রুপ এবং মো. মিজানুর রহমান (MD Mezanur Rohoman) এবং নাসিম ইকবাল চৌধুরী (Nasim Iqbal Chowdhury) নামে অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনবে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘စစ်ရူံးဘဘမင်းအောင်လိူင်’ নামে বার্মিজ ভাষার একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটি মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে।
ভিডিওটির শিরোনামে ইংরেজি ভাষায় হ্যাশটেগ দিয়ে ‘আর্মি’, ‘মিলিটারি’ এবং ‘মিয়ানমার’ লেখা। পাশাপাশি বার্মিজ ভাষায় আরও কিছু লেখা দেখতে পাওয়া যায়। গুগল ট্রান্সলেটর দিয়ে এটিকে বাংলায় ভাষান্তর করে জানা যায়, ‘প্রথম পর্ব: একে অপরের সঙ্গে লড়াই।’ তবে ভিডিওর ডেসক্রিপশনে এ বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।
ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে একই দিন প্রকাশিত ‘২য় পর্ব’–এর ভিডিও পাওয়া যায়।
এই ভিডিওটির শিরোনামও বার্মিজ ভাষায় লেখা এবং ইংরেজি ভাষায় হ্যাশট্যাগ আর্মি, মিলিটারি এবং মিয়ানমার লেখা। ভিডিওর শিরোনাম গুগল ট্রান্সলেট করে দেখা যায় এতে লেখা, ‘পার্ট ২: কেআইএ এবং টিএনএলএ আঞ্চলিক বিরোধ।’
এসব তথ্যসূত্রে গুগলে কি–ওয়ার্ড সার্চ করে ‘မှိုင်းဝေ (စစ်သတင်းများ)’ নামে আরেকটি ইউটিউব চ্যানেলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়।
এ ছাড়া ‘Arakha Youtube Channel’ নামে ইউটিউব চ্যানেলে গত সোমবার (২৭ জানুয়ারি) প্রকাশিত ভিন্ন দিক থেকে ধারণ করা একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
সবগুলো ভিডিওর শিরোনামে কেআইএ (KIA) এবং টিএনএলএ (TNLA)— এই দুই গ্রুপের সংঘর্ষের বিষয়টির উল্লেখ পাওয়া যায়।
কেআইএ (KIA) এবং টিএনএলএ (TNLA) কি–ওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করলে, মিয়ানমারের স্বাধীন সংবাদ মাধ্যম মিয়ানমার নাও (Mayanmar Now)–এর একটি প্রতিবেদন পাওয়া যায়।
আজ বুধবার প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) হচ্ছে মিয়ানমারের দুটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী। সম্প্রতি তাদের মধ্যে সংঘর্ষের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের কয়েকজন সদস্যের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ঘটনাটি উত্তর শান রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের কারণে ঘটেছে।
সুতরাং, ভিডিওটির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, এটি মিয়ানমারের ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) নামে দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে হাতাহাতির দৃশ্য।
পুলিশের সামনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে—এই দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়ানো হয়েছে। একই ক্যাপশনে ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়ানো হয়েছে। ভিডিওটিতে একজন অর্ধনগ্ন ব্যক্তিকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করছেন—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে পোস্ট করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও একই ভিডিও
১ দিন আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলের ভেতরে মারা গেছেন—এই দাবিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিটি একই ক্যাপশনে বিভিন্ন এক্স ও ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। কথিত ওই বিজ্ঞপ্তির ছবিতে পাকিস্তান সরকারের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ ১০
২ দিন আগে‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা প্রত্যেকটা দল একাত্তরবিরোধী শক্তি’, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মির্জা ফখরুলের ছবি ও ওই বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে একটি বেসরকারি টেলিভিশন ও একটি জাতীয়
২ দিন আগে