ফ্যাক্টচেক ডেস্ক
পৃথিবীতে নারী পর্যটকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ গন্তব্যের তালিকা যদি করা হয়, সেখানে ওপরের দিকেই থাকবে ভারত। এ দেশে আমেরিকান এবং ইসরায়েলি নারী পর্যটকও যৌন হয়রানির শিকার হয়েছেন।
সম্প্রতি ছুটি কাটাতে ভারতের রাজস্থানে এসেছিলেন আলবেনীয় বংশোদ্ভূত ব্রিটিশ পপস্টার ডুয়া লিপা। উদয়পুরের এক জনবহুল সড়কে একদিন একাই বেরিয়েছিলেন তিনি। পরনে ছিল নীল জিনস আর কালো টি-শার্ট। সারা দুনিয়ায় তিনি বড় সেলিব্রিটি হলেও রাস্তার অত অত মানুষের মধ্যে তাঁকে নিয়ে কোনো কৌতূহল দেখা যায়নি! তাহলে কি বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় মঞ্চে ঝড় তোলা স্বল্পবসনা ডুয়া লিপা ভারতের রাস্তায় একা হাঁটতে বেরিয়ে নিরাপদেই হোটেলে ফিরেছিলেন?
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থিরচিত্রে দাবি করা হচ্ছে, ভারতে ওই সময় যৌন হয়রানির শিকার হয়েছিলেন ডুয়া লিপা। ভারত যে নারীদের জন্য ‘সবচেয়ে বিপজ্জনক দেশ’, সেটিও মনে করিয়ে দেওয়া হচ্ছে সেসব পোস্টে। আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগেরও নজরে এসেছে সেসব পোস্ট। ডুয়া লিপা ঠিক কবে ভারতে আসেন, সেটি স্পষ্ট নয়। তবে ইনস্টাগ্রামে তাঁর বাবা দুকাগজিন লিপার পোস্ট থেকে বোঝা যায়, ২৪ ডিসেম্বর তাঁরা রাজস্থানে ছিলেন। এরপর ডুয়া লিপা ২৬ ডিসেম্বর নয়াদিল্লি ভ্রমণের ছবি পোস্ট করেছেন। স্পষ্টত ডুয়া লিপা সপরিবারে ভারত ভ্রমণে এসেছেন।
২৭ ডিসেম্বর প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজস্থানের উদয়পুরে ঘুরতে বের হয়েছিলেন ডুয়া লিপা। ভাইরাল ভিডিওটি সেই ঘোরাঘুরিরই। তবে ব্যস্ত ওই সড়কে কেউই তাঁকে চিনতে পারেনি! সারা বছর বিপুল বিদেশি পর্যটক দেখতে অভ্যস্ত স্থানীয়রা গায়িকাকে তেমনি সাধারণ কোনো বিদেশিই ভেবেছেন।ডুয়া লিপার ভারত ভ্রমণ নিয়ে স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সব প্রতিবেদনেই অবশ্য ডুয়া লিপা ও তাঁর বাবার ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির বরাত দিয়ে গল্প লেখা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালও ২৭ ডিসেম্বর ‘ডুয়া লিপা যৌন নির্যাতনের শিকার হয়েছেন’ দাবিতে ভাইরাল ছবিটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ডুয়া লিপা ছুটি কাটাতে তখন রাজস্থানে অবস্থান করছিলেন। তাঁর রাজস্থান ভ্রমণের বেশ কিছু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমন একটি ভাইরাল ভিডিওটিতে তাঁকে রাজস্থানের রাস্তায় সাধারণ নীল জিনস ও কালো টি-শার্ট পরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। তবে স্থানীয়রা তাঁকে চিনতে পারেনি।
ভারতে যৌন হয়রানির শিকার হওয়া নারী পর্যটকদের সবাই-ই সাধারণ মানুষ। কোনো সেলিব্রিটি এমন পরিস্থিতির মুখে কখনো পড়েছেন বলে শোনা যায় না। বাকি বিশ্বে বিখ্যাত হলেও রাজস্থানের উদয়পুরে অপরিচিত বিদেশিনী যৌন নির্যাতনের শিকার হলেও হতে পারতেন! তা নিয়ে নিশ্চয়ই ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে শিরোনাম হতেন ডুয়া লিপা। এ ছাড়া ডুয়া লিপা ও তাঁর বাবা ইনস্টাগ্রামে তাঁদের ভারত ভ্রমণের বিপুল ছবি ও অভিজ্ঞতা শেয়ার করেছেন। কোথাও তেমন কোনো ইঙ্গিত তাঁরা দেননি।
পৃথিবীতে নারী পর্যটকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ গন্তব্যের তালিকা যদি করা হয়, সেখানে ওপরের দিকেই থাকবে ভারত। এ দেশে আমেরিকান এবং ইসরায়েলি নারী পর্যটকও যৌন হয়রানির শিকার হয়েছেন।
সম্প্রতি ছুটি কাটাতে ভারতের রাজস্থানে এসেছিলেন আলবেনীয় বংশোদ্ভূত ব্রিটিশ পপস্টার ডুয়া লিপা। উদয়পুরের এক জনবহুল সড়কে একদিন একাই বেরিয়েছিলেন তিনি। পরনে ছিল নীল জিনস আর কালো টি-শার্ট। সারা দুনিয়ায় তিনি বড় সেলিব্রিটি হলেও রাস্তার অত অত মানুষের মধ্যে তাঁকে নিয়ে কোনো কৌতূহল দেখা যায়নি! তাহলে কি বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় মঞ্চে ঝড় তোলা স্বল্পবসনা ডুয়া লিপা ভারতের রাস্তায় একা হাঁটতে বেরিয়ে নিরাপদেই হোটেলে ফিরেছিলেন?
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থিরচিত্রে দাবি করা হচ্ছে, ভারতে ওই সময় যৌন হয়রানির শিকার হয়েছিলেন ডুয়া লিপা। ভারত যে নারীদের জন্য ‘সবচেয়ে বিপজ্জনক দেশ’, সেটিও মনে করিয়ে দেওয়া হচ্ছে সেসব পোস্টে। আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগেরও নজরে এসেছে সেসব পোস্ট। ডুয়া লিপা ঠিক কবে ভারতে আসেন, সেটি স্পষ্ট নয়। তবে ইনস্টাগ্রামে তাঁর বাবা দুকাগজিন লিপার পোস্ট থেকে বোঝা যায়, ২৪ ডিসেম্বর তাঁরা রাজস্থানে ছিলেন। এরপর ডুয়া লিপা ২৬ ডিসেম্বর নয়াদিল্লি ভ্রমণের ছবি পোস্ট করেছেন। স্পষ্টত ডুয়া লিপা সপরিবারে ভারত ভ্রমণে এসেছেন।
২৭ ডিসেম্বর প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজস্থানের উদয়পুরে ঘুরতে বের হয়েছিলেন ডুয়া লিপা। ভাইরাল ভিডিওটি সেই ঘোরাঘুরিরই। তবে ব্যস্ত ওই সড়কে কেউই তাঁকে চিনতে পারেনি! সারা বছর বিপুল বিদেশি পর্যটক দেখতে অভ্যস্ত স্থানীয়রা গায়িকাকে তেমনি সাধারণ কোনো বিদেশিই ভেবেছেন।ডুয়া লিপার ভারত ভ্রমণ নিয়ে স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সব প্রতিবেদনেই অবশ্য ডুয়া লিপা ও তাঁর বাবার ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির বরাত দিয়ে গল্প লেখা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালও ২৭ ডিসেম্বর ‘ডুয়া লিপা যৌন নির্যাতনের শিকার হয়েছেন’ দাবিতে ভাইরাল ছবিটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ডুয়া লিপা ছুটি কাটাতে তখন রাজস্থানে অবস্থান করছিলেন। তাঁর রাজস্থান ভ্রমণের বেশ কিছু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমন একটি ভাইরাল ভিডিওটিতে তাঁকে রাজস্থানের রাস্তায় সাধারণ নীল জিনস ও কালো টি-শার্ট পরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। তবে স্থানীয়রা তাঁকে চিনতে পারেনি।
ভারতে যৌন হয়রানির শিকার হওয়া নারী পর্যটকদের সবাই-ই সাধারণ মানুষ। কোনো সেলিব্রিটি এমন পরিস্থিতির মুখে কখনো পড়েছেন বলে শোনা যায় না। বাকি বিশ্বে বিখ্যাত হলেও রাজস্থানের উদয়পুরে অপরিচিত বিদেশিনী যৌন নির্যাতনের শিকার হলেও হতে পারতেন! তা নিয়ে নিশ্চয়ই ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে শিরোনাম হতেন ডুয়া লিপা। এ ছাড়া ডুয়া লিপা ও তাঁর বাবা ইনস্টাগ্রামে তাঁদের ভারত ভ্রমণের বিপুল ছবি ও অভিজ্ঞতা শেয়ার করেছেন। কোথাও তেমন কোনো ইঙ্গিত তাঁরা দেননি।
ভিডিওতে রাতের বেলা সাদা পাঞ্জাবি-টুপি পরা বিপুল সংখ্যক ব্যক্তিকে একটি প্যান্ডেল-মঞ্চের দিকে অগ্রসর হতে দেখা যায়। একপর্যায়ে তাদের মঞ্চে উঠে মেঝেতে আঘাত করতে এবং চেয়ার ভাঙচুর করতে দেখা যায়।
৪ ঘণ্টা আগেপুলিশের সামনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে—এই দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়ানো হয়েছে। একই ক্যাপশনে ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়ানো হয়েছে। ভিডিওটিতে একজন অর্ধনগ্ন ব্যক্তিকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত
১ দিন আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করছেন—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে পোস্ট করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও একই ভিডিও
২ দিন আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলের ভেতরে মারা গেছেন—এই দাবিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিটি একই ক্যাপশনে বিভিন্ন এক্স ও ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। কথিত ওই বিজ্ঞপ্তির ছবিতে পাকিস্তান সরকারের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ ১০
৩ দিন আগে