Ajker Patrika

‘ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই’— এটা কি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের স্লোগান

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৬: ০৬
‘ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই’— এটা কি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের স্লোগান

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানার হাতে মিছিলের এক ছবি সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ব্যানারে লেখা, ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই।’ গত ২২ ফেব্রুয়ারি পিকেবিকে_আরএস (PKBK_RS) নামের টিকটক অ্যাকাউন্ট থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানার হাতে ছবিটি শর্ট ভিডিও আকারে পোস্ট করা হয়। সেটি আজ শুক্রবার (৮ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৪ লাখ ৩০ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে ৩০০ বারের কাছাকাছি, রিয়েকশন পড়েছে ছয় হাজারের বেশি।

মিছিলের ব্যানারের ছবিটি ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্টপেজ থেকেও শেয়ার হতে দেখা গেছে।

ব্যানারের ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে ২০১৯ সালের ৫ মে পোস্ট করা ভাইরাল ছবিটি পাওয়া যায়। পোস্টটি থেকে জানা যায়, ওই দিন রমজান মাসকে স্বাগত জানিয়ে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। মিছিলটি রাজধানীর পল্টন মোড় থেকে মিছিল শুরু করে কালভার্ট রোড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

স্বাগত ওই মিছিলে ‘আহলান সাহলান মাহে রমজান’ স্লোগানের পাশাপাশি, টিভি-সিনেমায় অশ্লীল ছায়াছবি প্রদর্শন বন্ধ রাখা, দেয়ালে দেয়ালে সিনেমার অশ্লীল পোস্টার সাঁটানো বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা ও খাদ্যে ভেজাল না দেওয়ার আহ্বান জানানো হয়।

পোস্টটির সঙ্গে যুক্ত দুটি ছবি পাওয়া যায়। ছবিগুলোতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘খোশ আমদেদ, মাহে রমজান। পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাগত মিছিল।’

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজেও একই ছবিগুলো পাওয়া যায়। ছবিগুলোর কোথাও ব্যানারে ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই’ শীর্ষক স্লোগান দেখা যায়নি।

স্পষ্টত, ২০১৯ সালে রমজান উপলক্ষে মাসটিকে স্বাগত জানিয়ে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ওই মিছিলের ব্যানারের ছবিকে এডিট করে সেখানে ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই’ শীর্ষক স্লোগান যুক্ত করে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত