ফ্যাক্টচেক ডেস্ক
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি এক মিনিটের এক ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রমজান মাসে পর্দা না করা চালকের সহকারী একজন নারীকে বাস থেকে নামিয়ে দিতে চাচ্ছেন। ফলে বাস চালকের ওই সহকারীর সঙ্গে নারীটির বাকবিতণ্ডা হচ্ছে। দয়াল রায় নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘হিন্দু মহিলাকে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। কারণ রমজানে সে বোরখা পরে নাই। বাংলাদেশে অসহায় সনাতনী হিন্দুদের অবস্থা। দেখুন ও সময় থাকতে শিক্ষা নিন, তৈরি হোন।’ টিকটকে ভিডিওটি আজ শনিবার (২৩ মার্চ) দুপুর একটা পর্যন্ত ৫ হাজারের বেশি দেখা হয়েছে।
একই ভিডিও ফেসবুকেও ভাইরাল হয়েছে। গত ১৫ মার্চ আব্দুল্লাহ (Abdullah) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি রিল আকারে পোস্ট করা হয়। ভিডিওটি আজ শনিবার (২৩ মার্চ) দুপুর একটা পর্যন্ত ১০ লাখের বেশি দেখা হয়েছে। শেয়ার হয়েছে সাড়ে ৮ হাজারের বেশি, মন্তব্য পড়েছে প্রায় ২ হাজার।
ভিডিওটিতে ফেসবুক ব্যবহারকারীরা ঘটনাটিকে সত্য ধরে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। আখতার হোসাইন নামে একজন লিখেছেন, ‘ঠিক আছে উচিত শিক্ষা দেওয়া দরকার মহিলাকে।’ শহীদুল ইসলাম শহীদ নামে আরেক লিখেছেন, ‘ঠিক করেছে এর তো রোজা থাকবে না অন্য মানুষের রোজা নষ্ট করবে।’ মুহাম্মদ হেলাল লিখেছেন, ‘প্রতিবাদটা খুব ভালোই হইছে এরকম প্রতি জায়গায় জায়গায় করাটা উচিত।’
ভিডিওটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে পার্থপ্রতীম দেবনাথ নামে একজন লিখেছেন, ‘মানবতার শত্রু ইসলাম! নারী বেপর্দা বলে তাকে চলন্ত বাস থেকে নামিয়ে দিচ্ছে বাস মালিক! কারণ এটা রোজার মাস! ভাবতে পারছেন?! খুশি ঈদ?! কিসের খুশির ঈদ?! কার খুশি? মুসলিম ব্যতীত কোনও অমুসলিম কোনোদিন কোনও ইসলামিক দেশে খুশিতে থাকতে পারেনি, পারবে না! ইতিহাস এর জলজ্যান্ত প্রমাণ আছে!’
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ফেসবুকে কি-ওয়ার্ড অনুসন্ধানে কার্টুন শো (Cartoon Show) নামের ১ লাখ ২৩ হাজার ফলোয়ারের একটি ফেসবুক পেজে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। গত ১৪ মার্চ পেজে ভিডিওটি প্রথম প্রচার করা হয়। পেজে ভিডিওটি ‘রমজান মাসে বেপর্দা মহিলা বাসের হেলপারের সাথে কি করছে অতঃপর’ শিরোনামে পোস্ট করা হয়।
কার্টুন শো (Cartoon Show) পেজটির পরিচয়ে লেখা কন্টেন্ট ক্রিয়েটর। পেজটি ঘুরে একই ব্যক্তিদের উপস্থিতিতে ধারনকৃত বিভিন্ন কনটেন্ট খুঁজে পাওয়া যায়। এসব কনটেন্টে বাস চালকের সহকারী এবং বাস যাত্রী হিসেবে হিসেবে ভাইরাল ভিডিওটিকে থাকা ব্যক্তি পুরুষ ও নারীটির উপস্থিতি দেখা যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে।
এসব ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়, ভাইরাল ভিডিওতে থাকা বাস চালকের সহকারী ও বাস যাত্রী নারী একই দলের সদস্য এবং তারা ফেসবুকে কনটেন্ট হিসেবে এসব ভিডিও তৈরি করে থাকেন। টিকটক ও ফেসবুকে ভাইরাল হওয়া রমজানে পর্দা না করায় বাস থেকে নারীকে নামিয়ে দেওয়ার ভিডিওটিও তাদের তৈরি এমনই একটি কনটেন্ট; এটি কোনো বাস্তব ঘটনা নয়।
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি এক মিনিটের এক ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রমজান মাসে পর্দা না করা চালকের সহকারী একজন নারীকে বাস থেকে নামিয়ে দিতে চাচ্ছেন। ফলে বাস চালকের ওই সহকারীর সঙ্গে নারীটির বাকবিতণ্ডা হচ্ছে। দয়াল রায় নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘হিন্দু মহিলাকে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। কারণ রমজানে সে বোরখা পরে নাই। বাংলাদেশে অসহায় সনাতনী হিন্দুদের অবস্থা। দেখুন ও সময় থাকতে শিক্ষা নিন, তৈরি হোন।’ টিকটকে ভিডিওটি আজ শনিবার (২৩ মার্চ) দুপুর একটা পর্যন্ত ৫ হাজারের বেশি দেখা হয়েছে।
একই ভিডিও ফেসবুকেও ভাইরাল হয়েছে। গত ১৫ মার্চ আব্দুল্লাহ (Abdullah) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি রিল আকারে পোস্ট করা হয়। ভিডিওটি আজ শনিবার (২৩ মার্চ) দুপুর একটা পর্যন্ত ১০ লাখের বেশি দেখা হয়েছে। শেয়ার হয়েছে সাড়ে ৮ হাজারের বেশি, মন্তব্য পড়েছে প্রায় ২ হাজার।
ভিডিওটিতে ফেসবুক ব্যবহারকারীরা ঘটনাটিকে সত্য ধরে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। আখতার হোসাইন নামে একজন লিখেছেন, ‘ঠিক আছে উচিত শিক্ষা দেওয়া দরকার মহিলাকে।’ শহীদুল ইসলাম শহীদ নামে আরেক লিখেছেন, ‘ঠিক করেছে এর তো রোজা থাকবে না অন্য মানুষের রোজা নষ্ট করবে।’ মুহাম্মদ হেলাল লিখেছেন, ‘প্রতিবাদটা খুব ভালোই হইছে এরকম প্রতি জায়গায় জায়গায় করাটা উচিত।’
ভিডিওটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে পার্থপ্রতীম দেবনাথ নামে একজন লিখেছেন, ‘মানবতার শত্রু ইসলাম! নারী বেপর্দা বলে তাকে চলন্ত বাস থেকে নামিয়ে দিচ্ছে বাস মালিক! কারণ এটা রোজার মাস! ভাবতে পারছেন?! খুশি ঈদ?! কিসের খুশির ঈদ?! কার খুশি? মুসলিম ব্যতীত কোনও অমুসলিম কোনোদিন কোনও ইসলামিক দেশে খুশিতে থাকতে পারেনি, পারবে না! ইতিহাস এর জলজ্যান্ত প্রমাণ আছে!’
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ফেসবুকে কি-ওয়ার্ড অনুসন্ধানে কার্টুন শো (Cartoon Show) নামের ১ লাখ ২৩ হাজার ফলোয়ারের একটি ফেসবুক পেজে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। গত ১৪ মার্চ পেজে ভিডিওটি প্রথম প্রচার করা হয়। পেজে ভিডিওটি ‘রমজান মাসে বেপর্দা মহিলা বাসের হেলপারের সাথে কি করছে অতঃপর’ শিরোনামে পোস্ট করা হয়।
কার্টুন শো (Cartoon Show) পেজটির পরিচয়ে লেখা কন্টেন্ট ক্রিয়েটর। পেজটি ঘুরে একই ব্যক্তিদের উপস্থিতিতে ধারনকৃত বিভিন্ন কনটেন্ট খুঁজে পাওয়া যায়। এসব কনটেন্টে বাস চালকের সহকারী এবং বাস যাত্রী হিসেবে হিসেবে ভাইরাল ভিডিওটিকে থাকা ব্যক্তি পুরুষ ও নারীটির উপস্থিতি দেখা যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে।
এসব ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়, ভাইরাল ভিডিওতে থাকা বাস চালকের সহকারী ও বাস যাত্রী নারী একই দলের সদস্য এবং তারা ফেসবুকে কনটেন্ট হিসেবে এসব ভিডিও তৈরি করে থাকেন। টিকটক ও ফেসবুকে ভাইরাল হওয়া রমজানে পর্দা না করায় বাস থেকে নারীকে নামিয়ে দেওয়ার ভিডিওটিও তাদের তৈরি এমনই একটি কনটেন্ট; এটি কোনো বাস্তব ঘটনা নয়।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
২০ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫