ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, চিত্রনায়িকা পরীমণি গত ১২ সেপ্টেম্বর স্কুল খোলার দিন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে ছবি তুলে আনন্দ ভাগ করেছেন।
দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি নির্দেশে ৫৪৪ দিন বন্ধ ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান। গত ১২ সেপ্টেম্বর স্কুল খুলে দেওয়া হয়। এই প্রেক্ষাপটেই শিক্ষার্থীদের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির ছবিটি ফেসবুকে পোস্ট করা হচ্ছে।
ছবিটির ক্যাপশনে লেখা হচ্ছে, ‘স্কুল কলেজ খুলে দেওয়ার প্রথম দিনে ভিকারুননিসা কলেজে পরিমনি! শিক্ষার্থীদের সাথে আনন্দের মুহুর্তে!’
ফ্যাক্টচেক
ফ্যাক্টচেক টুল ব্যবহার করে অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। গত ৭ এপ্রিল পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি আপলোড করা হয়। ছবিতে দেখা যায়, পরীমণি কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সেলফি তুলছেন। ক্যাপশনে লেখা হয় ‘সুন্দর’। একই দিন পরীমণি স্মৃতি নামের টুইটার অ্যাকাউন্ট থেকেও ছবিটি একই ক্যাপশনসহ পোস্ট করা হয়।
পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজের এই পোস্টে ছবিটি সম্পর্কে বিস্তারিত লেখা হয়নি। ফলে ছবিটি আপলোডের দিনই তোলা হয়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
ছবিতে পরীমণি ও শিক্ষার্থীদের মুখে মাস্ক ছিল না। তবে পেছনে এলোমেলো দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ মাস্ক পরিহিত ছিল। তাই, এটি যে দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর তোলা, সেটি ধারণা করা যায়।
ছবিতে একটি ক্রেনও দেখা যাচ্ছে, যেটি সাধারণত শুটিংয়ের কাজে ব্যবহার করা হয়। একটি দোকানের সাইনবোর্ডের অর্ধেক অংশ দেখা যাচ্ছে, যেখানে লেখা আছে ‘ফ্রেন্ডস’। এর পাশেই রয়েছে একটি উঁচু ভবন, যা এফডিসির শুটিং ফ্লোরের মতো দেখতে।
নিশ্চিত হওয়ার জন্য আজকের পত্রিকার বিনোদন প্রতিবেদক খায়রুল বাশার নির্ঝরকে ছবিটি দেখালে তিনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘এটি এফডিসির ক্যানটিনের ছবি।’ ওই ক্যানটিনের সাইনবোর্ডে তিনি বহুবার ‘ফ্রেন্ডস’ লেখা দেখেছেন।
আরও নিশ্চিত হওয়ার জন্য ইন্টারনেটে এফডিসির ক্যানটিনের ছবি অনুসন্ধান করে পাওয়া ছবিগুলো থেকে নিশ্চিত হওয়া যায়, সম্প্রতি ভাইরাল ছবিটি সেখানেই তোলা। ছবির প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও ধারণা করা যায়, এটি কোনো একটি শুটিংয়ের সময় তোলা ছবি।
তা ছাড়া ভিকারুননিসা স্কুল বা কলেজের শিক্ষার্থীদের ইউনিফর্মে লাল রঙের বেল্ট নেই। ফলে, পরীমণির এই ছবি ভিকারুননিসা স্কুল বা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তোলা নয়।
সিদ্ধান্ত
স্কুল খোলার প্রথম দিনে পরীমণির সঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছবি দাবিতে ফেসবুকে যে ছবি ছড়িয়েছে, সেটি পুরোনো ছবি। ছবিটি ভিকারুননিসা কলেজে নয়, বরং এফডিসিতে তোলা।
সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, চিত্রনায়িকা পরীমণি গত ১২ সেপ্টেম্বর স্কুল খোলার দিন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে ছবি তুলে আনন্দ ভাগ করেছেন।
দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি নির্দেশে ৫৪৪ দিন বন্ধ ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান। গত ১২ সেপ্টেম্বর স্কুল খুলে দেওয়া হয়। এই প্রেক্ষাপটেই শিক্ষার্থীদের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির ছবিটি ফেসবুকে পোস্ট করা হচ্ছে।
ছবিটির ক্যাপশনে লেখা হচ্ছে, ‘স্কুল কলেজ খুলে দেওয়ার প্রথম দিনে ভিকারুননিসা কলেজে পরিমনি! শিক্ষার্থীদের সাথে আনন্দের মুহুর্তে!’
ফ্যাক্টচেক
ফ্যাক্টচেক টুল ব্যবহার করে অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। গত ৭ এপ্রিল পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি আপলোড করা হয়। ছবিতে দেখা যায়, পরীমণি কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সেলফি তুলছেন। ক্যাপশনে লেখা হয় ‘সুন্দর’। একই দিন পরীমণি স্মৃতি নামের টুইটার অ্যাকাউন্ট থেকেও ছবিটি একই ক্যাপশনসহ পোস্ট করা হয়।
পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজের এই পোস্টে ছবিটি সম্পর্কে বিস্তারিত লেখা হয়নি। ফলে ছবিটি আপলোডের দিনই তোলা হয়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
ছবিতে পরীমণি ও শিক্ষার্থীদের মুখে মাস্ক ছিল না। তবে পেছনে এলোমেলো দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ মাস্ক পরিহিত ছিল। তাই, এটি যে দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর তোলা, সেটি ধারণা করা যায়।
ছবিতে একটি ক্রেনও দেখা যাচ্ছে, যেটি সাধারণত শুটিংয়ের কাজে ব্যবহার করা হয়। একটি দোকানের সাইনবোর্ডের অর্ধেক অংশ দেখা যাচ্ছে, যেখানে লেখা আছে ‘ফ্রেন্ডস’। এর পাশেই রয়েছে একটি উঁচু ভবন, যা এফডিসির শুটিং ফ্লোরের মতো দেখতে।
নিশ্চিত হওয়ার জন্য আজকের পত্রিকার বিনোদন প্রতিবেদক খায়রুল বাশার নির্ঝরকে ছবিটি দেখালে তিনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘এটি এফডিসির ক্যানটিনের ছবি।’ ওই ক্যানটিনের সাইনবোর্ডে তিনি বহুবার ‘ফ্রেন্ডস’ লেখা দেখেছেন।
আরও নিশ্চিত হওয়ার জন্য ইন্টারনেটে এফডিসির ক্যানটিনের ছবি অনুসন্ধান করে পাওয়া ছবিগুলো থেকে নিশ্চিত হওয়া যায়, সম্প্রতি ভাইরাল ছবিটি সেখানেই তোলা। ছবির প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও ধারণা করা যায়, এটি কোনো একটি শুটিংয়ের সময় তোলা ছবি।
তা ছাড়া ভিকারুননিসা স্কুল বা কলেজের শিক্ষার্থীদের ইউনিফর্মে লাল রঙের বেল্ট নেই। ফলে, পরীমণির এই ছবি ভিকারুননিসা স্কুল বা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তোলা নয়।
সিদ্ধান্ত
স্কুল খোলার প্রথম দিনে পরীমণির সঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছবি দাবিতে ফেসবুকে যে ছবি ছড়িয়েছে, সেটি পুরোনো ছবি। ছবিটি ভিকারুননিসা কলেজে নয়, বরং এফডিসিতে তোলা।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৮ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১২ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫